1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোমা বিস্ফোরণ

১৩ অক্টোবর ২০১২

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি বাজারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে আরও অন্তত দুই ডজন মানুষ৷ এদিকে তালেবান হামলায় আহত মালালা ইউসুফজাইর শারীরিক অবস্থা ইতিবাচক বলে জানিয়েছে সেনাবাহিনী৷

A Pakistani injured blast victim arrives at a hospital following a suicide bomb attack in Peshawar on October 13, 2012. A suicide bomber blew up a car at a crowded market in a northwestern Pakistani tribal town, killing at least 16 people and wounding 30 others, officials said. The blast ripped through the main market in Darra Adam Khel near to a local anti-insurgent peace committee office, which officials said was the target of the attack. AFP PHOTO / HASHAM AHMED (Photo credit should read HASHAM AHMED/AFP/GettyImages)
ছবি: Getty Images

বার্তা সংস্থাগুলো জানিয়েছে, উত্তর-পশ্চিমের দারা আদাম খেল শহরের জানান মার্কেটে বোমাটি বিস্ফোরিত হয়৷ মার্কেটটি উপজাতি অধ্যুষিত কোহাত অঞ্চলে অবস্থিত৷ রেডিও পাকিস্তান জানিয়েছে, বোমা বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ কারণ অনেক আহতের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিকেল কর্মকর্তারা জানিয়েছেন৷ স্থানীয় সরকারি হাসপাতালের চিকিৎসক আলিফ খান বার্তা সংস্থা ডিপিএকে জানিয়েছেন, পর্যাপ্ত প্রয়োজনীয় সুবিধা না থাকায় আহতদের অনেককে পেশোয়ারে পাঠানো হয়েছে৷

কোহাতের সরকারি কর্মকর্তা ফাখার উদ্দিন জানিয়েছেন, বোমাটি একটি ছোট ট্রাকে রাখা ছিলো৷ পুলিশ এখন তদন্ত করছে এটি টাইম বোমা ছিল নাকি রিমোটের মাধ্যমে ফাটানো হয়েছে৷ তিনি জানান, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বোমা হামলার টার্গেট ছিলো স্থানীয় শান্তি কমিটির কার্যালয়৷ তবে খাইবার পাখতুনখোয়া প্রদেশের তথ্য মন্ত্রী মিয়া ইফতিখারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, এটি আত্মঘাতী হামলা ছিলো৷ এবং এর লক্ষ্য ছিলো শান্তি কমিটি৷ উল্লেখ্য, তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে ওই এলাকায় শান্তি কমিটি গঠন করা হয়েছে৷ তালেবান গোষ্ঠী থেকে দলচ্যুত অনেকেই এই শান্তি কমিটিতে রয়েছে৷ তবে এই হামলার জন্য এখনও কেউ দায়িত্ব স্বীকার করেনি৷ এদিকে এই ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ৷ উল্লেখ্য, আধা-স্বায়ত্তশাসিত দারা আদাল খেল শহরে এর আগেও একাধিকবার আত্মঘাতী বোমা হামলা হয়েছে৷

এদিকে তালেবান হামলায় আহত স্কুল ছাত্রী মালালা ইউসুফজাইকে এখনও নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে৷ সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মালালার শারীরিক অবস্থা এখনও সন্তোষজনক পর্যায়ে রয়েছে৷ তার শরীরের প্রধান অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাকভাবে কাজ করছে, তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ চিকিৎসকদের একটি দল তার অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে৷ উল্লেখ্য, গত বুধবার ১৪ বছর বয়সি মালালাকে হত্যার জন্য হামলা করে তালেবান গোষ্ঠী৷ তাদের গুলি মালালার মাথায় লাগলেও সে প্রাণে বেঁচে যায়৷ হামলায় আরও দুইজন আহত হয়৷ নারী শিক্ষার পক্ষে প্রচারণা চালানোর কারণে তালেবান গোষ্ঠীর রোষের শিকার হয় ১৪ বছরের মালালা৷

আরআই / এএইচ (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ