1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জৈশ-ই-মোহাম্মদের শীর্ষ নেতাসহ ৪৪ জন আটক

৫ মার্চ ২০১৯

ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত সন্দেহে জঙ্গি গোষ্ঠীর ৪৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পাকিস্তান৷ এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী৷

Pakistan Islamabad Proteste nach Blasphemie Urteil
ছবি: Getty Images/AFP/A. Qureshi

 আটককৃতদের মধ্যে জৈশ-ই-মোহাম্মদের শীর্ষ নেতারা রয়েছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী শেহরিয়ার আফ্রিদি জানান, জৈশ-ই-মোহাম্মদের প্রধান মওলানা মাসুদ আজহারের ভাই এবং এক আত্মীয় রয়েছেন আটককৃতদের মধ্যে৷ এদিকে, মঙ্গলবার সকালে পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছিল, ভারতের একটি সাবমেরিন পাকিস্তানের জলসীমায় প্রবেশ করেছে৷

এর আগে, সোমবার জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় রয়েছে এমন ব্যক্তি ও গোষ্ঠীর সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার৷ ইসলামি জঙ্গি দলগুলোর ক্ষমতা কমানোর অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়৷

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদের ভারতে হামলার পর বিশ্বনেতাদের চাপের মুখে রয়েছে পাকিস্তান৷ ভারতে হামলার জের ধরে দু'দেশে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল৷ পাকিস্তান ভারতীয় পাইলটকে শুক্রবার ফেরত দেয়ার পর দু'দেশের মধ্যে উত্তেজনার কিছুটা অবসান হয়েছে৷ পাকিস্তান সরকারের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীগুলোকে মদদ দেয়ার অভিযোগ বরাবরই করে আসছে ভারত৷

সোমবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একটি নতুন নির্দেশ জারি করেন, যেখানে জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় থাকা জঙ্গি গোষ্ঠী ও ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পুরনো আইনকে হালনাগাদ করা হয়েছে৷ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘‘মন্ত্রিসভায় এই আইন পাস হয়েছে৷''

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঐ তালিকায় যেসব ব্যক্তির নাম রয়েছে, তাদের মধ্যে লস্কর-ই-তৈয়বা'র হাফিজ সাঈদ অন্যতম৷ ভারতে ২০০৮ সালে মুম্বই হামলার পেছনে লস্কর-ই-তৈয়বার হাত রয়েছে৷

সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, ‘‘জঙ্গিদের মোকাবিলা করতে পাকিস্তান নতুন কৌশল তৈরি করছে৷ এর ফলে নিষিদ্ধ গোষ্ঠীগুলো কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে ব্যর্থ হবে৷''

কাউন্টার টেরোরিজম বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন,  ‘‘জঙ্গিদের বিরুদ্ধে লড়তে নতুন একটি বিশেষ সেল গঠনের পরিকল্পনা করছে সরকার৷ এই সেল অর্থ মন্ত্রণালয়, কাউন্টার টেরোরিজম বিভাগ, রাষ্ট্রীয় ব্যাংক এবং অর্থনীতি পর্যবেক্ষকদের সমন্বয়ে গঠিত হবে৷ এই সেল জঙ্গি দলগুলোর সম্পদ ও তাদের আয়ের উৎস পর্যবেক্ষণ করবে৷''

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চারটি প্রদেশের প্রতিনিধিদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে৷ সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে পদক্ষেপ বাড়ানোর ব্যাপারে সবাই একমত হন৷

এপিবি/জেডএইচ (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ