পাকিস্তানে হামলা
১২ জুলাই ২০১২লাহোরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলার দায় ইতিমধ্যে স্বীকার করেছে তালেবান৷ পুলিশ জানিয়েছে, ১০ বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর একটি শয়নাগারে হামলা চালায়৷ পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চল থেকে প্রশিক্ষণের জন্য আসা নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই শয়নাগারে অবস্থান করছিলেন৷ এই হামলার কারণে পাঞ্জাবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারো উদ্বেগ সৃষ্টি হয়েছে৷ গত সোমবারও একইভাবে একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ পাকিস্তানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই প্রদেশ আগামী নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বিগত বছরে সেখানে তালেবানের তেমন একটা উপস্থিতি লক্ষ্য করা যায়নি৷
পাঞ্জাবের পুলিশ প্রধান হাবিবুর রহমান জানিয়েছেন, হামলাকারীরা তিনটি মোটরসাইকেল এবং একটি গাড়িতে করে এসেছিল৷ তাদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল এবং হ্যান্ড গ্রেনেড ছিল৷ লাহোরের ঘনবসতিপূর্ণ ইকরা এলাকার একটি শয়নাগারে হামলা চালায় তারা৷ এসময় সেখানে ৩০ পুলিশ এবং কারা সদস্য ছিলেন৷ অধিকাংশই তখন ঘুমিয়ে ছিলেন অথবা সকালের প্রার্থনারত ছিলেন৷
হামলায় আহত কারা সদস্য মোহাম্মদ রিজওয়ান শাহ জানান, বন্দুকধারীদের গুলি বৃষ্টি থেকে বাঁচতে অনেকে লাফিয়ে আশেপাশের বাড়িতে প্রবেশের চেষ্টা করেছেন৷ তিনি বলেন, আমরা প্রায় ১৫ জন শয়ানাগারের ছাদে ঘুমিয়ে ছিলাম৷ এছাড়া কয়েকজন প্রার্থনারত ছিলেন৷ ঠিক তখনই বাড়ির নিচের তলায় গুলিবর্ষণ শুরু হয়৷
শাহ পাকিস্তানের পেশোয়ারে একটি কারাগারে কাজ করেন৷ ছয় সপ্তাহের একটি প্রশিক্ষণে অংশ নিতে লাহোরে এসেছিলেন তিনি৷ বন্দুকধারীদের গুলিবর্ষণের হাত থেকে বাঁচতে লাফ দিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তিনি৷ এসময় তাঁর হাত ভেঙে যায়৷ শাহ বলেন, আমার সহকর্মীরা যারা নিচের তলায় কি হচ্ছে দেখতে গিয়েছিলেন, তারা গুলিতে নিহত অথবা আহত হয়েছেন৷
পুলিশ জানিয়েছে, হামলায় আহত হয়েছেন আরো নয় ব্যক্তি৷ শয়নাগারের পাশের একটি বাড়ির বাসিন্দা মোহাম্মদ সিদ্দিক মোটরসাইকেলে বন্দুকধারীদের চলে যেতে দেখেছেন এবং স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে একটি রক্তাক্ত মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেছেন৷
পাকিস্তানে তালেবানের একটি সহযোগী জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে৷ গোষ্ঠীটির মুখপাত্র এহসানুল্লাহ এহসান জানিয়েছে, আমাদের বিরুদ্ধে অভিযান চালাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল৷ এজন্য তাদের উপর হামলা চালানো হয়েছে৷
পুলিশ দাবি করেছে, এই একই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা গত সোমবার পাঞ্জাবের গুজরাটে সেনা ক্যাম্পে হামলা চালিয়েছিল৷ সেই হামলায় প্রাণ হারায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য৷
এআই / জেডএইচ (ডিপিএ, এএফপি)