1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালেবান হামলা

১৬ ডিসেম্বর ২০১২

পাকিস্তানের পেশোয়ারে রবিবার পুলিশ ও সামরিক সদস্যদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ছয় ব্যক্তি নিহত হয়েছে৷ এর আগে শনিবার শহরের বিমানবন্দরে তালেবান হামলায় ১০ জন নিহত হয়েছিল৷

ছবি: picture alliance/ZUMAPRESS.com

পেশোয়ার বিমানবন্দর দিয়ে যেমন সাধারণ যাত্রীবাহী বিমান ওঠানামা করে, তেমনি এটি পাকিস্তান বিমানবাহিনীর একটি ঘাঁটিও৷ শনিবার এই বিমানবন্দরটি তালেবান হামলার শিকার হয়৷ এতে পাঁচজন সাধারণ নাগরিক নিহত হওয়ার পাশাপাশি পাঁচজন জঙ্গিও নিহত হয়েছে৷ তালেবান মুখপাত্র এহসানুল্লাহ এহসান দাবি করেছে, তাদের হামলায় বিমানবাহিনীর কয়েকটি হেলিকপ্টার ও বিমান ধ্বংস হয়েছে৷ তবে বিমানবাহিনী তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করেছে৷ তারা বলেছে তাদের কোনো ক্ষতি হয়নি৷

ঐ ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের কাছে একটি নির্মিতব্য ভবনে অভিযান চালায় পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা৷ বিমানবন্দরে হামলা চালানোর পর পাঁচজন জঙ্গি ঐ ভবনে আশ্রয় নিয়েছে বলে গোয়েন্দারা জানিয়েছিল৷ জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা সদস্যদের সংঘাত চলে ছয় ঘণ্টা৷ এ সময় নিরাপত্তা সদস্যদের গুলিতে তিন জঙ্গি নিহত হয় বলে জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ আলতাফ৷ বাকি দুই জঙ্গি নিজেদের কাছে থাকা আত্মঘাতী জ্যাকেটের বিস্ফোরণ ঘটায় বলে জানান আলতাফ৷ দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে বলেও জানিয়েছেন ঐ কর্মকর্তা৷

হামলায় আহতরাছবি: picture-alliance/dpa

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, শনি ও রবিবারের ঘটনায় বিমানবন্দরের কার্যক্রম ১৮ ঘণ্টা বন্ধ ছিল৷

গত চার মাসে পাকিস্তানে সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এটি দ্বিতীয় জঙ্গি হামলা৷ এর আগে গত আগস্ট মাসে দেশটির উত্তরপশ্চিমের কামরা এলাকার একটি ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় ১১ ব্যক্তি নিহত হয়েছিল৷

উল্লেখ্য, পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চল এলাকাটি বেশ ঝুঁকিপূর্ণ৷ কেননা সেখানেই রয়েছে তালেবান ও আল কায়েদার শক্ত ঘাঁটি৷ আর পেশোয়ার বিমানবন্দরের অবস্থান সেখানেই৷

তারও আগে গত বছরের মে মাসে করাচির একটি বিমান ঘাঁটিতে হামলা করেছিল তালেবান৷ সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছিল প্রায় ১৭ ঘণ্টা৷

পাকিস্তান সরকারের হিসেবে যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার পর পাকিস্তানে জঙ্গি হামলায় প্রায় ৩৫ হাজার মানুষ নিহত হয়েছে৷

জেডএইচ / এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ