1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে ভূমিকম্প, মৃত বহু

৭ অক্টোবর ২০২১

পাকিস্তানের বালুচিস্তানে বড় ভূমিকম্প। মৃত অন্তত ২০ জন। আহত শতাধিক।

পাকিস্তানে ভূমিকম্পের ফলে বাড়ি ভেঙে পড়ছে। ছবি: AP/picture alliance

রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ ছিল পাঁচ দশমিক সাত। বৃহস্পতিবার ভোররাতে, মানুষ যখন ঘুমাচ্ছিলেন, তখন ভূমিকম্প হয়।

আঞ্চলিক বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের প্রধান নাসির নাসার বলেছেন, ১৫ থেকে ২০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহত শতাধিক।

পরে প্রশাসনের তরফে জানানো হয়েছে, অন্তত ২০ জন মার গেছেন। তার মধ্যে ছয় জন শিশু। 

উদ্ধার শুরু

ভূমিকম্পের পর অনেক বাড়িঘর ভেঙেছে। সরকারি কর্মকর্তারা মনে করছেন, অনেক মানুষ ধ্বংসস্তূপের ভিতর আটকে পড়েছেন। তাদের উদ্ধারের কাজ শুরু হয়েছে।

সেনা ও অসামরিক পর্যায়ে দ্রুত উদ্ধারের জন্য দল পাঠানো হয়েছে। কোয়েটার কাছের জেলা হারনাইয়ের অবস্থা সব চেয়ে খারাপ। তাই সেখানে বেশি উদ্ধারকারী দল গেছে।

ভূমিকম্পের পর হসপাতালের সামনে মানুষের ভিড়। ছবি: QuettaVoice.com/Social Media/REUTERS

ভূমিকম্পের ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ নেই। ফলে অনেক জায়গায় হাসপাতালে টর্চ জ্বালিয়ে মানুষের চিকিৎসা চলছে।

বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে বলেছেন, অনেক জায়গায় ধস নেমেছে। রাস্তা বসে গেছে। এখন জরুরি ভিত্তিতে রাস্তা ঠিক করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা হচ্ছে।

পাকিস্তানের চারটি অঞ্চলের মধ্যে বালুচিস্তান সব চেয়ে বড়। তবে এখানে লোকসংখ্যা সব চেয়ে কম।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ