1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাক মন্ত্রীর থেকে ট্রফি নিলো না ভারত, মেডেলও পেলো না

২৯ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ জিতেও ট্রফি ও মেডেল পেলো না ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেট মাঠে রাজনীতির জেরে।

ট্রফি ছাড়া ভারতীয় দলের সেলিব্রেশনের ছবি।
এশিয়া কাপ জিতেও পাকিস্তানের মন্ত্রীর হাত থেকে ট্রফি, মেডেল নিলো না ভারত। ছবি: Fadel Senna/AFP

পাকিস্তানের মন্ত্রী এবং এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নিতে চায়নি ভারত। নাকভিও অন্য কাউকে ট্রফি দেওয়ার অনুমতি দেননি। ফলে এশিয়া কাপ জেতার পরেও ট্রফি হাতে পাননি সূর্যকুমার যাদবরা। ট্রফি ছাড়াই তারা জয়ের উৎসব পালন করেন। 

এশিয়া কাপ ফাইনালে নাটকীয় ম্যাচে ভারত পাকিস্তানকে দুই বল বাকি থাকতে পাঁচ উইকেটে হারায়। এশিয়া কাপে গ্রুপ, সুপার ফোর এবং ফাইনালে তিনবার ভারত ও পাকিস্তানের ম্যাচ হয়েছে, তিনবারই জিতেছে ভারত। 

জয়ের পর পুরস্কার দেওয়ার অনুষ্ঠান শুরু হতে অনেক দেরি হয়। কারণ, ভারত জানিয়ে দেয়, পাকিস্তানের মন্ত্রীর হাত থেকে তারা ট্রফি নেবে না। ঘণ্টাখানেক পর অনুষ্ঠান শুরু হয়। নাকভি সেই মঞ্চে ছিলেন। শেষপর্যন্ত ভারতীয় দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়নি বা তারাও তা নাকভির হাত থেকে নেয়নি। 

এরপর ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া অভিযোগ করেন, ''এশিয়া ক্রিকেট কাউন্সিল বা এসিসির সভাপতি মহসিন নাকভি এশিয়া কাপ ট্রফি ও ভারতীয় দলের প্লেয়ারদের মেডেল নিয়ে চলে গেছেন। বিসিসিআই এখন আইসিসি-র কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করবে।'' 

সূর্যকুমার ম্যাচের আগে পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাতও মেলাননি। ছবি: Sajjad Hussain/AFP

শইকিয়া বলেছেন, ''নাকভি হলেন পাকিস্তানের মন্ত্রী এবং একজন প্রথম সারির নেতা। তাই আমরা তার হাত থেকে ট্রফি নিতে চাইনি। তার মানে এই নয় যে, তিনি ট্রফি ও মেডেল নিয়ে চলে যাবেন। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং খেলোয়ারসুলভ নয়। আমরা আশা করব, তিনি যত তাড়াতাড়ি সম্ভব ট্রফি ও মেডেল দিয়ে দেবেন।'' 

ম্যাচ শুরুর আগে থেকেই বিতর্ক শুরু হয়েছিল। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব নিয়মমাফিক পাকিস্তানের অধিনায়ক সালমান আঘার সঙ্গে ট্রফিসহ ছবি তুলতে চাননি। তিনি পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাতও মেলাননি। পাকিস্তানও টসের পর ভারতীয় সঞ্চালকের সঙ্গে কথা বলতে চায়নি। ফলে টসের পর দুই অধিনায়কের সঙ্গে দুই দেশের সঞ্চালক কথা বলেন। ভারতের জাতীয় সঙ্গীত যখন বাজছে, তখন পাকিস্তানের দুই ক্রিকেটারকে হেসে হেসে গল্প করতে দেখা যায়। 

ম্যাচের পর ভারতের প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করে বলেন, ''খেলার মাঠেও অপারেশন সিন্দুর। ফল একই। ভারত জিতেছে। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।''  

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচ থেকে পাওয়া সব অর্থ সেনাবাহিনীকে দেওয়ার কথা ঘোষণা করেছেন। 

পাঁচ উইকেটে জয়

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। পাক ওপেনাররা শুরুটা ভালো করেন। পাকিস্তানের প্রথম উইকেট পড়ে নয় দশমিক চার ওভারে। সাহিবজাদা ফারহান আউট হন ৫৭ রান করে। 

পাকিস্তানের মন্ত্রী বলে ভারত তার হাত থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকার করে। ছবি: Sajjad Hussain/AFP

তারপরেই পাকিস্তানের ইনিংসে ধস নামে। ভারতীয় স্পিনারদের সামলাতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। কুলদীপ যাদব চারটি, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল দুইটি উইকেট নেন। বুমরাহ নেন দুইটি উইকেট। পাকিস্তান ১৪৬ রানে অল আউট হয়ে যায়। 

এরপর ভারতীয় ইনিংসের সূচনাটাও ভালো হয়নি। ২০ রানে তিন উইকেট পড়ে যায়। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুভমন গিল সাজঘরে ফিরে যান। ভারতের জয়ের কারিগর হলেন তিলক বর্মা(৬৯), শিবম দুবে(৩৩) ও সঞ্জু স্যামসন(২৪)। 

জিএইচ/এসসি(এপি, এএফপি, রয়টার্স, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ