1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের হার দিয়ে শুরু

২৪ জানুয়ারি ২০২০

সাদামাটা পারফর্ম্যান্সে হার দিয়ে পাকিস্তান সফর শুরু করলো বাংলাদেশ৷ তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি স্বাগতিকরা জিতে নিলো পাঁচ উইকেটে৷

Pakistan vs Bangaldesch Vorbereitungen Cricket T20 Gaddafi Stadion in Lahore
ছবি: Getty Images/AFP/A. Ali

 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ৷ উইকেট ধরে রাখতে গিয়ে তামিম আর নাঈমের শুরুটা হয় ধীর গতিতে৷ ১১তম ওভারে তাদের ৭১ রানের জুটি ভাঙে তামিমের রান আউটে৷ ৩৪ বলে ৩৯ রান করে ফেরেন তিনি৷ রান আউটে ফেরেন লিটন দাসও৷ তিনি করেছেন ১৩ বলে ১২ করে৷ ৪১ বলে ৪৩ রান করে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম৷ এরপর তেমন একটা রান তুলতে পারেননি কেউ৷ ২০ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের স্কোর দাড়ায় ১৪১৷ 

তারপর প্রথম ওভারের দ্বিতীয় বলেই বাবর আজমকে ফেরান শফিউল ইসলাম৷ পঞ্চম ওভারে মোহাম্মদ হাফিজের উইকেট তুলে নেন মোস্তাফিজুর৷ শেষের দিকে ম্যাচে কিছুটা নাটকীয়তার আভাস মিললেও তা নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ৷ ফিল্ডারদের তিন ক্যাচ মিসে তিন বল হাতে রেখে পাকিস্তান ম্যাচ জিতে নেয় পাঁচ উইকেটে৷ পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করে শোয়েব মালিক হয়েছেনি ম্যাচ সেরা৷ সিরিজের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে আগামীকাল (২৫ জানুয়ারি)৷ 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৪১/৫, ২০ ওভার (তামিম ৩৯, নাঈম ৪৩, লিটন ১২, মাহমুদউল্লাহ ১৯*; ইমাদ ৩-০-১৫-০, আফ্রিদি ৪-০-২৩-১, হাসনাইন ৪-০-৩৬-০, রউফ ৪-০-৩২-১, শাদাব ৪-০-২৬-১)

পাকিস্তান: ১৪২/৫, ১৯.৩ ওভার (বাবর ০, এহসান ৩৬, হাফিজ ১৭, মালিক ৫৮*, ইফতিখার ১৬; শফিউল ৪-০-২৭-২, মুস্তাফিজ ৪-০-৪০-১, আল-আমিন ৪-০-১৮-১, সৌম্য ২.৩-০-২২-০, আমিনুল ৪-০-২৮-১, আফিফ ১-০-৬-০) 

এফএস/এসিবি (ক্রিক ইনফো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ