1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাগলাটে বাচ্চা মিকাহ

৩ আগস্ট ২০১৭

দৃশ্যমান কোনো কারণ ছাড়াই কেউ পাগলের মতো হাসতে পারে, এমন কাউকে চেনেন? আমরা কিন্তু একজনের কথা জানি৷ কে সে? জানতে হলে দেখতে হবে এই ভিডিওটি৷

Screenshot - Kind Lacht beim zerreissen eins Job Ablehnbescheids
ছবি: YouTube/BruBearBaby

মিকাহর কথা মনে আছে নিশ্চয়ই৷ ঐ যে, কাগজ ছেঁড়ার শব্দে আট মাস বয়সের এক বাচ্চা হেসে কুটিকুটি৷ তেমন কিছু না ভেবেই ভিডিওটি ইউটিউবে আপলোড করেন মিকাহর বাবা৷

ইউটিউবে বাচ্চাদের এমন  অনেক ভিডিও থাকলেও মিকাহর হাসি দর্শকদের টানলো একটু বেশিই৷ ব্যাপক আগ্রহ দেখে একটা গোটা চ্যানেলই খুলে বসলেন মিকাহর বাবা৷

পরের ভিডিওগুলো এত জনপ্রিয় না হলেও তরতর করে বেড়েই চলেছে সেই প্রথম ভিডিওটির দর্শকসংখ্যা৷ ২০১১ সালে আপলোড করা ভিডিওটির ভিউ এখন ছাড়িয়েছে ৯ কোটি! চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৯৬ হাজার৷

দিনে দিনে অবশ্য অনেক বেলা গড়িয়েছে৷ মিকাহর বয়স এখন সাত বছর৷ এখন তার মিষ্টি হাসির দায়িত্ব নিয়েছে ছোট দুই বোন, পাঁচ বছরের রুবি এবং তিন বছরের ম্যাইজি৷

সুন্দর হাস্যোজ্জ্বল পরিবারটিকে একনজর দেখতে ঘুরে আসতে পারেন ব্রুবিয়ারবেবি চ্যানেলটি

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ