1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে তালেবান হামলা

২ ফেব্রুয়ারি ২০১৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় কমপক্ষে ৩৫ ব্যক্তি প্রাণ হারিয়েছে৷ তালেবান এই হামলার দায় স্বীকার করেছে৷ জঙ্গিদের হামলার লক্ষ্য ছিল, একটি নিরাপত্তা চৌকি এবং বেসামরিক চত্বর৷

Soldiers are seen at an isolated army checkpoint after it was attacked by militants at Lakki Marwat in the outskirts of Dera Ismail Khan February 2, 2013. Militants attacked the checkpoint in Pakistan's restive northwest on Saturday, with at least 31 people killed in the initial assault, subsequent crossfire and a rocket attack on a house, officials said. The Pakistan Taliban claimed responsibility, saying the attack was in response to a U.S. drone strike in neighbouring North Waziristan last month in which two commanders were killed. REUTERS/Zahid Mohammad (PAKISTAN - Tags: CIVIL UNREST POLITICS MILITARY)
ছবি: Reuters

তালেবানের হামলা চালানো নিরাপত্তা চৌকিটির দায়িত্বে ছিল পাকিস্তানের সামরিক বাহিনী এবং সংশ্লিষ্ট অঞ্চলের বিশেষ আধাসামরিক বাহিনীর সদস্যরা৷ এখন পর্যন্ত যা খবর, তাতে নিহতদের মধ্যে নয় সেনা সদস্য এবং চার আধাসামরিক বাহিনীর সদস্য রয়েছেন৷ এছাড়া দুই হামলাকারীর পরণে ছিল বিস্ফোরক ভর্তি জ্যাকেট৷ এক সেনা কর্মকর্তা জানিয়েছেন এসব তথ্য৷

বেসামরিক চত্বরে হামলা চালিয়ে জঙ্গিরা একটি পরিবারের দশ সদস্যকে হত্যা করেছে বলেও জানিয়েছেন সেনা কর্মকর্তাটি৷ তিনি বলেন, সেখানে নিহতদের মধ্যে তিন নারী এবং তিন শিশুও রয়েছে৷ খুব ভোরে পরিচালিত এই হামলা কয়েকঘণ্টা স্থায়ী ছিল এবং এতে ১২ হামলাকারীও নিহত হয়েছে৷

নিহতদের মধ্যে নয় সেনা সদস্য এবং চার আধাসামরিক বাহিনীর সদস্য রয়েছেনছবি: picture-alliance/dpa

খাইবার-পাখতুনখোয়া প্রদেশের দুর্গম এলাকা সরাই নওরং'য়ে এই হামলার ঘটনা ঘটে৷ ইতিমধ্যে তালেবান হামলার দায় স্বীকার করেছে৷ তাদের মুখপাত্র এহসানউল্লাহ এহসান এই বিষয়ে জানিয়েছে, ‘চার আত্মঘাতী বোমারু হামলায় অংশ নিয়েছি৷'

টেলিফোনে তালেবান মুখপাত্র আরো জানিয়েছে, ‘সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় ওয়াজিরিস্তানে দুই তালেবান কমান্ডারের মৃত্যুর বদলা নিতে এই হামলা চালানো হয়েছে৷' এই জঙ্গি গোষ্ঠীর অভিযোগ, পাকিস্তানের সামরিক বাহিনী ওয়াশিংটনের ড্রোন যুদ্ধকে সমর্থন করছে৷ তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে আসছে৷ তাদের কথা হচ্ছে, আকাশপথে ড্রোন হামলা সেদেশের সার্বভৌমত্বের অবৈধ লঙ্ঘন৷

এখানে বলা প্রয়োজন, খাইবার পাখতুনখোয়া'র আরেক অঞ্চলে আত্মঘাতী হামলায় ২৮ ব্যক্তির মৃত্যুর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সরাই নওরং'য়ে আক্রমণ চালায় তালেবান৷ পুলিশ জানিয়েছে, হাঙ্গু শহরে শুক্রবারের প্রার্থনা শেষে দুটি মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার পর আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়৷ সেখানে নিহতদের অধিকাংশ শিয়া মুসলমান৷ হাঙ্গুতে দীর্ঘদিন ধরেই সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের সঙ্গে সংখ্যালঘু শিয়াদের সংঘাত চলছে৷

এআই/এসি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ