1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে লাদেনের একটা নেটওয়ার্ক ছিল: ওবামা

৯ মে ২০১১

লাদেন নিহত হওয়ার পর এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, তার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কেমন ছিল৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, পাকিস্তানে লাদেনের হয়তো সামান্য হলেও একটা নেটওয়ার্ক ছিল৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: AP

ওবামার বক্তব্য

ওবামা বলেন, পাকিস্তানে লাদেনের একটা নেটওয়ার্ক ছিল৷ তবে সেটার সঙ্গে সরকারের কেউ জড়িত নাকি বাইরের কেউ সেটা তদন্ত করে দেখতে হবে এবং পাকিস্তান সরকার সেটা করবে৷ সিবিএস টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা একথা বলেছেন৷ তিনি বলেন, লাদেনকে ধরতে গোপন অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়াটা ছিল ঝুঁকিপূর্ণ৷ কারণ সেসময় বারবার তাঁর দুটো ঘটনা মনে হচ্ছিল৷ এর মধ্যে একটা ছিল ১৯৯৩ সালের ঘটনা৷ সেসময় সোমালিয়ার মোগাদিশুতে গোপন অভিযান চালাতে গিয়ে মারা পড়েছিল মার্কিন বাহিনীর সদস্যরা৷ পরে তাদের মৃতদেহ রাস্তায় রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল৷ আরেক ঘটনায় তেহরান পৌঁছানোর আগেই অভিযানে অংশ নেয়া দুটো বিমান মুখোমুখি সংঘর্ষে পড়েছিল৷ অভিযান চলাকালীন ৪০ মিনিট তাঁর জীবনের সবচেয়ে দীর্ঘসময় বলে মনে হয়েছে৷

আইএসআই-লাদেন যোগাযোগ

অনেকে বলছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'এর সঙ্গে নাকি লাদেনের যোগাযোগ ছিল৷ কিন্তু পাকিস্তান সেটা অস্বীকার করে বলেছে, জঙ্গিবাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধকে সমর্থন করায় তাদেরকেই সবচেয়ে বেশি ভুগতে হয়েছে৷ এজন্য অনেক মানুষ যেমন মারা পড়েছে, তেমনি আর্থিকভাবেও অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে৷

আল কায়েদায় লাদেনের প্রভাব

আল কায়েদা সংগঠনে লাদেনের প্রভাব নিয়েও কথা হচ্ছে৷ কেউ বলছেন লাদেনের মৃত্যুর অনেক আগেই সংগঠন ভেঙে গিয়েছিল৷ আর যুক্তরাষ্ট্র বলছে লাদেনের ঐ বাড়ি থেকেই আল কায়েদাকে নিয়ন্ত্রণ করা হতো৷ কিন্তু পাকিস্তান একে ‘হাস্যকর' মনে করছে৷ দেশটির ঊর্ধতন কর্মকর্তারা বলছেন, ঐ বাড়িতে না ছিল ইন্টারনেট, না ছিল টেলিফোন যোগাযোগ ব্যবস্থা৷ তাই লাদেন কোনো সন্ত্রাসী গোষ্ঠী চালাচ্ছিল বলে মনে হয় না৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ