1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাখির ঝাঁকের অপরূপ ছবি তোলেন তিনি

৩ জুন ২০২১

আকাশে পাখির বিশাল ঝাঁক কত রকম নক্সাই না তৈরি করে! সঙ্গে শোনা যায় পাখির কিচিরমিচির শব্দ৷ ডেনমার্কের এক ফটোগ্রাফার শিশু বয়সের সেই বিস্ময়কে পেশায় পরিণত করেছেন৷

Windkraft und Vögel
ছবি: picture-alliance/M. Woike

আকাশে পাখির বিশাল ঝাঁক কত রকম নক্সাই না তৈরি করে! সঙ্গে শোনা যায় পাখির কিচিরমিচির শব্দ৷ ডেনমার্কের ফটোগ্রাফার শিশু বয়সের সেই বিস্ময়কে পেশায় পরিণত করেছেন৷ তিনি পাখির বিশাল ঝাঁকের ছবি তোলেন৷ ‘ব্ল্যাক সান' বা কালো সূর্য নামের প্রকল্পের জন্য স্যোরেন নেদারল্যান্ডসের উত্তরে ফ্রিসলান্ড অঞ্চলে এসেছেন৷ নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘‘দুই-এক সপ্তাহ অপেক্ষা করলেও কিছুই হয় না৷ অথচ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু বদলে যায়৷ আকাশেও যেন বিস্ফোরণ ঘটে৷ আমার জীবনের অন্যতম অসাধারণ অভিজ্ঞতা৷''

স্যোরেনের মতে, সাধারণত কোনো শিকারি পাখির হামলা ঘটলে ঝাঁকের মধ্যে জাদু সৃষ্টি হয়৷ তিনি বলেন, ‘‘নিজেদের সুরক্ষার জন্য পাখিগুলি খুব অরগ্যানিক আকার সৃষ্টি করে৷ যেমন পাখির ঝাঁক কালো ঢেউয়ের মতো এগিয়ে যায়৷ বাস্তবে এত দ্রুত সেটা ঘটে যে কখনো নিজের চোখে দেখেও তা বোঝা যায় না৷''

পাখির ঝাঁকের ছবি তোলেন যে ফটোগ্রাফার

04:10

This browser does not support the video element.

স্যোরেন সোলকা এখনো পর্যন্ত ছ'টি দেশে কাজ করেছেন৷ পাখিদের সন্ধান পেতে তিনি অনেক গবেষণা করি৷ তারপর সেখানে গিয়ে সেরা সুযোগের আশায় অপেক্ষা করেন৷ গত চার বছরে তিনি সম্ভবত ১২০ দিন বাইরে কাটিয়েছেন৷ এত পরিশ্রম করেও হয়তো পাঁচ থেকে দশটি ভালো রাত পেয়েছেন৷ নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘‘শিশু বয়সেই পাখির ঝাঁকের বিস্ময়কর নক্সা দেখেছি৷ দশ বছর বয়সে বাবা-মার সঙ্গে ডেনমার্কের পশ্চিম উপকূলে গিয়েছিলাম৷ সেই ছবি কখনো মন থেকে মুছে যায় নি৷ তারপর ২৫ বছর ধরে পোর্ট্রেট আঁকার পর হঠাৎ আবার পাখির ঝাঁকের কাছে ফিরে গিয়ে ছবি তোলার ইচ্ছা হলো৷''

ডেনমার্কের হেয়ারনেং শহরে সমসামিয়ক শিল্পকলার মিউজিয়াম ‘হার্ট' এক বড় প্রদর্শনীতে তার তোলা ছবি দেখাচ্ছে৷ সেই প্রকল্পের জন্য তিনি ফটোশপের মাধ্যমে একটি পাখিও এদিক-ওদিক করেন নি বলে দাবি করেন৷ তিনি শুধু নির্মল প্রকৃতির পরাবাস্তব রূপ তুলে ধরেছেন কারণ প্রকৃতিতে এমন জাদুময় মুহূর্ত নিজে থেকেই ঘটে৷

মিউজিয়ামের প্রধান হলগার রেনব্যার্গ আসলে স্যোরেন সোলকার তোলা ডেনমার্কের পপ তারকাদের ছবি দেখাতে চেয়েছিলেন৷ তারপর ‘ব্ল্যাক সান' সিরিজ দেখে তিনি এতই মুগ্ধ হয়েছিলেন, যে তিনি পরিকল্পনা বদলে ফেলেন৷ হলগার বলেন, ‘‘জানি কী হচ্ছে, এর ব্যাখ্যাও আমাদের কাছে রয়েছে৷ অথচ এত সুন্দর দৃশ্য হৃদয়ঙ্গম করা কঠিন৷''

প্রথমে স্যোরেন পাখির ঝাঁকের সঙ্গে এক সপ্তাহ কাটাতে চেয়েছিলেন৷ অথচ দেখতে দেখতে চার বছর কেটে গেছে৷ তিনি বলেন, ‘‘প্রত্যেকটি ছবিই একেবারে আলাদা৷ চার বছরে কখনো একই মোটিফ দুই বার পাই নি৷ তাই কাজ চালিয়ে যাবার অনেক উৎসাহ পাই৷ এই প্রকল্প এখনো শেষ হতে অনেক দেরি৷ মনে হয়, আরও কয়েক বছর ধরে কাজ চালিয়ে যাবো৷''

ইয়েন্স ফান লার্খার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ