চীনের সঙ্গে লাগাতার শব্দযুদ্ধ চলছে ভারতের। তারই মধ্যে নেপালের সঙ্গে সম্পর্কে তিক্ততা বেড়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে উত্তাপ বাড়তে শুরু করল ভারতের। অভিযোগ, সোমবার সকালে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হয়েছেন। কোনও কোনও মহলের অভিযোগ, এই ঘটনার পিছনে আইএসআই এর হাত আছে। তবে সরকারি ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
ভারত ও চীনের মধ্যে একবারই যুদ্ধ হয়েছিল। ১৯৬২ সালে। কিন্তু তার আগে ও পরে অনেকবারই সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছে এই দুই দেশ। সেই সংঘাতের কাহিনি দীর্ঘ এবং রক্তাক্ত।
ছবি: Getty Images/Three Lions/Radloffচীন তিব্বতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছিলো ১৯৫১ সালে। তার আট বছর পরে চতুর্দশ দলই লামা পালিয়ে ভারতে আসেন। ভারত তাঁকে আশ্রয় দেয়। চীন তার বিরোধিতা করে। তারপর শুরু হয় সীমান্তে দুই সেনার সংঘর্ষ।
ছবি: APসীমান্ত সংঘর্ষ হয়েছে প্রচুর। কিন্তু যুদ্ধ একবারই। ১৯৬২ সালে এক মাস এক দিনের লড়াইয়ে ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়ে চীন। অরুণাচল প্রদেশে ও লাদাখের ভিতরে। ভারত ছিলো অপ্রস্তুত। চীন সুবিধাজনক অবস্থায় ছিলো।
ছবি: Getty Imagesভারত ও চীনের মধ্যে চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। সহজভাবে বললে, যুদ্ধের পর দুই দেশের সেনা যেখানে অবস্থান করছে, সেটাই প্রকৃত নিয়ন্ত্রণরেখা।
ছবি: Getty Imagesপাঁচ বছরের মধ্যে অবস্থা বদলে গেলো। ১৯৬৭-র ১১ সেপ্টেম্বর চীনা সেনা নাথু লা-য় ভারতীয় পোস্ট আক্রমণ করে। পাঁচ দিন ধরে সংঘর্ষ চলে। এ বার ভারত ছিলো সুবিধাজনক অবস্থায়। তারা চীনা সেনাকে পিছিয়ে যেতে বাধ্য করে। সংঘর্ষ হয় চো লা-তেও।
ছবি: Diptendu Dutta/AFP/Getty Imagesআবার উত্তেজনা ২০ বছর পরে, সামডরং উপত্যকায়। ভারত তখন অপারেশন চেকারবোর্ড চালাচ্ছিলো। কত তাড়াতাড়ি আসাম থেকে সীমান্তে সেনা পৌঁছনো যায় তা নিয়ে। সেখান থেকেই উত্তেজনা। দুই দেশের সেনা সামনাসামনি। তবে সংঘর্ষ হয়নি।
ছবি: picture-alliance/AP Photoএ বার বিরোধ ২০১৭-তে, ডোকলামে। ভারত, ভূটান ও চীনের সীমান্তে। চীনের সেনা একটা রাস্তা বানাতে থাকে। ভারতীয় সেনাও বুলডোজার নিয়ে চলে যায় তা থামাবার জন্য। সেই সংঘাত ৭৩ দিন চলে। অবশেষে কূটনৈতিক আলোচনার পর বিরোধ মেটে।
ছবি: APএ বার ২০২০-তে। আবার লাদাখ। প্রথমে দুই সেনার হাতাহাতি লড়াই। সিকিমেও একই ঘটনা ঘটলো। চীনের প্রেসিডেন্ট বললেন, তিনি যুদ্ধের জন্য প্রস্তুত। তারপর ভারত ও চীন দুই পক্ষই সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে। দুই দেশই প্রচুর কামান ও গোলাবারুদ নিয়ে গিয়েছে।
ছবি: Eesha Khenyচীন দাবি করে অরুণাচল প্রদেশ তাঁদের এলাকা। বিশেষ করে তাওয়াং শহর। অরুণাচলের লোকের চীনে যেতে ভিসা লাগবে না। ভারত জানায়, অরুণাচল তাদের অবিচ্ছেদ্য অঙ্গ।
ছবি: picture-alliance/dpa/dinodiaভারতের দাবি, আকসাই চীন তাদের এলাকা। চীন জবরদখল করে রেখেছে। ১৯৬২ থেকেই এ নিয়ে বিরোধ চলছে। এখানে কোনও মানুষের বসতি নেই। কিন্তু সামরিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এলাকা।
ভারত ও চীনের সম্পর্ককে বলা হয় ব্লো হট, ব্লো কোল্ড রিলেশন বা নরমে-গরমের সম্পর্ক। মাঝে মাঝেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা হয়। আবার শান্তি আসে। দুই দেশই পরমাণু শক্তিধর। দুই দেশের সেনা শক্তিশালী। তাই তা আর যুদ্ধের দিকে যায় না।
ছবি: Reuters/Handout উত্তেজনার সূত্রপাত রোববার। দিল্লিতে পাকিস্তান দূতাবাসের দুই কর্মীকে ডিপোর্ট করে ভারত। তাঁদের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। কোনও রকম সময় না দিয়েই ওই দুই অফিসারকে ডিপোর্ট করা হয়। এরপরেই ঘটে সোমবারের ঘটনা। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ভারতীয় ওই দুই কর্মী নিখোঁজ হয়ে যান। এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ মেলেনি। গোটা বিষয়টি পাকিস্তান সরকারকে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। পাকিস্তানকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।
ভারতের অভিযোগ, এর আগেও বার বার আইএসআই ভারতীয় দূতাবাস কর্মীদের সঙ্গে অন্যায় ব্যবহার করেছে। এক কর্মীর গাড়িকে ধাওয়া করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। কিন্তু এ ভাবে দূতাবাসের কর্মী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। এই ঘটনার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছতে পারে বলেও কূটনৈতিক মহলের একাংশের ধারণা।
এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)