1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান দেশের মানুষের উপর বোমা ফেলেছে, অভিযোগ ভারতের

২৪ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তান নিজের দেশের মানুষের উপর বোমা ফেলে মানবাধিকার লংঘন করছে, জাতিসংঘে অভিযোগ ভারতের।

আফগানিস্তান সীমান্তের কাছে এই এলাকায় পাকিস্তানের এক সেনা প্রহরায় আছেন।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার পরিষদে তুললো ভারত।ছবি: Aamir Qureshi/AFP

দিন কয়েক আগেই খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানের বিমান বাহিনী বোমা ফেলেছে বলে অভিযোগ ওঠে। বিমান বাহিনী সেই অভিযোগ অস্বীকার করলেও পুলিশ জানিয়েছিল, নিরাপত্তা বাহিনীর হামলায় ২০ জন সন্ত্রাসবাদী মারা গেছে। তার সঙ্গে ১০ জন বাচ্চা ও বয়স্ক মানুষও মারা গেছেন।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে ভারতের প্রতিনিধি ক্ষিতিশ ত্যাগী বলেন, ''পাকিস্তান সবসময় ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন ও উসকানিমূলক কথা বলে। তারা আমাদের দেশে সন্ত্রাসবাদীদের পাঠানো থেকে একটু অবকাশ পেলে নিজের দেশের মানুষের উপরই বোমা ফেলে। পাকিস্তানের উচিত জীবনদায়ী ব্যবস্থায় থাকা অর্থনীতি, সামরিক হস্তক্ষেপে থাকা রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটানো।'' 

তিনি বলেছেন, ''মানবাধিকার পরিষদকে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সর্বজনীন দৃষ্টিভঙ্গি নিতে হবে। বিশ্বের সামনে যখন প্রচুর সমস্যা দেখা দিয়েছে, তখন এই পরিষদ যেন প্রগতিশীল বিষয়ে অরাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলে।''

কেন এই আক্রমণ?

অবসরপ্রাপ্ত লেফটোন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডিডাব্লিউকে বলেছেন, ''ভারতের এই অবস্থান তিনটি কারণে গুরুত্বপূর্ণ। অপারেশন সিঁদুর-এর পর পাকিস্তান এখন লস্কর, জৈশ, হিজবুলের মতো সংগঠনের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজছে। তাই তারা খাইবার পাখতুনখোয়ার মতো এলাকা বেছে নিতে চাইছে। এখানে তারা তাদের রাখতে চায়। ওখানে সন্ত্রাসবাদীদের উপর আঘাত হানতে গেলে ভারতকে সাড়ে আটশ নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে হবে, যেটা অসুবিধাজনক।''

উৎপল ভট্টাচার্য বলেছেন, ''পাকিস্তান চায়, এই সংগঠনগুলি খাইবার পাখতুনখোয়ায় প্রথমে এনজিওর মতো কাজ করুক। মানুষকে সাহায্য করুক। তারা সেইজন্য পাকিস্তান তালেবান ও ইমরান খানের সমর্থকদের ওখান থেকে সরিয়ে দিতে চাইছে। পাকিস্তানের বর্তমান শাসক ও সেনাকে ইমরানের জনপ্রিয়তা নিয়ে খুবই চিন্তিত। তারা ইমরান ও তার সংগঠনকে সন্ত্রাসবাদীদের সমর্থক এবং জঙ্গি মনোভাবাপন্ন হিসাবে তুলে ধরতে চায়। এই উদ্দেশ্য নিয়েই বোমা ফেলা হয়েছিল। ভারতও তাই গুরুত্ব দিয়ে বিষয়টি জাতিসংঘের মানবাধিকার পরিষদে তুলেছে।''

অবসরপ্রাপ্ত কূটনীতিক সুরেশ গোয়েল নিউজ এক্সে বলেছেন, ''পাকিস্তান যে সব কাজ করেছে, সিঁদুর নিয়ে, আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যা বলছে, তার পরিপ্রেক্ষিতে ভারতের এই মন্তব্য একেবারে ঠিক। নিজেদের দেশের মানুষের উপর বোমা ফেলাটা কোনো সভ্য দেশের কাজ হতে পারে না।''

নিরাপত্তা বিশেষ} করোরি সিং সংবাদমাধ্যমকে বলেছেন, ''পাকিস্তান ও ভারতের অবস্থান অনুমান করা যায়। পাকিস্তান সব ফোরামে, অন্য দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারত নিয়ে কঠোর অবস্থান নেয়। ভারতের অবস্থান স্পষ্ট। তারা মনে করে, তৃতীয় পক্ষ নয়, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে হবে। বিশ্বনেতাদেরও একই মত। পাকিস্তান ভারতের সঙ্গে সমস্যাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চায়। তারা গুরুতর কিছু করলে ভারতও এই ধরনের বিষয় গুরুত্ব দিয়ে তোলে।''

জিএইচ/এসিবি(পিটিআই, এএনআই, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ