1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ৩৯

২৬ আগস্ট ২০২৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে রোববার দিবাগত রাতে বিচ্ছিন্নতাবাদীদের কয়েকটি হামলায় ৩৯ জন নিহত হয়েছেন বলে সোমবার এএফপিকে জানিয়েছেন প্রদেশ সরকারের মুখপাত্র শহিদ রিন্দ৷

হতাহতদের বহনকারী অ্যাম্বুলেন্সের সারির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক উদ্ধারকর্মী৷
রাস্তায় যান থামিয়ে পাঞ্জাব প্রদেশ থেকে আসা মানুষদের খোঁজ করে গুলি করা হয়ছবি: Akhtar Soomro/REUTERS

বেলুচ লিবারেশন আর্মি বিএলএ এসব হামলা করেছে বলেও জানান তিনি৷

বেলুচিস্তান প্রদেশের মুসাখেইল জেলার মহাসড়কে কয়েকটি গাড়ি থামিয়ে ২৩ জনকে গুলি করে হত্যা করা হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন৷ এছাড়া পুলিশের এক থানায় হামলায় ১০ জন নিহত হন৷

পাকিস্তান ও ইরানের মধ্যে সংযোগকারী একটি রেললাইন ও একটি রেল সেতুতেও বিস্ফোরক দিয়ে হামলা করা হয়েছে৷ 

বেলুচ লিবারেশন আর্মি, বিএলএ সাংবাদিকদের কাছে ইমেল করে হামলার দায় স্বীকার করেছে৷ বেলুচিস্তানের সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএ৷

বেলুচিস্তান প্রদেশের মুসাখেইল জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা নাজিবুল্লাহ কাকার এএফপিকে বলেন, বেলুচিস্তান ও পাঞ্জাবের মধ্যে সংযোগকারী মহাসড়কে ২২টি বাস, ভ্যান, ট্রাক থামিয়েছিল বন্দুকধারীরা৷ এরপর সেগুলো থেকে যাত্রীদের নামিয়ে পাঞ্জাব প্রদেশ থেকে আসা মানুষদের খোঁজ করে গুলি করা হয়৷

এভাবে ২২ জনকে হত্যা করা হয়েছে বলে জানান কাকার৷ নিহতদের বেশিরভাগই পাঞ্জাবের শ্রমিক৷ এছাড়া দুজন আধা-সামরিক সেনা ছিলেন৷ রয়টার্সের প্রতিবেদনে নিহতের সংখ্যা ২৩ বলে উল্লেখ করা হয়েছে৷

বিএলএর দাবি, যাদের হত্যা করা হয়েছে তারা সাদা পোশাক পরিহিত সেনাসদস্য ছিলেন৷ তবে তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি বিএলএ৷

এদিকে, কালাত জেলার এক থানায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা দোস্তেইন খান দাস্তি৷ নিহতদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য৷

পাকিস্তানের সবচেয়ে বড় ও সবচেয়ে গরিব প্রদেশ বেলুচিস্তান৷ তবে সেখানে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে৷

বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা সম্প্রতি তাদের এলাকায় কর্মরত পাঞ্জাবি ও সিন্ধিদের উপর হামলা বাড়িয়েছে৷ এছাড়া, ঐ এলাকায় কাজ করা বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর উপরও হামলা হয়েছে৷

বেলুচিস্তানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দমনে নিয়োজিত সামরিক কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগই পাঞ্জাবি বলে মনে করা হয়৷

গত ১১ এপ্রিল বেলুচিস্তানের নাওশকি জেলায় একটি বাস থেকে অপহরণ করে ১১ পাঞ্জাবি শ্রমিককে হত্যা করা হয়েছিল৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ