1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
জলবায়ুপাকিস্তান

পাকিস্তান: এমন জলবায়ু ধ্বংসলীলা দেখেননি জাতিসংঘের মহাসচিব

১১ সেপ্টেম্বর ২০২২

বন্যার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানকে সহায়তা করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ দেশটি সফর শেষ তিনি এমন ‘জলবায়ু হত্যাকাণ্ড' আগে কখনও দেখেননি মন্তব্য করেন৷

পাকিস্তানের জাফরাবাদে একটি আশ্রয়কেন্দ্রে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আন্তনিও গুতেরেস৷
পাকিস্তানের জাফরাবাদে একটি আশ্রয়কেন্দ্রে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আন্তনিও গুতেরেস৷ছবি: Pakistan Prime Minister Office via AP/dpa/picture alliance

বন্যায় বিধ্বস্ত পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চল শনিবার ঘুরে দেখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস৷ দুই দিনের সফর শেষে তিনি দেশটির জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান এবং সেইসাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিশ্বকে সতর্ক করেন৷ 

সম্প্রতি রেকর্ড বৃষ্টিপাত ও উত্তরাঞ্চলের হিমবাহের পানি গলায় ভয়াবহ বন্যার কবলে পড়ে পাকিস্তান৷ এতে অন্তত ১৩৯১জন প্রাণ হারিয়েছেন৷ বন্যায় বিলীন হয়েছে বহু বাড়ি, গবাদি পশু ও শস্য৷ ধ্বংস হয়েছে সাত হাজার কিলোমিটার সড়ক, রেললাইন ও পাঁচশত সেতু৷

জলবায়ু পরিবর্তনকেই এই বন্যার কারণ বলে উল্লেখ করেছে দেশটির সরকার৷ একই মত জাতিসংঘের মহাসচিবেরও৷ 

দেশটিতে দুইদিনের সফর শেষে তিনি বলেন, ‘‘আজকে পাকিস্তান, কাল হয়ত এটি অন্য কোনো দেশে ঘটবে, যেখানে আপনি বসবাস করেন৷ এটা একটা বৈশ্বিক সংকট...এর মোকাবিলায় দরকার বৈশ্বিক উদ্যোগ৷’’

এখনও পাকিস্তানের বিস্তৃত এলাকা পানির নীচে রয়েছে৷ কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে থাকতে বাধ্য হচ্ছেন৷ সব মিলিয়ে তিন কোটি ৩০ লাখ মানুষের জীবন বন্যায় বিপন্ন হয়েছে বলে জানিয়েছে সরকার৷

পাকিস্তানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা

01:41

This browser does not support the video element.

দেশটির বন্যার এই পরিস্থিতি প্রত্যক্ষ করে হতবাক জাতিসংঘ প্রধানও৷ বন্যার ভয়াবহতাকে ‘অকল্পনীয়' বলে অভিহিত করেন তিনি৷ বন্দরনগরী করাচিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গুতেরেস বলেন, ‘‘আমি বিশ্বের বহু মানবিক বিপর্যয় দেখেছি, কিন্তু এই মাত্রার জলবায়ু ধ্বংসলীলা এর আগে কখনও দেখিনি৷ আজকে যা দেখেছি সেই পরিস্থিতি বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নেই৷’’

পাকিস্তানের মতো জলবায়ু বিপর্যয়ে আক্রান্ত দেশগুলোকে সহায়তা ও ঋণমুক্ত করতে নতুন কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন গুতেরেস৷ এজন্য একটি প্রস্তাবও তুলে ধরেন তিনি৷

তার মতে ঋণগ্রস্ত দেশগুলো বিদেশি ঋণ পরিশোধের বদলে সেই অর্থ যাতে নিজ দেশে জলবায়ু প্রকল্পে ব্যয় করে সেটি নিশ্চিত করা উচিত৷ বলেন, ‘‘এটা ন্যায়বিচারের প্রশ্ন, (কারণ) অন্যদের কৃতকর্মের ফল ভোগ করছে পাকিস্তান৷’’

পাকিস্তানের সরকারের হিসাবে বন্যায় সব মিলিয়ে দেশটির ক্ষতির পরিমাণ তিন হাজার কোটি ডলার৷ বন্যা পরবর্তী পুনর্গঠন পরিকল্পনায় সহায়তা করতে জাতিসংঘের বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে৷

উল্লেখ্য, জুলাই ও আগস্টে পাকিস্তানে ৩৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা দেশটির ত্রিশ বছরের গড়ের চেয়ে প্রায় চারগুণ বেশি৷ এই সময়ে শুধু দক্ষিণ প্রদেশ সিন্ধে স্বাভাবিকের চেয়ে নয়গুণ বেশি বৃষ্টি হয়েছে৷ 

এফএস/আরআর (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ