পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের এক খনিতে বৃহস্পতিবার বন্দুকধারীদের গুলিতে ২০ জন খনিকর্মী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে৷ আহত হয়েছেন সাত জন৷
বিজ্ঞাপন
বেলুচিস্তানের ডাকি এলাকায় জুনাইদ কয়লা খনিতে এই ঘটনা ঘটে বলে জানান পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান নাসির৷
খনিতে রকেট ও গ্রেনেড হামলা হয়েছে বলেও জানান তিনি৷
হতাহতদের বেশিরভাগই বেলুচিস্তানের পশতু ভাষাভাষী এলাকার বাসিন্দা৷ নিহতদের মধ্যে তিনজন ও আহতদের মধ্যে চারজন আফগান ছিলেন৷
এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি৷
বেলুচিস্তানের সমস্যা
আফগানিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত এই প্রদেশ পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ৷
কয়েক দশক ধরে সেখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে৷ তাদের অভিযোগ, ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের ধনীরা বেলুচিস্তানের সম্পদ থেকে লাভবান হচ্ছেন, কিন্তু লাভের অংশ বেলুচিস্তানের জনগণ পাচ্ছে না৷
বিচ্ছিন্নতাবাদীদের ঠেকাতে সামরিক বাহিনী ব্যবহার করে আসছে পাকিস্তান সরকার৷
সোমবার করাচি বিমানবন্দরের কাছে এক হামলায় চীনের দুই নাগরিক নিহত হন৷ বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বেলুচ লিবারেশন আর্মি' এই হামলার দায় স্বীকার করেছে৷
চলতি সপ্তাহে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার প্রদেশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পরামর্শ দিয়েছিল৷ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ও পাকিস্তানি তালেবান হামলার পরিকল্পনা করছে বলে সতর্ক করে দিয়েছিল মন্ত্রণালয়৷
আগামী সপ্তাহে ইসলামাবাদে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন হওয়ার কথা৷ চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নেওয়ার কথা৷
জেডএইচ/এসিবি (এপি, রয়টার্স)
বিএলএ : বেলুচিস্তানের স্বাধীনতা চায় যারা
বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ পাকিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী৷ তারা বেলুচিস্তানকে স্বাধীন করতে চায়৷
ছবি: Abdul Ghani Kakkar/DW
বেলুচিস্তান
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বেলুচিস্তান আয়তনে সবচেয়ে বড় প্রদেশ৷ তবে সেখানে অন্য প্রদেশগুলোর তুলনায় সবচেয়ে কম মানুষ (প্রায় দেড় কোটি) বাস করেন৷ ইরান ও আফগানিস্তানের সঙ্গে বেলুচিস্তানের সীমান্ত রয়েছে৷ ছবিতে চীনের অর্থায়নে বেলুচিস্তানে তৈরি একটি মহাসড়ক দেখা যাচ্ছে৷
ছবি: Jiang Chao/Xinhua/picture alliance
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী
বেলুচিস্তানে কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সক্রিয় রয়েছে৷ তারা স্বাধীন বেলুচিস্তান চায়৷ এসব গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ৷ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর অভিযোগ, বেলুচিস্তানে যে গ্যাস ও খনিজ সম্পদের বিপুল ভান্ডার রয়েছে সেগুলো থেকে লাভবান হচ্ছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু বঞ্চিত হচ্ছে বেলুচিস্তান৷
ছবি: Abdul Ghani Kakkar/DW
খনি ও সমুদ্রবন্দর
বেলুচিস্তানের মরু ও পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খনি আছে৷ এর মধ্যে একটি রেকো দিক৷ এটি বিশ্বের অন্যতম বড় সোনা ও তামার খনি বলে বিবেচনা করা হয়৷ ক্যানাডার ব্যারিক গোল্ড সেখানে খননকাজ চালাচ্ছে৷ এছাড়া চীনও একটি সোনা ও তামার খনি পরিচালনা করছে৷ প্রদেশের দক্ষিণে চীনের সহায়তায় গোয়াদর সমুদ্রবন্দর (ছবি) গড়ে উঠেছে৷
ছবি: Xinhua News Agency/picture alliance
হামলার লক্ষ্য চীন
বিএলএ মনে করে, বেলুচিস্তান থেকে কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে যে লাভ নিয়ে যাচ্ছে তাতে সহায়তা করছে চীন৷ সে কারণে চীনা প্রকল্প ও চীনাদের উপর প্রায়ই হামলা করে বিএলএ৷ তাদের হামলায় বেলুচিস্তানে কয়েকজন চীনা নাগরিক নিহত হয়েছেন৷ এছাড়া করাচিতে বেইজিংয়ের কনসুলেটেও হামলা (ছবি) হয়েছে৷
ছবি: Shakil Adil, File/AP/picture alliance
স্থাপনা ও নিরাপত্তা ঘাঁটিতে হামলা
বেলুচিস্তানের বিভিন্ন অবকাঠামো প্রকল্প ও নিরাপত্তা ঘাঁটিতে প্রায়ই হামলা করে বিএলএ৷ প্রদেশের বাইরেও হামলা করে তারা৷ যেমন করাচিতে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ ভবনেও হামলা করেছে বিএলএ৷ ২০২২ সালে কয়েকটি সেনা ও নৌঘাঁটিতেও হামলা করেছে বিএলএ৷
ছবি: ReutersTV
হামলার কৌশল
সাধারণত গেরিলা বন্দুকধারীদের দিয়ে হামলা করে বিএলএ৷ তবে সম্প্রতি নারী আত্মঘাতী বোমা হামলাকারীদেরও ব্যবহার শুরু হয়েছে৷ যেমন করাচির এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চীনা নাগরিকদের উপর হামলায় তাদের ব্যবহার করতে দেখা গেছে৷