1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাখি বাঁচাতে যে দেশ জঙ্গল বাড়াচ্ছে

ইওয়াখিম এগারস/এআই৬ জুন ২০১৬

পাখি বাঁচাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে কোস্টারিকায়৷ সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জঙ্গলগুলোর মাঝে সংযোগ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে৷ কাজটি সহজ নয়, কেননা, অনেক ব্যক্তিমালিকানাধীন জমিও ব্যবহারের প্রয়োজন পড়বে৷

কোস্টারিকার মেঘারণ্য
ছবি: imago/Arco Images

পাখি বাঁচাতে কোস্টারিকায় ব্যতিক্রমী উদ্যোগ

03:26

This browser does not support the video element.

মন্টেভ্যার্ডের ক্লাউড ফরেস্ট রিজার্ভের সবচেয়ে উঁচু পয়েন্টে একটি পৌরাণিক পাখির দেখা মেলে৷ এক সময় সাড়া জাগানো এই পাখি এখন জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে৷ সর্বশেষ শীতকালটা তাদের কাছে অনেক গরম ছিল৷ তাই তাদের পক্ষে অন্য কোথাও ঘর বাঁধা সম্ভব হয়নি৷

জাতীয় উদ্যান মন্টেভ্যার্ডের রিকার্ডো গুইনডন বলেন, ‘‘প্রায় ১ হাজার ৫৫০ মিটার উঁচুতে পর্বতমালার চূড়ার কাছাকাছি গেলে পাখিটিকে দেখা যায়৷ আর এটাই উদ্বেগের কারণ৷ তাপমাত্রা যদি বাড়তেই থাকে, আর তা যদি ফলের উৎসের ক্ষতি করে, তাহলে এই পাখিদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না৷ ফলে তাদের সংখ্যাটা ক্রমশ কমতে থাকবে৷''

রিকার্ডো গুইনডন এই পার্কেই বড় হয়েছেন৷ তিনি এই বনে বসবাসরত চারশ' প্রজাতির পাখির সবগুলোর, এমনকি যারা বছরের বিভিন্ন সময় দেখা দেয় তাদের কথাও জানেন৷ তিনি বলেন, ‘‘থ্রি ওয়েটলেড বেলবার্ডরাও উঁচুর দিকে সরে যাচ্ছে, এই পর্বতমালায় তারা বাসা বাঁধে৷ এরপর তারা ক্যারিবীয় নীচুভূমিতে চলে যায়৷ তারপর তারা গাল্ফ অফ নিকোয়া সংশ্লিষ্ট প্যাসিফিকের নীচুভূমির দিকে আসে এবং সবশেষে আবার মন্টেভ্যার্ডে এলাকার বাসায় ফিরে আসে৷ এ কারণেই এটা বেলবার্ডের বায়োলজিক্যাল করিডোরের প্রতীক৷''

থ্রি ওয়েটলেড বেলবার্ডরা অনেক এলাকা জুড়ে ঘুরে বেড়ায়৷ তাদের যাত্রাপথে গাছের প্রয়োজন হয়, যেখানে তারা বিশ্রাম নিতে পারে৷ পাহাড়ের উপরে কোনো সমস্যা নেই৷ কিন্তু নীচের দিকে টেকা সহজ নয়৷

কোস্টারিকা সরকার অনেক স্থানীয় বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে কাজ করছে৷ বায়োকরিডরের ব্যাখ্যা দিলেন তাদেরই একজন, নাম শার্লি মোরিলো৷ তিনি বলেন, ‘‘সব মলিয়ে আমরা ১৬ হাজার হেক্টর জঙ্গল সংযুক্ত করতে চাচ্ছি৷ এ জন্য জমির মালিকদের সঙ্গে কাজ করছি৷''

উল্লেখ্য, কোস্টারিকার এক চতুর্থাংশ জমি কোনো-না-কোনোভাবে সংরক্ষণ করা হচ্ছে৷ তবে সেগুলো বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করা রয়েছে৷ করিডরের মাধ্যমে সেগুলোকে এখন সংযুক্ত করা হবে৷ এ জন্য অনেক জমির মালিককে তাদের জমির অংশবিশেষ ছেড়ে দিতে হতে পারে, এখানে সেখানে গাছ লাগাতে হতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ