পাকিস্তান কি পরীক্ষা কমিয়ে করোনা শনাক্ত কম দেখাচ্ছে?
১৮ জুলাই ২০২০
লকডাউনের নতুন কৌশল নেয়ায় পাকিস্তানে করোনায় নতুন শনাক্তের সংখ্যা কমছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ কিন্তু পর্যবেক্ষকদের মতে, ভুল তথ্য আর পর্যাপ্ত পরীক্ষা না করানোই এর মূল কারণ৷
বিজ্ঞাপন
পাকিস্তানে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৬৫ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন৷ মোট শনাক্ত দুই লাখ ৬১ হাজার ছাড়িয়েছে৷ মারা গেছেন পাঁচ হাজার ৫০৫ জন৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পাকিস্তান কোভিড-১৯ এ দ্রুত আক্রান্ত দশটি দেশের একটি৷ কিন্তু জুলাইতে তা কমে আসার কারণ কী?
ইমরান খান যেমনটা দাবি করেছেন তার স্বপক্ষে বলছেন না বিশেষজ্ঞরা৷ তথ্য পরিসংখ্যানও বলছে ভিন্ন কথা৷ ১৬ জুলাই পর্যন্ত প্রতি দশ হাজারে একজনের পরীক্ষা হয়েছে৷ যেখানে জুনে ছিল ১.৩ জন৷ বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে প্রকৃত পরীক্ষার সংখ্যা কমপক্ষে এক চতুর্থাংশ কমেছে৷
সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে দৈনিক করোনা পরীক্ষার সক্ষমতা ৭১ হাজার ৭৮০ টি৷ অথচ ব্যবহার হচ্ছে তার মাত্র ৪০ ভাগ৷ পরিসংখ্যান বলছে, ১৫ জুলাই দেশটিতে ২৪ হাজার ২৬২ জনের পরীক্ষা হয়েছে৷ ঠিক তার এক মাস আগে ১৩ জুন এই সংখ্যা ছিল ২৯ হাজার ৫৪৬৷ এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৩১ হাজার ৬৮১ টি নমুনা পরীক্ষা হয়েছে গত ১৯ জুন৷ জুলাই থেকে যেখানে ৫০ হাজার পরীক্ষার ঘোষণা দিয়েছিল সরকার সেখানে এখন উলটো তা কমেছে৷
শুধু তাই নয় আক্রান্তের প্রকৃত সংখ্যা লুকানোরও তথ্য পাওয়া যাচ্ছে৷ পাঞ্জাবের একটি জেলার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, উপরের নির্দেশে তারা আক্রান্তের সংখ্যা অর্ধেক প্রকাশ করছেন৷ জুলাইতে তিনি নতুন ৩৪ জন শনাক্তের তথ্য দিয়েছেন, যেখানে প্রকৃত সংখ্যাটি ছিল ৬৩৷
এভাবেই একদিকে কম পরীক্ষা আর অন্যদিকে পরিসংখ্যান লুকিয়ে পাকিস্তানের সরকার শনাক্তের সংখ্যা কম দেখাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা৷
মাভরা বারি/এফএস
পাকিস্তানের বিখ্যাত সংখ্যালঘুদের কথা
কেউ দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে গড়েছেন দারুণ সব রেকর্ড, কেউ অভিনয়ে পেয়েছেন অনেক পুরস্কার, আবার কেউ আইন পেশায়, মডেলিংয়ে বা লেখালেখিতে পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য৷ পাকিস্তানের এমন ধর্মীয় সংখ্যালঘুদের কথা জানুন ছবিঘরে...
ছবি: Tanvir Shahzad
বাপসি সিদ্ধা
হিউস্টন বিশ্ববিদ্যালয়, রাইস বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, মাউন্ট হোলিওক কলেজ এবং ব্র্য়ান্ডাইস বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও সারা বিশ্বে লেখিকা হিসেবেই বেশি পরিচিত বাপসি সিদ্ধা৷ লেখেন ইংরেজিতে৷ তার উপন্যাস আইস ক্যান্ডি ম্যান এবং ওয়াটার বহুল পঠিত৷
দানিশ প্রভা শংকর কানেরিয়া
লেগ স্পিনার হিসেবে পাকিস্তানের হয়ে মোট ৬১টি টেস্ট এবং ১৮টি ওয়ানডে খেলেছেন দানিশ কানেরিয়া৷ টেস্টে উইকেট পেয়েছেন ২৬১টি৷ এত উইকেট পাকিস্তানের আর কোনো স্পিনার পাননি৷ স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ না হলে আরো বহু দূর যেতে পারতেন হিন্দু ধর্মাবলম্বী এই ক্রিকেটার৷
ছবি: AP
জুলিয়াস সালিক
খ্রিস্টান ধর্মাবলম্বী জুলিয়াস সালিক পাকিস্তানের প্রখ্যাত মানবাধিকারকর্মী৷ সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়ার্ল্ড মাইনরিটি অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতাও তিনি৷
ছবি: Farooq Naeem/AFP/Getty Images
রানা ভগবান দাস
অবসরপ্রাপ্ত আইনজীবী রানা ভগবান দাস (ওপরের ছবিতে একেবারে ডানে) অল্প সময়ের জন্য পাকিস্তান সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিও হয়েছিলেন৷
ছবি: AP
ঝর্ণা বসাক
ঝর্ণা বসাকের জন্ম ঢাকায়, ১৯৪০ সালে৷ শবনম নামে বাংলাদেশ ও পাকিস্তানে বহু ছবিতে অভিনয় করেছেন, সু-অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন দু দেশেই৷ উর্দু ছবিতে অভিনয় করা সবচেয়ে সফল বাঙালি অভিনেত্রী শবনমের বাবা ননি বসাক ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ফুটবল রেফারি৷
ছবি: DW
অনিল দলপত ও ইউসুফ ইয়োহানা
পাকিস্তানের হয়ে টেস্ট ম্যাচ খেলা প্রথম হিন্দু ক্রিকেটার অনিল দলপত৷ ১৯৮৪ থেকে ১৯৮৬ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ৯টি টেস্ট আর ১৫টি ওয়ানডে খেলেছেন উইকেটকিপার ব্যাটসম্যান অনিল৷ পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম খ্রিস্টান ক্রিকেটার ইউসুফ ইয়োহানা৷ পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ ইউসুফ (ছবিতে ডানে) হয়ে যান৷
ছবি: AP
দীপক পেরোয়ানি
হিন্দু পরিবারে জন্ম নেয়া দীপক পেরোয়ানি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার৷ বিশ্বের সবচেয়ে বড় কুর্তা বানানোর জন্য গিনেস বুকেও নাম উঠেছে তার৷ ওপরের ছবিতে তার ডিজাইন করা পোশাক পরেছেন ভারতের অভিনেত্রী পূজা ভাট৷
ছবি: Getty Images/AFP/R. Tabassum
জো ভিচ্চাজি
এক সময়ের পেইন্টার জো ভিচ্চাজি এখন পপ গায়িকা হিসেবে ভীষণ জনপ্রিয়৷
ছবি: Coke Studio
সর্দার রমেশ সিং অরোরা
সর্দার রমেশ সিং অরোরা ২০১৩ সালে পাকিস্তানের ইতিহাসের প্রথম শিখ হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন৷ পাকিস্তান মুসলিম লিগ (এন) থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি৷
ছবি: Tanvir Shahzad
কৃষ্ণা কুমারী কোহলি
পাকিস্তানের ইতিহাসের প্রথম হিন্দু দলিত মহিলা সেনেটর কৃষ্ণা কুমারী কোহলি। সিন্ধু প্রদেশের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা কৃষ্ণা পাকিস্তান পিপলস পার্টির রাজনীতিবিদ৷
ছবি: DW/A.W. Achakzai
জামশিদ কায়কোবাদ আর্দেশির মার্কার
সবচেয়ে বেশি দেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করায় গিনেস বুকে নাম উঠেছে তার৷ তিন দশকেরও বেশি সময় কূটনীতিক হিসেবে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি৷
ছবি: T. Bhatti/Embassy of Pakistan Berlin
সফল আরো কয়েকজন
এছাড়া সেবামূলক কাজের জন্য বহুল প্রশংসিত সিস্টার গের্ট্রুড, মডেল সুনিতা মার্শাল, শিল্পী শাল্লুম অ্যাশার জেভিয়ার, গায়িকা দুই বোন বেঞ্জামিন সিস্টার্স এবং করাচির সবচেয়ে বিখ্যাত ফরাসি রেস্তোরাঁর শেফ ফ্লোরেন্স ভিলার্সকেও রাখতে হবে পাকিস্তানের বিখ্যাত সংখ্যালঘুদের তালিকায়৷