1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে যৌন শিক্ষা কেমন চলছে?

১৩ অক্টোবর ২০১৯

পাকিস্তানের বর্তমান জনসংখ্যা প্রায় ২১ কোটি৷ আগামী ৩০ বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা আছে৷ জন্মহার কমাতে কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা৷

Pakistan Abtreibung und Geburtenkontrolle
ছবি: AFP/A. Majeed

নব্বইয়ের দশকে পাকিস্তানে ‘লেডি হেল্থ ওয়ার্কার্স' বা এলএইচডাব্লিউ কর্মসূচি চালু হয়৷ প্রায় ২২ হাজার কর্মী এতে কাজ করছেন৷

শাহিদা সুমরু তাঁদের একজন৷ সিন্ধু প্রদেশের ভিত শাহ এলাকায় কাজ করেন তিনি৷ অল্পবয়সি মায়েদের  অপরিকল্পিত ও নিয়মিত গর্ভধারণ এড়ানোর পরামর্শ দিয়ে থাকেন৷ গর্ভনিরোধক বড়ি, কনডম, ইনজেকশনসহ জন্ম নিয়ন্ত্রণের নানান উপায় সম্পর্কেও তাঁদের জানান শাহিদা৷

তবে সবাই যে তাঁর সব কথা গ্রহণ করেন তা নয়৷ শাহিদা বলেন, ‘‘(মহিলাদের মধ্য) অনেক ধরণের মিথ ও ভুল ধারনা আছে৷ এছাড়া অনেকে ভয় পান এই ভেবে যে, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি তাঁদের বন্ধ্যা করে দিতে পারে৷ অন্যরা মনে করেন, এসব পদ্ধতি ধর্মবিরোধী৷''

গত সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, পাকিস্তানের প্রায় এক কোটি ৭০ লাখ বিবাহিত নারীর প্রায় অর্ধেক জন্মনিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতি ব্যবহার করেন না৷ যুক্তরাষ্ট্রভিত্তিক গুটমাকার ইন্সটিটিউট ও পপুলেশন কাউন্সিল এই রিপোর্ট প্রকাশ করেছে৷

ঐ রিপোর্টে আরও বলা হয়, পাকিস্তানে প্রতিবছর প্রায় ৩৮ লাখ অনাকাঙ্খিত গর্ভধারণের ঘটনা ঘটে৷

বিশ্লেষকরা বলছেন, পর্যাপ্ত তহবিলের অভাবে এলএইচডাব্লিউ কর্মসূচির কাজ ভালোভাবে এগোচ্ছে না৷ এমনকি শাহিদার মতো কর্মীরা অনেকসময় মাসের পর মাস বেতন পান না৷

পরিস্থিতির উন্নয়নে এলএইচডাব্লিউ কর্মসূচির তহবিল বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা৷ পপুলেশন কাউন্সিলের পাকিস্তানের কান্ট্রি ডিরেক্টর জেবা সাথার বলেন, ‘‘আমাদের রিপোর্ট এটিই প্রমাণ করছে যে, পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন রয়েছে৷''

গবেষণা বলছে, পাকিস্তান সরকার বর্তমানে গর্ভনিরোধক বড়ির পেছনে বছরে ৬৮৬ কোটি টাকা ব্যয় করে৷ কিন্তু টাকার পরিমাণটি যদি দ্বিগুণ করা যায় তাহলে ৩১ লাখ অনাকাঙ্খিত গর্ভধারণ ঠেকানো সম্ভব বলে রিপোর্টে বলা হয়েছে৷

শাহজেব জিলানি/জেডএইচ  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ