পাকিস্তানের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল এআরওয়াই নিউজের প্রচার বন্ধ করে দেয়া হয়েছে বলে মঙ্গলবার টিভি চ্যানেলটি জানিয়েছে৷
বিজ্ঞাপন
চ্যানেলটির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠসম্পর্ক রয়েছে বলে মনে করা হয়৷
‘রাষ্ট্রদ্রোহী’ তথ্য প্রচারের অভিযোগ এনে চ্যানেলটি বন্ধ করে দেয় ‘পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি’৷ এ বিষয়ে এআরওয়াই কর্তৃপক্ষকে পাঠানো নোটিশটি দেখেছে বার্তা সংস্থা এএফপি৷ নোটিশে বলা হয় ‘‘আপনার চ্যানেলে প্রচারিত ঘৃণাপূর্ণ, রাষ্ট্রদ্রোহী ও বিদ্বেষপরায়ণ কন্টেন্ট আপনার অসৎ উদ্দেশ্য সম্পর্কে গুরুতর উদ্বেগ উত্থাপন করে৷’’
সোমবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিফ অফ স্টাফ শাহবাজ গিলের একটি বক্তব্য প্রকাশের কয়েক ঘণ্টা পর নোটিশটি পাঠানো হয়৷ ঐ বক্তব্যে গিল বলেন, সরকার ইমরান খান ও সেনাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে৷ সাধারণ সেনারা ইমরান খান ও তার দলকে সমর্থন করেন বলেও মন্তব্য করেন তিনি৷ গিল অভিযোগ করেন, পাকিস্তানের শাসক দল পিএমএল-এর একটি ‘স্ট্র্যাটেজিক মিডিয়া সেল’ ভুয়া খবর ছড়িয়ে ইমরান খানের ক্ষতি করার চেষ্টা করছে৷
গত সপ্তাহে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় একটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে৷ এরপর অনলাইনে সামরিক নেতাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়৷ এর জন্য শাসক দল ও ইমরান খানের দল একে অপরকে দায়ী করছে৷
গিলকে মঙ্গলবার আটক করা হয়েছে৷ বুধবার তাকে আদালতে হাজির করা হতে পারে বলে ডন পত্রিকা জানিয়েছে৷
গিলের আটককে ইমরান খান ‘অপহরণ’ বলে আখ্যায়িত করে টুইট করেছেন৷ টুইটে তিনি গিলের একজন সহকারীর বক্তব্য সম্বলিত ভিডিও প্রকাশ করেন৷ এতে গিলকে আটকের ঘটনা বর্ণনা করা হয়েছে৷ ঐ সহকারী তার গলায় আঘাতের চিহ্নও দেখিয়েছেন৷
এআরওয়াই চ্যানেলের উপ-প্রধান আমাদ ইউসাফ চ্যানেল বন্ধের সমালোচনা করে একে ‘অবৈধ ও হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন বলেও জানান তিনি৷
জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ)
হংকংয়ের শেষ গণতন্ত্রপন্থি সংবাদপত্র বন্ধ হয়ে গেল
হংকংয়ে বাকস্বাধীনতা খর্ব করতে সাম্প্রতিক সময়ে চীন ও হংকং কর্তৃপক্ষের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিল অ্যাপল ডেইলি৷ সে কারণে সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি বন্ধ করে দিতে বাধ্য হন মালিকপক্ষ৷
ছবি: Lam Yik/REUTERS
গণতন্ত্রের সমর্থক শেষ সংবাদপত্র
গণতন্ত্র সমর্থন করে হংকংয়ে এমন কিছু অনলাইন মিডিয়া আছে৷ তবে এই ঘরানার একমাত্র দৈনিক ছিল ‘অ্যাপল ডেইলি’৷ বৃহস্পতিবার তার শেষ সংস্করণ বের হয়েছে৷
ছবি: Anthony Wallace/AFP
দশ লাখ কপি
সাধারণত দৈনিক ৮০ হাজার কপি পত্রিকা বের হত৷ কিন্তু শেষ দিন দশ লাখ কপি ছাপা হয়েছিল৷ সকাল সাড়ে আটটার মধ্যে সব বিক্রি হয়ে যায়৷ লাইন ধরে মানুষকে অ্যাপল ডেইলি কিনতে দেখা যায়৷
ছবি: Vincent Yu/AP Photo/picture alliance
২৬ বছরের ইতিহাস
১৯৯৫ সালে পত্রিকাটির যাত্রা শুরু হয়েছিল৷ হংকংয়ে বাকস্বাধীনতা খর্ব করতে সাম্প্রতিক সময়ে চীন ও হংকং কর্তৃপক্ষের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিল অ্যাপল ডেইলি৷
ছবি: Kin Cheung/AP Photo/picture alliance
নতুন আইনের ব্যবহার
২০১৯ সালে হংকংয়ে গণতন্ত্রের সমর্থনে বিশাল বিক্ষোভ হয়েছিল৷ সে কারণে জাতীয় নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন করা হয়৷ সেই আইন ব্যবহার করে গত সপ্তাহে সম্পাদক ও কর্মকর্তাসহ অ্যাপল ডেইলির পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছিল৷ এছাড়া প্রায় সাড়ে ১৯ কোটি টাকা মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করে পুলিশ৷ সে কারণে পত্রিকাটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়৷
ছবি: Vernon Yuen/NurPhoto/picture alliance
সমর্থন
বুধবার অ্যাপল ডেইলির শেষ দিন- এই খবর জানাজানি হওয়ার পর সন্ধ্যায় অফিসের সামনে প্রায় ১০০-র মতো মানুষ জড়ো হয়েছিলেন৷ ছবিতে অ্যাপল ডেইলির কর্মীদের জড়ো হওয়া সমর্থকদের ধন্যবাদ দিতে দেখা যাচ্ছে৷
ছবি: Tyrone Siu/REUTERS
শেষ কাজ
ছবিতে অ্যাপল ডেইলির এক কর্মীকে শেষ সংস্করণ নিয়ে কাজ করতে দেখা যাচ্ছে৷ এই সংস্করণে ছাপা হওয়া এক ছবিতে পত্রিকার এক সদস্যকে অফিসের বাইরে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্য হাত নাড়তে দেখা গেছে৷ শিরোনাম দেয়া হয়েছে এমন- ‘হংকংয়ের বাসিন্দারা বৃষ্টিতে দাঁড়িয়ে ব্যথিত মনে বিদায় জানাচ্ছে, আমরা অ্যাপল ডেইলিকে সমর্থন করি৷’