1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র: দিল্লির সমর্থনে অ্যামেরিকা

১৫ মার্চ ২০২২

ভারত থেকে পাকিস্তানে আচমকা যাওয়া একটি ক্ষেপণাস্ত্র নিয়ে দিল্লির যুক্তিই মেনে নিলো অ্যামেরিকা।

প্রতীকী ছবি। ছবি: Indian Press Information Bureau/handout/epa/dpa/picture alliance

গত ৯ মার্চ ভারত থেকে পাকিস্তানে যে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল, তাকে নেহাতই দুর্ঘটনা বলে জানালো অ্যামেরিকা। এর আগে ভারতও জানিয়েছিল, তারা পাকিস্তানে ইচ্ছে করে কোনো ক্ষেপণাস্ত্র ছোঁড়েনি। যে ক্ষেপণাস্ত্র গিয়েছিল, তা দুর্ঘটনাবশত। রক্ষণাবক্ষণের সময় ভুল করে তা পাকিস্তানে চলে যায়। এর জন্য ভারত গভীর দুঃখপ্রকাশও করেছে।

অ্যামেরিকার বক্তব্য

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, পাকিস্তানে যে ভারতীয় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল, তা নেহাতই দুর্ঘটনা। প্রাইস বলেছেন, ''আপনারা ভারতের বক্তব্য শুনেছেন। আমরাও এমন কোনো ইঙ্গিত পাইনি, যা থেকে মনে হতে পারে, এটা নিছক দুর্ঘটনা নয়।''

প্রাইস সোমবার বলেছেন, ''ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ৯ মার্চ একটি বিবৃতি দিয়েছে। তারা ব্যাখ্যা করে বলেছে, কেন এটা ঘটেছে। তার বাইরে আমাদের কোনো মন্তব্য নেই।''

ভারতের বক্তব্য

গত ৯ মার্চ ভারত জানিয়েছিল, পাকিস্তানে ক্ষেপণাস্ত্র গিয়ে পড়াটা ছিল নিছক দুর্ঘটনা। তার জন্য ভারত গভীরভাবে দুঃখিত। প্রযুক্তিগত ত্রুটির জন্যই এটা হয়েছে। রুটিন রক্ষণাবেক্ষণের কাজ করার সময় এই ত্রুটি দেখা দেয়। সরকার বিষয়টি মোটেই হালকা করে দেখছে না। উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার কুলদীপ সিং দ্য কুইন্টে লিখেছেন, ''বিশ্বজুড়ে এই স্ট্র্যাটেজিক অস্ত্রের রক্ষণাবেক্ষণ মানুষই করে। কিন্তু যা হয়েছে, তাতে ভারতের কৌশলগত অস্ত্রের রক্ষণাবেক্ষণ ও লঞ্চ প্রটোকল নিয়ে অন্যরা নানা কথা বলতে পারে। কিন্তু অতীতে অ্যামেরিকা ও রাশিয়ায় এনিয়ে মানুষের যে ভুল হয়নি তা নয়।''

জিএইচ/এসজি(পিটিআই, দ্য কুইন্ট)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ