1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাখির শখ যখন চেহারা দেখানো!

৫ মার্চ ২০১৮

টিভিতে লাইভ ব্রডকাস্টের সময় হঠাৎ করে পাখিটি এসে বসল অ্যাংকরের মাথায়৷ কিছুক্ষণ পর সেখান থেকে আরেক অ্যাংকরের মাথায়৷ মজার এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে৷

ছবি: picture-alliance/F. Pritz/picturedesk.com

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়৷ শহরের কেএফএমবি টিভি'র একটি মর্নিং শো চলে৷ শো-এর একটি অংশের নাম ‘জু ডে'৷

অনুষ্ঠানটির অ্যাংকর নিশেল ও তাঁর কো-অ্যাংকর এরিক একটি বিরতিতে যাচ্ছিলেন৷ বিরতির পরই ‘জু ডে' অংশটি শুরু হবার কথা৷ ঠিক তখনই আবির্ভাব ঘটে একটা লাল টকটকে ইবিস পাখির৷ সে এসে চড়ে বসে নিশেলের মাথায়৷ নিশেল ও এরিক অবশ্য ঘাবড়ে যাননি৷

তাঁরা বেশ মজাই পান৷ এরিক বলতে থাকেন, ‘‘এমন একটা শুরু মন্দ নয়, কি বলো?''

পাখিটির নিবাস ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো চিড়িয়াখানায়৷

ভিডিওটি টুইটারে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়৷ কেউ কেউ অবশ্য একে ‘‘সাজানো'' বলেও মন্তব্য করেন৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ