সাদামাটা পারফর্ম্যান্সে হার দিয়ে পাকিস্তান সফর শুরু করলো বাংলাদেশ৷ তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি স্বাগতিকরা জিতে নিলো পাঁচ উইকেটে৷
বিজ্ঞাপন
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ৷ উইকেট ধরে রাখতে গিয়ে তামিম আর নাঈমের শুরুটা হয় ধীর গতিতে৷ ১১তম ওভারে তাদের ৭১ রানের জুটি ভাঙে তামিমের রান আউটে৷ ৩৪ বলে ৩৯ রান করে ফেরেন তিনি৷ রান আউটে ফেরেন লিটন দাসও৷ তিনি করেছেন ১৩ বলে ১২ করে৷ ৪১ বলে ৪৩ রান করে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম৷ এরপর তেমন একটা রান তুলতে পারেননি কেউ৷ ২০ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের স্কোর দাড়ায় ১৪১৷
তারপর প্রথম ওভারের দ্বিতীয় বলেই বাবর আজমকে ফেরান শফিউল ইসলাম৷ পঞ্চম ওভারে মোহাম্মদ হাফিজের উইকেট তুলে নেন মোস্তাফিজুর৷ শেষের দিকে ম্যাচে কিছুটা নাটকীয়তার আভাস মিললেও তা নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ৷ ফিল্ডারদের তিন ক্যাচ মিসে তিন বল হাতে রেখে পাকিস্তান ম্যাচ জিতে নেয় পাঁচ উইকেটে৷ পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করে শোয়েব মালিক হয়েছেনি ম্যাচ সেরা৷ সিরিজের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে আগামীকাল (২৫ জানুয়ারি)৷
বাংলাদেশকে যেমন নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান
২০০৯ সালে করাচিতে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর হামলার পর দেশের মাটিতে ক্রিকেট ফিরিয়ে আনতে মরিয়া পাকিস্তান৷ তাই সফররত বাংলাদেশ দলকে নজিরবিহীন নিরাপত্তা দিচ্ছে দেশটি৷
ছবি: Getty Images/AFP/A. Ali
দশ হাজার নিরাপত্তাকর্মী
হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াতের সময় প্রায় দশ হাজার পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য বাংলাদেশ দলকে নিরাপত্তা দিচ্ছে৷ ২০০৯ সালে হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার সময়ই শ্রীলঙ্কা দলের উপর হামলা হয়েছিল৷ ছবিতে বাংলাদেশ দলের স্টেডিয়ামে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন৷
ছবি: Reuters/M. Raza
স্টেডিয়ামে নিরাপত্তা
পাকিস্তান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্টেডিয়ামে তিন স্তরের নিরাপত্তা থাকবে৷ ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকবে ১৭টি সুপার পুলিশ ডিভিশন এবং ৪৮টি ডেপুটি সুপার পুলিশ ডিভিশন৷ ছবিটি স্টেডিয়ামের সামনে থেকে তোলা৷
ছবি: Getty Images/AFP/A. Ali
পাকিস্তান দলের নিরাপত্তা
পাকিস্তান পুলিশ জানিয়েছে, শুধু বাংলাদেশ নয় পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদেরও একই ধরনের নিরাপত্তা দেয়া হবে৷ ছবিতে পাকিস্তান দলকে কড়া প্রহরায় গাদ্দাফি স্টেডিয়ামে নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন৷
ছবি: Getty Images/AFP/A. Ali
থাকবে স্নাইপার
লাহোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বাবর সাঈদ জানিয়েছেন, ক্রিকেট দলের যাওয়া-আসার পথে বিভিন্ন ভবনের ছাদে স্নাইপাররা থাকবেন৷
ছবি: Getty Images/AFP/A. Ali
বাংলাদেশের নিরাপত্তাকর্মী
টাইগারদের নিরাপত্তা নিশ্চিত করতে দলের সঙ্গে বাংলাদেশ থেকেও একটি নিরাপত্তা প্রতিনিধি দল পাকিস্তানে গেছে৷ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা দলের সঙ্গে থাকবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)-এর সভাপতি নাজমুল হাসান পাপন৷