1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

পাকিস্তান বিমান হামলা করেছে, অভিযোগ আফগানিস্তানের

২৫ ডিসেম্বর ২০২৪

আফগানিস্তানের বেরনাল জেলায় চারটি জায়গায় বিমান হামলা করেছে পাকিস্তান, অভিযোগ আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

পাক-আফগান সীমান্তে আফগানিস্তানের উপর নজর রাখছে পাক সেনা।
পাকিস্তান তাদের ভূখণ্ডে বিমান হামলা করেছে বলে অভিযোগ আফগানিস্তানের। ছবি: Anjum Naveed/AP/picture alliance

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান(টিটিপি)-র শিবির লক্ষ্য করে আক্রমণ করেছে বিমান বাহিনী। ডন জানিয়েছে, সরকারি কর্মকর্তা বলেছেন, পূর্ব পাকিতাকা প্রভিন্সে মঙ্গলবার রাতের এই হামলায় প্রচুর সন্ত্রাসী হতাহত হয়েছে। 

আফগানিস্তানের তরফে বলা হচ্ছে, পাকিস্তানের বিমান হামলায় অন্ততপক্ষে ১৫ জন মারা গেছেন

সূত্র উদ্ধৃত করে ডন জানিয়েছে, বেরনাল  মুরঘা ও লামানে টিটিপি ক্যাম্পগুলিকে নিশানা করেছিল বিমান বাহিনী। টিটিপি-র নেতারা যে সব শিবির ব্যবহার করে সেগুলিকেই নিশানা করা হয় বলে দাবি করা হয়েছে।

তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই হামলার কথা স্বীকার করেনি।

আফগানিস্তানের বক্তব্য

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে এই হামলার কথা জানিয়ে বলেছে, ''পাকিস্তানের বাহিনী তাদের ভূখণ্ডে এসে আক্রমণ করেছে।'' তাদের দাবি, ''মৃতদের মধ্যে প্রচুর নারী, শিশু ও অন্য বেসামরিক মানুষ আছেন।''

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই হামলার জবাব দেবে। তারা বলেছে, দেশের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার তাদের আছে। আক্রমণের নিন্দা করে তারা জানিয়েছে, ওয়াজিরস্তানের বাস্তুহীন মানুষদের টার্গেট করা হয়েছে।

জিএইচ/এসজি(এএনআই, ডন)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ