দৃশ্যমান কোনো কারণ ছাড়াই কেউ পাগলের মতো হাসতে পারে, এমন কাউকে চেনেন? আমরা কিন্তু একজনের কথা জানি৷ কে সে? জানতে হলে দেখতে হবে এই ভিডিওটি৷
বিজ্ঞাপন
মিকাহর কথা মনে আছে নিশ্চয়ই৷ ঐ যে, কাগজ ছেঁড়ার শব্দে আট মাস বয়সের এক বাচ্চা হেসে কুটিকুটি৷ তেমন কিছু না ভেবেই ভিডিওটি ইউটিউবে আপলোড করেন মিকাহর বাবা৷
ইউটিউবে বাচ্চাদের এমন অনেক ভিডিও থাকলেও মিকাহর হাসি দর্শকদের টানলো একটু বেশিই৷ ব্যাপক আগ্রহ দেখে একটা গোটা চ্যানেলই খুলে বসলেন মিকাহর বাবা৷
পরের ভিডিওগুলো এত জনপ্রিয় না হলেও তরতর করে বেড়েই চলেছে সেই প্রথম ভিডিওটির দর্শকসংখ্যা৷ ২০১১ সালে আপলোড করা ভিডিওটির ভিউ এখন ছাড়িয়েছে ৯ কোটি! চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৯৬ হাজার৷
দিনে দিনে অবশ্য অনেক বেলা গড়িয়েছে৷ মিকাহর বয়স এখন সাত বছর৷ এখন তার মিষ্টি হাসির দায়িত্ব নিয়েছে ছোট দুই বোন, পাঁচ বছরের রুবি এবং তিন বছরের ম্যাইজি৷
অর্থনৈতিকভাবে উন্নত হলেও অনেক দেশ যে শিশুদের অধিকার রক্ষার বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেয় না – এ সত্যই প্রকাশ করল কিডসরাইটস ফাউন্ডেশন৷ তাই শিশু অধিকার রক্ষায় সেরা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের মতো দেশও নেই৷
ছবি: picture-alliance/empics/G. Fuller
১২
স্লোভেনিয়া
শিশু অধিকার প্রতিষ্ঠার দিক থেকে সেরা দেশগুলোর তালিকা করতে গিয়ে বেঁচে থাকার অধিকার, স্বাস্থ্য অধিকার, শিক্ষা অধিকার, সুরক্ষার অধিকার এবং শিশু অধিকারের জন্য অনুকুল পরিবেশ – এই পাঁচটি বিষয়কে বিবেচনায় নিয়েছে কিডসরাইটস ফাউন্ডেশন৷ সার্বিক বিবেচনায় সেরা হওয়া দেশগুলির তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে স্লোভেনিয়া৷ মূল তালিকাটি দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Imago/J. Alexandre
১১
একাদশ স্থানে রয়েছে বেলজিয়াম৷
ছবি: Colourbox
১০
স্লোভেনিয়া আর বেলজিয়ামের ঠিক ওপরেই রয়েছে ফিনল্যান্ড৷
ছবি: picture-alliance/dpa
০৯
নবম স্থানে রয়েছে উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়া৷
ছবি: Getty Images/AFP/K. Mazraawi
০৮
ইউরোপ বা অ্যামেরিকার অনেক দেশ স্থান না পেলেও এশিয়ার থাইল্যান্ড কিন্তু ঠিকই জায়গা করে নিয়েছে কিডসরাইটস ফাউন্ডেশনের তালিকায়৷ থাইল্যান্ড রয়েছে অষ্টম স্থানে৷
ছবি: picture-alliance/Pacific Press/V. Poti
০৭
নাগরিকের সার্বিক জীবনমানের নিশ্চয়তা দেয়ায় সুইডেনের সুনাম আছে৷ শিশু অধিকার রক্ষায়ও অনেক দেশের তুলনায় এগিয়ে আছে তারা৷ এ তালিকায় সুইডেন আছে সাত নম্বরে৷
ছবি: Getty Images/D. Ramos
০৬
শিল্প-সাহিত্যের দেশ ফ্রান্সে শিশু অধিকার পরিস্থিতিও ভালোই বলতে হবে৷ তালিকায় ইউরোপের এই দেশটি আছে ষষ্ঠ স্থানে৷
ছবি: Eric Cabanis/AFP/Getty Images
০৫
পঞ্চম স্থানে রয়েছে স্পেন৷
ছবি: Fotolia/PinkShot
০৪
চতুর্থ স্থানে আইসল্যান্ড৷
ছবি: Fotolia/yanlev
০৩
মানবাধিকার বিষয়ক যে কোনো তালিকায় ওপরের দিকেই থাকে সুইজারল্যান্ড৷ এখানে তারা তৃতীয় স্থানে৷
ছবি: picture-alliance/dpa
০২
কিডসরাইটস ফাউন্ডেশনের সমীক্ষা অনুযায়ী, শিশু অধিকার প্রতিষ্ঠায় এ মুহূর্তে বিশ্বের দ্বিতীয় সেরা দেশ নরওয়ে৷
ছবি: picture-alliance/dpa
০১
সেরা পর্তুগাল শিশু অধিকার প্রতিষ্ঠায় অর্থের গুরুত্ব অনেক, তবে সরকারের ঐকান্তিক প্রচেষ্টা সবচেয়ে বেশি গরুত্বপূর্ণ৷ সেই বিবেচনায় অনুন্নত বা উন্নয়নশীল দেশও শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য বেশি প্রশংসনীয় হতে পারে৷ কিডসরাইটস ফাউন্ডেশন এভাবে পুরো বিষয়টিকে বিশ্লেষণ করে বলে সেরাদের তালিকায় উঠে গেছে এশিয়ার দেশ থাইল্যান্ড৷