1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাচার হওয়া অর্থের খুব কমই ফেরত আসে

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৮ সেপ্টেম্বর ২০২০

পিকে হালদার দেশে ফিরে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে চান৷ এই ঘটনায় পাচার হওয়া অর্থের বিষয়টি আবারো আলোচনায় এসেছে৷ বাস্তবে এমন বিষয় নিয়ে কতটা উদ্যোগী দুদক?

ছবি: DW

অর্থ পাচারের মামলা দুদক যেমন করে, তেমনি সিআইডি এবং পুলিশের অন্যান্য বিভাগও করে৷ আর তাদের সহায়তা করে বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট৷ ফলে গত এক বছরে অর্থ পাচারের কত মামলা হয়েছে তার তথ্য কেন্দ্রীয়ভাবে কোথাও নেই৷ তবে কথা বলে জানা গেছে, দুদকই বেশি করেছে এবং এর সংখ্যা ৫০টির মতো৷

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারের খুব বেশি নজিরও নেই৷ ২০১২ এবং ২০১৩ সালে তিন দফায় সিঙ্গাপুরের একটি ব্যাংকে থাকা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ২১ কোটি টাকারও বেশি অর্থ ফেরত আনতে পেরেছিল দুদক৷ পাশাপাশি যুক্তরাজ্যকে ৩ লাখ মার্কিন ডলার উদ্ধার করে দিয়েছে বাংলাদেশ৷

এর বাইরে ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ট্রুথ কমিশন গঠন করে ৩৪ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল৷ ২০০৭ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের নভেম্বর পর্যন্ত জরুরি অবস্থার সময় দুর্নীতিবিরোধী টাস্কফোর্স বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এক হাজার ২৩২ কোটি টাকা উদ্ধার করে সরকারি কোষাগারে জমা দেয়৷ তবে এরমধ্যে আবার ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা দেশের সর্বোচ্চ আদালত ফেরত দেয়ার নির্দেশ দেয়৷ আর ট্রুথ কমিশনকে আদালাত অবৈধ ঘোষণা করলেও যারা টাকা জমা দিয়েছেন তাদের টাকা ফেরত দেয়ার কোনো নির্দেশ দেয়নি৷

আদালত তাকে একটা সুযোগ দিয়েছেন দেশে ফেরার: দুদকের আইনজীবী

This browser does not support the audio element.

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)-এর বিরুদ্ধে তিন হাজার ৬০০ কোটি টাকা দেশের বাইরে পাচারের অভিযোগ আছে৷ দুদক তার বিরুদ্ধে মামলা করেছে৷ তিনি এখন দেশের বাইরে থাকলেও দেশে ফিরে আত্মসমর্পণ করে ওই টাকা বিনিয়োগকারীদের ফেরত দিতে চান বলে হাইকোর্টে আবেদন করেছেন৷ আদালত তার দেশে ফেরার দিন-ক্ষণ জানতে চেয়েছেন৷ জানতে চেয়েছেন, ফ্লাইট নাম্বার৷ তিনি দেশে ফিরে এলে তিনিসহ সবপক্ষের উপস্থিতিতে আদেশ দেবেন বলে আদালত জানিয়েছেন৷

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘‘আদালত তাকে একটা সুযোগ দিয়েছেন দেশে ফেরার ৷ কিন্তু দেশে ফিরলে বিমান বন্দরেই তাকে আটক করা হবে৷ কারণ, তার বিরুদ্ধে মামলা আছে৷ আটকের পর তাকে আদালতে হাজির করা হবে৷ আর তিনি টাকা ফেরত দিলেও মামলা এবং শাস্তি থেকে রেহাই পাবেন না৷’’

দুদক জানায়, তাদের উদ্যোগের মধ্যে এখন এগিয়ে আছে মোরশেদ খান ও তার পরিবারের সদস্যদের হংকংয়ে পাচার করা ৩২১ কোটি টাকা ফেরত আনা৷ এর মধ্যে প্রথম ধাপে ১৬ কোটি টাকা ফেরত আনার জন্য হংকংয়ের অ্যাটর্নি জেনারেলের কাছে মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুদক৷

বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৯ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে৷ গিয়াসউদ্দিন আল মামুন এবং তার ভাই হাফিজ ইব্রাহিমের টাকাও উদ্ধারের চেষ্টা চলছে বলে দুদক জানায়৷ খুরশিদ আলম বলেন, ‘‘আরো বেশ কিছু উদ্যোগ ও মামলা আছে৷’’

তাদের স্বার্থ রক্ষার জন্যই উদ্যোগ নেয়া হচ্ছেনা: ড. ইফতেখারুজ্জামান

This browser does not support the audio element.

এদিকে হলমার্কের কাছ থেকে ১৩ কোটি টাকা আদায়ের সিদ্ধান্ত নিয়েছিল দুদক৷ তবে তা আইনি প্রক্রিয়ার কারণে আটকে আছে৷

তবে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে উদ্যোগকে যথেষ্ট মনে করেন না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান৷ তার মতে, এই ক্ষেত্রে দেশের এবং আন্তর্জাতিক আইনের কিছু জটিলতা আছে৷ এটা অবশ্য দুই দেশ আইনগত চুক্তি সাক্ষর করে এগিয়ে নিতে পারে৷ কিন্তু সেই উদ্যোগ বাংলাদেশের পক্ষ থেকে তেমন দেখা যাচ্ছে না বলে মনে করেন তিনি৷ তিনি বলেন, ‘‘এগুলো যারা করবেন, তারা অনেক প্রভাবশালী৷ তাদের স্বার্থ রক্ষার জন্যই উদ্যোগ নেয়া হচ্ছে না৷’’

পাচার করা যে অর্থ ফেরত আনা হবে, আইনে তার দ্বিগুণ জরিমানার বিধান আছে৷ এছাড়া চার থেকে ১২ বছরের শাস্তির বিধানও আছে৷ এই জরিমানা ও শাস্তি নিশ্চিত করা না গেলে পাচার বন্ধ করা যাবেনা৷ কারণ দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অন্যরাও পাচার করা অর্থের কিছু ফেরত দিয়ে বৈধতা নেবে এবং একই কাজ অব্যাহত রাখবে বলে মনে করেন তিনি৷

চেষ্টা করেও এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বক্তব্য জানা যায়নি৷ তবে গত ফেব্রুয়ারি মাসে দুদক কমিশন সভায় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে আরো উদ্যোগী হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়৷ তখন দুদক চেয়ারম্যান বলেছিলেন, ‘‘বিদেশে পাচার করে অনেকেই সেই সব দেশ অস্ট্রেলিয়া, কানাডায় থাকছেন৷ তাদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনার উদ্যোগ নেয়া হবে৷’’

২০১৮ সালের আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ