1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে মন্দির রক্ষায় ব্যর্থ ১২ পুলিশ চাকরিচ্যুত

Sanjiv Burman১৫ জানুয়ারি ২০২১

পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া রাজ্যের কারাক জেলায় মন্দিরে হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় স্থানীয় পুলিশ প্রধানসহ ১২ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে৷ গত ৩০ ডিসেম্বর এই হামলা হয়৷

মন্দির ভাঙ্গার প্রতিবাদ করছে পাকিস্তানের হিন্দুরা৷ (ফাইল ছবি) ছবি: Akhtar Soomro/REUTERS

শুক্রবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, হামলার সময় কয়েকজন পুলিশ পালিয়ে গিয়েছিলেন৷ একে ‘কাপুরুষের কাজ‘ ও ‘দায়িত্বে অবহেলা' বলে আখ্যায়িত করা হয়েছে৷ আরও ৪৮ জন পুলিশ সদস্যকে বিভিন্ন শাস্তি দেয়া হয়েছে৷

মন্দিরে হামলার ঘটনায় প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়৷ এদের মধ্যে মৌলবাদী জামিয়াত উলেমা-ই-ইসলাম দলের সমর্থকরাও আছেন৷

পেশোয়ার থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত কারাক জেলায় ১৯ শতকের শুরুতে মন্দিরটি নির্মাণ করা হয়৷ ১৯৯৭ সালে সেটি একবার ভাঙচুর করা হয়৷ পরে ২০১৫ সালে সুপ্রিম কোর্ট এটি পুনর্নিমাণের নির্দেশ দেন৷

পাকিস্তানের প্রায় ৮০ লাখ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় চারটিধর্মীয় স্থানের মধ্যে এই মন্দির একটি বলে হামলার পর জানিয়েছিলেন পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান ও সরকারি দলের সাংসদ রমেশ কুমার ভাঙকওয়ানি৷

পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগে পুনরায় মন্দিরটি গড়ে তোলার নিশ্চয়তা দিয়েছে সরকার৷

জেডএইচ/আরআর (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ