1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান কি পরীক্ষা কমিয়ে করোনা শনাক্ত কম দেখাচ্ছে?

১৮ জুলাই ২০২০

লকডাউনের নতুন কৌশল নেয়ায় পাকিস্তানে করোনায় নতুন শনাক্তের সংখ্যা কমছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ কিন্তু পর্যবেক্ষকদের মতে, ভুল তথ্য আর পর্যাপ্ত পরীক্ষা না করানোই এর মূল কারণ৷

লকডাউনের নতুন কৌশল নেয়ায় পাকিস্তানে করোনায় নতুন শনাক্তের সংখ্যা কমছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ কিন্তু পর্যবেক্ষকদের মতে, ভুল তথ্য আর পর্যাপ্ত পরীক্ষা না করানোই এর মূল কারণ৷
ছবি: Reuters/A. Soomro

পাকিস্তানে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৬৫ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন৷ মোট শনাক্ত দুই লাখ ৬১ হাজার ছাড়িয়েছে৷ মারা গেছেন পাঁচ হাজার ৫০৫ জন৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পাকিস্তান কোভিড-১৯ এ দ্রুত আক্রান্ত দশটি দেশের একটি৷ কিন্তু জুলাইতে তা কমে আসার কারণ কী?

ইমরান খান যেমনটা দাবি করেছেন তার স্বপক্ষে বলছেন না বিশেষজ্ঞরা৷ তথ্য পরিসংখ্যানও বলছে ভিন্ন কথা৷ ১৬ জুলাই পর্যন্ত প্রতি দশ হাজারে একজনের পরীক্ষা হয়েছে৷ যেখানে জুনে ছিল ১.৩ জন৷ বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে প্রকৃত পরীক্ষার সংখ্যা কমপক্ষে এক চতুর্থাংশ কমেছে৷

সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে দৈনিক করোনা পরীক্ষার সক্ষমতা ৭১ হাজার ৭৮০ টি৷ অথচ ব্যবহার হচ্ছে তার মাত্র ৪০ ভাগ৷ পরিসংখ্যান বলছে, ১৫ জুলাই দেশটিতে ২৪ হাজার ২৬২ জনের পরীক্ষা হয়েছে৷ ঠিক তার এক মাস আগে ১৩ জুন এই সংখ্যা ছিল ২৯ হাজার ৫৪৬৷ এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৩১ হাজার ৬৮১ টি নমুনা পরীক্ষা হয়েছে গত ১৯ জুন৷ জুলাই থেকে যেখানে ৫০ হাজার পরীক্ষার ঘোষণা দিয়েছিল সরকার সেখানে এখন উলটো তা কমেছে৷

শুধু তাই নয় আক্রান্তের প্রকৃত সংখ্যা লুকানোরও তথ্য পাওয়া যাচ্ছে৷ পাঞ্জাবের একটি জেলার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, উপরের নির্দেশে তারা আক্রান্তের সংখ্যা অর্ধেক প্রকাশ করছেন৷ জুলাইতে তিনি নতুন ৩৪ জন শনাক্তের তথ্য দিয়েছেন, যেখানে প্রকৃত সংখ্যাটি ছিল ৬৩৷

এভাবেই একদিকে কম পরীক্ষা আর অন্যদিকে পরিসংখ্যান লুকিয়ে পাকিস্তানের সরকার শনাক্তের সংখ্যা কম দেখাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা৷

মাভরা বারি/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ