1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান

৩০ ডিসেম্বর ২০১২

পাকিস্তানে দুটি পৃথক ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে৷ তালেবানের হাতে ২১ জন পুলিশের মৃত্যুর পর শিয়া তীর্থযাত্রীদের লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়৷ এতে আরও ১৯ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে৷

A paramilitary soldier stands guard at the site of a bomb explosion in Quetta December 30, 2012. The car bomb exploded on Sunday near a convoy of buses taking Pakistani Shia pilgrims to Iran, killing 20 people and wounding 24, officials said, the latest attack on the minority sect. REUTERS/Naseer Ahmed (PAKISTAN - Tags: MILITARY CIVIL UNREST RELIGION TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

পাকিস্তানি কর্তৃপক্ষ রোববার তালেবানের হাতে অপহৃত ২৩ পুলিশ সদস্যকে খুঁজে পেয়েছে৷ তবে তাদের মধ্যে ২১ জনই ছিলো মৃত, হাত বাঁধা আর মাথায় গুলিবিদ্ধ অবস্থায়৷ একজন গুলি খেয়েও প্রাণে বেঁচে গেছেন৷ আর অন্যজন উসমান শের, তিনি কোনভাবে হাত বাঁধা অবস্থাতে পালিয়ে যেতে পেরেছেন৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসানখেল এলাকাতে তাদের পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তা নাভিদ আকবর৷

পাকিস্তানি তালেবানের হাতে আটক এসব পুলিশ সদস্য ছিলেন লেভিস উপজাতি এলাকার পুলিশ বাহিনীর সদস্য৷ গত বৃহস্পতিবার প্রায় দুইশ তালেবান জঙ্গি ভারী অস্ত্র শস্ত্র নিয়ে পুলিশ ক্যাম্পে হামলা চালায়৷ তাদের সঙ্গে এই সময় ছিলো মর্টার আর রকেট লঞ্চার৷ তারা দুইজনকে হত্যা করে এবং ২৩ জনকে অপহরণ করে নিয়ে যায়৷ নাভিদ আকবর জানিয়েছেন, নিহত পুলিশ সদস্যদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে৷ পেশোয়ার এলাকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

তিনি আরও জানিয়েছেন, তালেবান নেতাদের সঙ্গে স্থানীয় উপজাতি নেতৃবৃন্দের সমঝোতা বৈঠক ব্যর্থ হওয়ার পর অপহৃত পুলিশ সদস্যদের লাশ পাওয়া যায়৷ এই হত্যাযজ্ঞের ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন কিছু এখনও বলা হয়নি৷ এর আগে গত আগস্ট মাসে বাজাউর এলাকাতে তালেবানের সঙ্গে লড়াইয়ের সময় ১৫ পাকিস্তানি সেনা নিখোঁজ হয়৷

এদিকে বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার দক্ষিণে মাসটাং জেলায় এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে আরও অন্তত ২৫ জন৷ নিহতরা সকলেই শিয়া তীর্থযাত্রী বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন সরকারি কর্মকর্তা তুফাইল বালুচ৷ হামলার শিকার মানুষগুলো ইরানের উদ্দেশ্যে যাচ্ছিলো৷ তাদের নিয়ে তিনটি বাসের বহরটি গাড়ি বোমাটির কাছে পৌঁছলে সেটি বিস্ফোরিত হয়৷ গাড়ি বোমাটি রিমোট কন্ট্রোলের সাহায্য ফাটানো হয়েছে বলে জানানো হয়েছে৷ বিস্ফোরণের ফলে একটি বাসে আগুন ধরে যায় এবং অনেকে পুড়ে মারা যায়৷

সরকারি কর্মকর্তা আকবার হারিফাল এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে৷ এছাড়া নিহতদের অনেকের শরীর পুড়ে বিকৃত হয়ে যাওয়াতে তাদের শনাক্ত করা যাচ্ছে না৷ উল্লেখ্য, পাকিস্তানে এর আগেও অনেকবার শিয়া সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে৷

আরআই/এএইচ (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ