1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে মন্দির রক্ষায় ব্যর্থ ১২ পুলিশ চাকরিচ্যুত

Sanjiv Burman১৫ জানুয়ারি ২০২১

পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া রাজ্যের কারাক জেলায় মন্দিরে হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় স্থানীয় পুলিশ প্রধানসহ ১২ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে৷ গত ৩০ ডিসেম্বর এই হামলা হয়৷

মন্দির ভাঙ্গার প্রতিবাদ করছে পাকিস্তানের হিন্দুরা৷ (ফাইল ছবি) ছবি: Akhtar Soomro/REUTERS

শুক্রবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, হামলার সময় কয়েকজন পুলিশ পালিয়ে গিয়েছিলেন৷ একে ‘কাপুরুষের কাজ‘ ও ‘দায়িত্বে অবহেলা' বলে আখ্যায়িত করা হয়েছে৷ আরও ৪৮ জন পুলিশ সদস্যকে বিভিন্ন শাস্তি দেয়া হয়েছে৷

মন্দিরে হামলার ঘটনায় প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়৷ এদের মধ্যে মৌলবাদী জামিয়াত উলেমা-ই-ইসলাম দলের সমর্থকরাও আছেন৷

পেশোয়ার থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত কারাক জেলায় ১৯ শতকের শুরুতে মন্দিরটি নির্মাণ করা হয়৷ ১৯৯৭ সালে সেটি একবার ভাঙচুর করা হয়৷ পরে ২০১৫ সালে সুপ্রিম কোর্ট এটি পুনর্নিমাণের নির্দেশ দেন৷

পাকিস্তানের প্রায় ৮০ লাখ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় চারটিধর্মীয় স্থানের মধ্যে এই মন্দির একটি বলে হামলার পর জানিয়েছিলেন পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান ও সরকারি দলের সাংসদ রমেশ কুমার ভাঙকওয়ানি৷

পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগে পুনরায় মন্দিরটি গড়ে তোলার নিশ্চয়তা দিয়েছে সরকার৷

জেডএইচ/আরআর (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ