1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে বিমান বিধ্বস্ত

৭ ডিসেম্বর ২০১৬

পাকিস্তানের একটি যাত্রীবাহী বিমান চিত্রল থেকে রাজধানী ইসলামবাদের উদ্দেশ্যে যাত্রা শুরুর একটু পরই বিধ্বস্ত হয়েছে৷ ৪২ জন যাত্রীসহ বিমানে উপস্থিত ৪৮ জনের সবারই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷

পাকিস্তানের বিমান বিধ্বস্ত
ছবি: picture-alliance/AA

বার্তা সংস্থা এপিকে এক পুলিশ কর্মকর্তা জানান, ইসলামাবাদ থেকে ৭৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের গ্রাম হাভেলিতে বিমানটি বিধ্বস্ত হয়৷ তাঁর আশঙ্কা, বিমানের কেউ আর জীবিত নেই৷ সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে ৩৬ টি লাশ উদ্ধারের কথা জানানো হয়েছে৷

বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি৷ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর অভ্যন্তরীন ফ্লাইট পিকে-৬৬১ পাহাড়ি শহর চিত্রল থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরুর পরপরই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ তারপর দেশটির উত্তর-পশ্মিমের শহর হাভেলির কাছের ছোট্ট এক গ্রামে বিধ্বস্ত হলে স্থানীয়রা বিমানের দিকে ছুটে আসেন৷

টিভি ফুটেজে ছুটে আসা স্থানীয়দের যাত্রী উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে৷ পরে সেনাবাহিনী এসে উদ্ধারের কাজ শুরু করে৷
যাত্রীদের নামের তালিকা অনুযায়ী, ৪৭ জনের ৪৪ জনই পাকিস্তানের নাগরিক আর বাকি তিনজন বিদেশি৷ বিদেশিদের মধ্যে দু’জন জার্মান নাগরিকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷

পাকিস্তানে বিমান দুর্ঘটনা নতুন কিছু নয়৷ ২০১০ সালে ইসলামাবাদে এক বিমান দুর্ঘটনায় ১৫০ জন নিহত হন৷ গত বছর কূটনীতিকদের নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলকপ্টার বিধ্বস্ত হয়৷ সেই দুর্ঘটনায় সাতজনের প্রাণ যায়৷ সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য বিমান দুর্ঘটনার তালিকায় ২০১২ সালের একটি দুর্ঘটনারও উল্লেখ করতেই হয়৷ সে বছর বেসরকারি বিমান সংস্থার একটি বিমান ইসলামাবাদের কাছেই বিধ্বস্ত হওয়ায় ১২৭ জনের মৃত্যু হয়৷

এসিবি/ডিজি  (এপি, ডয়চে ভেলে)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ