পাকিস্তানে আবারও ধর্ম অবমাননার অভিযোগে হত্যা৷ এবার সাহাবিদের সম্পর্কে খারাপ মন্তব্যের অভিযোগে একজনকে থানার ভেতরেই কুড়াল দিয়ে কুপিয়ে মেরেছে পুলিশ৷ খ্রিস্টান দম্পতিকে পিটিয়ে মেরে ইটভাটায় পোড়ানোর এক দিন পরই ঘটল এ ঘটনা৷
বিজ্ঞাপন
দুটো ঘটনাই ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে৷ মঙ্গলবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের অবমাননার অভিযোগে পূর্বাঞ্চলীয় ওই প্রদেশেই পিটিয়ে হত্যা করে ইটভাটায় পোড়ানো হয় এক খ্রিস্টান দম্পতিকে৷ নিহত দম্পতির তিনটি শিশু সন্তান রয়েছে৷
বুধবার পাঞ্জাব প্রদেশেরই গুজরাট শহর থেকে তোফায়েল আহমেদ নামের এক ব্যাক্তিকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করে উত্তেজিত জনতা৷ ৫৫ বছর বয়সি তোফায়েলের বিরুদ্ধে অভিযোগ, তিনি মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর সঙ্গী, অর্থাৎ সাহাবিদের সম্পর্কে বাজে মন্তব্য করেছেন৷ থানায় সোপর্দ করার পর পুলিশই কুড়াল দিয়ে কুপিয়ে মারে তোফায়েলকে৷ বার্তা সংস্থা রয়টার্সকে গুজরাট থানার পুলিশ কর্মকর্তা খুররম শেহজাদ বলেছেন, ‘‘কয়েকবার সতর্ক করা সত্ত্বেও ও (তোফায়েল হায়দার) সাহাবিদের সম্পর্কে বাজে মন্তব্য করে যাচ্ছিল৷ ভোর পাঁচটার দিকে নাভিদ আর আবেগ সামলাতে পারেনি৷ ও নিজের সেল থেকে একটা কুড়াল নিয়ে আসে এবং লকআপে ঢুকে হায়দারের গলায় কোপাতে শুরু করে৷'' ঘটনাস্থলেই মারা যান তোফায়েল হায়দার৷ হত্যাকারী অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ফারাজ নাভিদকে গ্রেপ্তার করা হয়েছে৷
আফ্রিকায় মানবাধিকারের ছবি
এক সময় আফ্রিকাকে বলা হতো ‘অন্ধকার মহাদেশ’৷ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মহাদেশ সব দিক থেকে অনেক এগোলেও মানবাধিকার পরিস্থিতি এখনো খুব খারাপ৷ ছবিগুলো তারই প্রমাণ৷
ছবি: Adballe Ahmed Mumin
চলমান ছবি
এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় নিকিওয়ে মাসাঙ্গোর৷ চোখ খুলে দেখেন এক লোক তাঁর ওপরে৷ লোকটি বলল, চোখ ঢেকে রাখতে যাতে তাকে চেনা না যায়৷ তারপর সারা রাত ধরে চলল ধর্ষণ৷ দক্ষিণ আফ্রিকার এই নারীর বয়স এখন ৮৭ হয়ে গেলেও সেই রাতের কথা ভোলেননি মাসাঙ্গোর৷ তাঁর এ ছবি তুলেছেন জার্মান ডেভেলপমেন্ট মিডিয়া অ্যাওয়ার্ডসের ‘আফ্রিকায় মানবাধিকারের ছবি’ ক্যাটাগরির ফাইনালিস্ট লুঙ্গি মবুলওয়ানা৷
ছবি: Lungi Mbulwana
পুলিশের নির্মমতা
পুলিশের পা ধরে রেহাই চাইছেন এক ওকাডা মোটর সাইকেল ট্যাক্সি চালক৷ তাঁকে গ্রেপ্তার করার প্রতিবাদ নগ্ন হয়ে জানিয়ে আরো বড় বিপদ ডেকে এনেছেন তিনি৷ পুলিশ বেধড়ক পেটাতে শুরু করে৷ নাইজেরিয়া সরকার প্রধান সড়কগুলোতে ওকাডা নিষিদ্ধ করার পরও চালাতে যাওয়াই এই তরুণের প্রথম অপরাধ৷ রাস্তায় সরকারের সিদ্ধান্ত কার্যকর করার কাজে ভীষণ কঠোর নাইজেরিয়ার পুলিশ৷
ছবি: Olufemi Ajasa
ইচ্ছা থাকলে শিক্ষা হয়
শিশুগুলো এখন স্কুল থেকে মাকোকোয় ফিরবে নৌকা চালিয়ে৷ ওদের ভাগ্য ভালো, কেননা দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার লেখাপড়া, আর খুব কষ্ট করে হলেও তা তারা করতে পারছে৷ ওদের মতো ভাসমান বস্তির অনেক ছেলেমেয়েই কিন্তু এ সুযোগ পায়না৷
ছবি: Oluyinka Ezekiel Adeparusi
হতভাগ্যের আবেগ
দক্ষিণ আফ্রিকার এই লোকটি ২০ বছরেরও বেশি সময় কাটিয়েছেন কারাগারে৷ সেই কষ্ট আছে, আছে অহঙ্কারও৷ মুখে অনেকগুলো ট্যাটু৷ প্রত্যেকটি ট্যাটু তাঁর দল এবং নিজের মর্যাদার প্রতীক৷ যত জটিলতা, যত দুর্ভোগই থাকুক জীবনে তারপরও সুন্দর কিছু থাকেই- ছবিটি দেখে তা বুঝতে পারছেন নিশ্চয়ই!
ছবি: Theodore Afrika
সড়কে ন্যায়দণ্ড
মোবাইল ফোন চুরি করেছে- এই সন্দেহে একটু আগে মারধর করা হয়েছে তাঁকে৷ গণপিটুনির পর তাঁকে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ তারপর পুলিশ তাঁকে নিয়ে যায় হাসপাতালে৷ স্রেফ সন্দেহের বশে একজনকে নির্বিচারে পেটানোর অপরাধে কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ৷ সুবিচারের মানবাধিকার দক্ষিণ আফ্রিকার রাজধানীতে অনেক মানুষেরই নেই৷
ছবি: Lulama Zenzile
গৃহহারার কান্না
বিলাসবহুল হোটেল তৈরি করার জন্য ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে ঘর৷ আফ্রিকার আরেক দেশ চাদ-এর রাজধানীতে সাত সন্তানের এই মায়ের অসহায়ত্ব প্রকাশ করছে তাঁর অশ্রু৷ এভাবে গৃহহারা করা হয়েছে ৬৭০টি পরিরারকে৷ অথচ ক্ষতিপূরণ হিসেবে একটি পয়সাও দেয়া হয়নি কাউকে৷
ছবি: Salma Khalil Alio
সাংবাদিকের অধিকারের লড়াই
সাংবাদিকদের গ্রেপ্তার এবং হত্যার প্রতিবাদ জানাচ্ছেন সোমালিয়ার সাংবাদিকরা৷ আব্দাল্লে আহমেদ মুমিন ছবিটি তুলেছেন ধর্ষিতার সাক্ষাৎকার নেয়ার কারণে এক সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদ জানানোর সময়৷ ‘আফ্রিকায় মানবাধিকারের ছবি’ ক্যাটাগরিতে এই ছবিও স্থান পেয়েছে৷ প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ডয়চে ভেলে এবং জার্মানির অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন মন্ত্রণালয়৷ বুধবারই বিজয়ীদের হাত পুরষ্কার তুলে দেয়ার কথা৷
ছবি: Adballe Ahmed Mumin
7 ছবি1 | 7
পাকিস্তানে জাতিগত সংঘাত ভয়াবহ রূপ ধারণ করেছে৷ গত দু বছরে সুন্নিদের হাতে নিহত হয়েছে অন্তত এক হাজার শিয়া মুসলমান৷ দেশটিতে ধর্ম অবমাননা শাস্তিযোগ্য অপরাধ৷ সাবেক সেনা শাসক জিয়াউল হকের আমলে করা ‘ব্লাসফেমি' আইনে ধর্ম অবমাননার অভিযোগের বিচার করা হয়৷ এ আইনে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড৷
গত জানুয়ারিতে এক ব্রিটিশ নাগরিককে ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দেয় আদালত৷ মানসিক রোগগ্রস্থ হওয়া সত্ত্বেও পৌঢ় ওই বিদেশির সাজা মওকুফ করা হয়নি৷ গত মাসে কারাগারেই তাঁর ওপর গুলি চালায় এক পুলিশ সদস্য৷ পুলিশের বিভাগীয় তদন্তে দেখা গেছে, ওই পুলিশ সদস্যকে হামলায় প্ররোচিত করেছিলেন মুমতাজ কাদরি৷ এক সময় পাঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসিরের দেহরক্ষী ছিলেন কাদরি৷ সালমান তাসির ব্লাসফেমি আইনে সংস্কার দাবি করেছিলেন৷ ২০১১ সালে তাঁকে হত্যা করে তাঁরই দেহরক্ষী মুমতাজ কাদরি৷