1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে হামলা

১২ জুলাই ২০১২

পাকিস্তানের লাহোরে বন্দুকধারীদের গুলিতে নয় ব্যক্তি নিহত হয়েছে৷ নিহতরা সবাই পুলিশ ও কারা সদস্য৷ ইসলামাবাদ সম্প্রতি ন্যাটোর রসদ সরবরাহ লাইন পুনরায় চালু করার পর এটি সেদেশে দ্বিতীয় জঙ্গি হামলা৷

epa03304249 Pakistani security officials inspect the scene of an attack on Police in Lahore, Pakistan, 12 July 2012. At least nine trainee policemen were killed and eight injured 12 July when unknown gunmen on motorbikes stormed a hostel in eastern Pakistan, a police official said. The attackers fired indiscriminately on the trainees while they were sleeping in Lahore, the provincial capital of the eastern province of Punjab, said Habib Urrehman, the head of the Punjab police. EPA/RAHAT DAR +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

লাহোরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলার দায় ইতিমধ্যে স্বীকার করেছে তালেবান৷ পুলিশ জানিয়েছে, ১০ বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর একটি শয়নাগারে হামলা চালায়৷ পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চল থেকে প্রশিক্ষণের জন্য আসা নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই শয়নাগারে অবস্থান করছিলেন৷ এই হামলার কারণে পাঞ্জাবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারো উদ্বেগ সৃষ্টি হয়েছে৷ গত সোমবারও একইভাবে একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ পাকিস্তানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই প্রদেশ আগামী নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বিগত বছরে সেখানে তালেবানের তেমন একটা উপস্থিতি লক্ষ্য করা যায়নি৷

পাঞ্জাবের পুলিশ প্রধান হাবিবুর রহমান জানিয়েছেন, হামলাকারীরা তিনটি মোটরসাইকেল এবং একটি গাড়িতে করে এসেছিল৷ তাদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল এবং হ্যান্ড গ্রেনেড ছিল৷ লাহোরের ঘনবসতিপূর্ণ ইকরা এলাকার একটি শয়নাগারে হামলা চালায় তারা৷ এসময় সেখানে ৩০ পুলিশ এবং কারা সদস্য ছিলেন৷ অধিকাংশই তখন ঘুমিয়ে ছিলেন অথবা সকালের প্রার্থনারত ছিলেন৷

হামলায় আহত কারা সদস্য মোহাম্মদ রিজওয়ান শাহ জানান, বন্দুকধারীদের গুলি বৃষ্টি থেকে বাঁচতে অনেকে লাফিয়ে আশেপাশের বাড়িতে প্রবেশের চেষ্টা করেছেন৷ তিনি বলেন, আমরা প্রায় ১৫ জন শয়ানাগারের ছাদে ঘুমিয়ে ছিলাম৷ এছাড়া কয়েকজন প্রার্থনারত ছিলেন৷ ঠিক তখনই বাড়ির নিচের তলায় গুলিবর্ষণ শুরু হয়৷

শাহ পাকিস্তানের পেশোয়ারে একটি কারাগারে কাজ করেন৷ ছয় সপ্তাহের একটি প্রশিক্ষণে অংশ নিতে লাহোরে এসেছিলেন তিনি৷ বন্দুকধারীদের গুলিবর্ষণের হাত থেকে বাঁচতে লাফ দিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তিনি৷ এসময় তাঁর হাত ভেঙে যায়৷ শাহ বলেন, আমার সহকর্মীরা যারা নিচের তলায় কি হচ্ছে দেখতে গিয়েছিলেন, তারা গুলিতে নিহত অথবা আহত হয়েছেন৷

পুলিশ জানিয়েছে, হামলায় আহত হয়েছেন আরো নয় ব্যক্তি৷ শয়নাগারের পাশের একটি বাড়ির বাসিন্দা মোহাম্মদ সিদ্দিক মোটরসাইকেলে বন্দুকধারীদের চলে যেতে দেখেছেন এবং স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে একটি রক্তাক্ত মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেছেন৷

পাকিস্তানে তালেবানের একটি সহযোগী জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে৷ গোষ্ঠীটির মুখপাত্র এহসানুল্লাহ এহসান জানিয়েছে, আমাদের বিরুদ্ধে অভিযান চালাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল৷ এজন্য তাদের উপর হামলা চালানো হয়েছে৷

পুলিশ দাবি করেছে, এই একই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা গত সোমবার পাঞ্জাবের গুজরাটে সেনা ক্যাম্পে হামলা চালিয়েছিল৷ সেই হামলায় প্রাণ হারায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য৷

এআই / জেডএইচ (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ