ধর্মনিন্দার দায়ে যে অভিযুক্তকে পাকিস্তানে গুলি করে মারা হয়েছে, তিনি ছিলেন মার্কিন নাগরিক। এই ঘটনার পর তাই প্রবলভাবে ক্ষুব্ধ অ্যামেরিকা।
বিজ্ঞাপন
পাকিস্তানের পেশোয়ারে তাহির নামিসকে আদালতকক্ষের ভিতরেই গুলি করে হত্যা করা হয়। ধর্মনিন্দার অভিযোগে তাঁর বিচার হচ্ছিল। সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের তাহির নাসিম ছিলেন মার্কিন নাগরিক। তাঁকে এই ভাবে হত্যা করা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামেরিকা। বিদেশ দফতর বলেছে, এই ধরনের লজ্জাজনক ঘটনা যাতে আর না হয়, তা নিশ্চিত করতে অবিলম্বে সংস্কার কর্মসূচি হাতে নিতে হবে পাকিস্তানকে। আর তাহিরকে মারার পিছনে যারা আছে, সকলের শাস্তি হওয়া দরকার।
ধর্মনিন্দার দায়ে তাহিরের যখন বিচার চলছিল, তখনই আদালতকক্ষের মধ্যে তাঁকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীকে ধরেছে পুলিশ। তারপর মার্কিন বিদেশ দফতর বিবৃতিতে জানিয়েছে, ''আমরা ব্যথিত, আতঙ্কিত এবং ক্ষুব্ধ। নাসিমকে প্রলোভন দেখিয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর তাঁকে ফাঁদে ফেলে ধর্মনিন্দার আইনে বিচার শুরু হয়।''
বিদেশ দফতর বলেছে, ''পাকিস্তানে ধর্মনিন্দা সংক্রান্ত আইন ও বিচার ব্যবস্থার প্রায়ই অপব্যবহার করা হয়। তাই আমাদের আবেদন, পাকিস্তান অবিলম্বে ব্যবস্থার সংস্কার করুক। আর তাহিরকে যে বা যারা গুলি করে হত্যা করেছে, তাঁদের যেন আইনানুযায়ী শাস্তি হয়।''
পাকিস্তানের বিখ্যাত সংখ্যালঘুদের কথা
কেউ দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে গড়েছেন দারুণ সব রেকর্ড, কেউ অভিনয়ে পেয়েছেন অনেক পুরস্কার, আবার কেউ আইন পেশায়, মডেলিংয়ে বা লেখালেখিতে পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য৷ পাকিস্তানের এমন ধর্মীয় সংখ্যালঘুদের কথা জানুন ছবিঘরে...
ছবি: Tanvir Shahzad
বাপসি সিদ্ধা
হিউস্টন বিশ্ববিদ্যালয়, রাইস বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, মাউন্ট হোলিওক কলেজ এবং ব্র্য়ান্ডাইস বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও সারা বিশ্বে লেখিকা হিসেবেই বেশি পরিচিত বাপসি সিদ্ধা৷ লেখেন ইংরেজিতে৷ তার উপন্যাস আইস ক্যান্ডি ম্যান এবং ওয়াটার বহুল পঠিত৷
দানিশ প্রভা শংকর কানেরিয়া
লেগ স্পিনার হিসেবে পাকিস্তানের হয়ে মোট ৬১টি টেস্ট এবং ১৮টি ওয়ানডে খেলেছেন দানিশ কানেরিয়া৷ টেস্টে উইকেট পেয়েছেন ২৬১টি৷ এত উইকেট পাকিস্তানের আর কোনো স্পিনার পাননি৷ স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ না হলে আরো বহু দূর যেতে পারতেন হিন্দু ধর্মাবলম্বী এই ক্রিকেটার৷
ছবি: AP
জুলিয়াস সালিক
খ্রিস্টান ধর্মাবলম্বী জুলিয়াস সালিক পাকিস্তানের প্রখ্যাত মানবাধিকারকর্মী৷ সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়ার্ল্ড মাইনরিটি অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতাও তিনি৷
ছবি: Farooq Naeem/AFP/Getty Images
রানা ভগবান দাস
অবসরপ্রাপ্ত আইনজীবী রানা ভগবান দাস (ওপরের ছবিতে একেবারে ডানে) অল্প সময়ের জন্য পাকিস্তান সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিও হয়েছিলেন৷
ছবি: AP
ঝর্ণা বসাক
ঝর্ণা বসাকের জন্ম ঢাকায়, ১৯৪০ সালে৷ শবনম নামে বাংলাদেশ ও পাকিস্তানে বহু ছবিতে অভিনয় করেছেন, সু-অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন দু দেশেই৷ উর্দু ছবিতে অভিনয় করা সবচেয়ে সফল বাঙালি অভিনেত্রী শবনমের বাবা ননি বসাক ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ফুটবল রেফারি৷
ছবি: DW
অনিল দলপত ও ইউসুফ ইয়োহানা
পাকিস্তানের হয়ে টেস্ট ম্যাচ খেলা প্রথম হিন্দু ক্রিকেটার অনিল দলপত৷ ১৯৮৪ থেকে ১৯৮৬ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ৯টি টেস্ট আর ১৫টি ওয়ানডে খেলেছেন উইকেটকিপার ব্যাটসম্যান অনিল৷ পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম খ্রিস্টান ক্রিকেটার ইউসুফ ইয়োহানা৷ পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ ইউসুফ (ছবিতে ডানে) হয়ে যান৷
ছবি: AP
দীপক পেরোয়ানি
হিন্দু পরিবারে জন্ম নেয়া দীপক পেরোয়ানি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার৷ বিশ্বের সবচেয়ে বড় কুর্তা বানানোর জন্য গিনেস বুকেও নাম উঠেছে তার৷ ওপরের ছবিতে তার ডিজাইন করা পোশাক পরেছেন ভারতের অভিনেত্রী পূজা ভাট৷
ছবি: Getty Images/AFP/R. Tabassum
জো ভিচ্চাজি
এক সময়ের পেইন্টার জো ভিচ্চাজি এখন পপ গায়িকা হিসেবে ভীষণ জনপ্রিয়৷
ছবি: Coke Studio
সর্দার রমেশ সিং অরোরা
সর্দার রমেশ সিং অরোরা ২০১৩ সালে পাকিস্তানের ইতিহাসের প্রথম শিখ হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন৷ পাকিস্তান মুসলিম লিগ (এন) থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি৷
ছবি: Tanvir Shahzad
কৃষ্ণা কুমারী কোহলি
পাকিস্তানের ইতিহাসের প্রথম হিন্দু দলিত মহিলা সেনেটর কৃষ্ণা কুমারী কোহলি। সিন্ধু প্রদেশের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা কৃষ্ণা পাকিস্তান পিপলস পার্টির রাজনীতিবিদ৷
ছবি: DW/A.W. Achakzai
জামশিদ কায়কোবাদ আর্দেশির মার্কার
সবচেয়ে বেশি দেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করায় গিনেস বুকে নাম উঠেছে তার৷ তিন দশকেরও বেশি সময় কূটনীতিক হিসেবে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি৷
ছবি: T. Bhatti/Embassy of Pakistan Berlin
সফল আরো কয়েকজন
এছাড়া সেবামূলক কাজের জন্য বহুল প্রশংসিত সিস্টার গের্ট্রুড, মডেল সুনিতা মার্শাল, শিল্পী শাল্লুম অ্যাশার জেভিয়ার, গায়িকা দুই বোন বেঞ্জামিন সিস্টার্স এবং করাচির সবচেয়ে বিখ্যাত ফরাসি রেস্তোরাঁর শেফ ফ্লোরেন্স ভিলার্সকেও রাখতে হবে পাকিস্তানের বিখ্যাত সংখ্যালঘুদের তালিকায়৷
ছবি: Shamil Shams
12 ছবি1 | 12
নাসিমের বিরুদ্ধে ধর্মনিন্দার অভিযোগ ছিল। অভিযোগ ছিল, তিনি একটি ইসলামিক স্কুলে গিয়ে ছাত্রদের বলেছিলেন, তিনিও নবী। তাই পয়গম্বরকে অপমান করা সহ একাধিক অভিযোগে তাঁর বিচার হচ্ছিল। একটি কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠী বৃহস্পতিবারই তাহিরের হত্যাকারীর মুক্তি দাবি করেছে।
তাহিরকে হত্যার পর প্রশ্ন উঠছে, কী করে হত্যাকারী রিভলভার নিয়ে আদালতকক্ষে ঢুকল? কারণ, বাইরে থেকে আদালতকক্ষে ঢোকা পর্যন্ত একাধিক জায়গায় তল্লাশি করা হয়।
পাকিস্তানে ধর্মনিন্দা সংক্রান্ত কঠোর আইন চালু হয় প্রাক্তন সেনা শাসক জিয়াউল হকের সময় থেকে। মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, এই আইনের ফলে দাঙ্গা ও হত্যার ঘটনা হতে পারে। তবে এখনো পর্যন্ত পাকিস্তানে এই আইনে কাউকে শাস্তি দেওয়া হয়নি। অবশ্য ধর্মনিন্দার অভিযোগে আদালতে বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগে ৫০ জনেরও বেশি অভিযুক্তকে মারা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাবের এক গভর্নরকে তাঁর দেহরক্ষী হত্যা করে, কারণ, তিনি একজন ক্রিশ্চান মহিলাকে সমর্থন করেছিলেন। আসিয়া বিবিকে ধর্মনিন্দার অভিযোগে আট বছর জেলে কাটাতে হয়েছিল। তারপর তিনি আদালতে অভিযোগমুক্ত হন। তাঁকেও হত্যা করার হুমকি দেওয়া হচ্ছিল। তিনি তখন কানাডায় চলে যান।