1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঞ্জাব: কেজরিওয়ালের ঝাড়ুতে সাফ কংগ্রেস-বিজেপি

১০ মার্চ ২০২২

পাঞ্জাবে সরকার গড়তে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ফলাফলে কৃষক আন্দোলনের ছায়া।

অরবিন্দ কেজরিওয়াল
ছবি: Narinder Nanu/AFP/Getty Images

দিল্লির পর এবার পাঞ্জাবেও সরকার গঠন করছে আম আদমি পার্টি (আপ)। কংগ্রেস সরকারকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে কেজরিওয়ালের দল। ভারতীয় রাজনীতির বর্তমান সমীকরণে আরো শক্তিশালী জায়গায় পৌঁছে গেলেন কেজরিওয়াল।

ভোট গণনা শুরু হওয়ার পরেই পরিষ্কার হয়ে গিয়েছিল, পাঞ্জাবে সরকার গড়তে চলেছে আম আদমি পার্টি। ১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় সরকার গঠনের ম্যাজিক ফিগার ৫৯টি আসন। বিকেল পর্যন্ত গণনায় ৯২ আসনে এগিয়ে আপ। গতবারের শাসকদল কংগ্রেস এগিয়ে মাত্র ১৮টি আসনে। আর বিজেপি এগিয়ে আছে ২টি আসনে। পাঞ্জাবের অকালি দল এগিয়ে ৪টি আসনে। কেন্দ্রে বিজেপি সরকারের জোটসঙ্গী ছিল এই অকালি দল। তবে কৃষক আন্দোলনের সময় তারা বিজেপির জোট সরকার থেকে বেরিয়ে আসে।

দিল্লি সীমানায় কৃষক আন্দোলন

07:13

This browser does not support the video element.

২০২০ সালে কেন্দ্রের তিনটি কৃষি আইন সংশোধন নিয়ে তীব্র আন্দোলন শুরু করেন পাঞ্জাবের কৃষকরা। প্রায় এক বছর ধরে সেই আন্দোলন চলে। এর মধ্যে পাঞ্জাবের রাজনীতিতে বেশ কিছু ঐতিহাসিক পটপরিবর্তন হয়। কংগ্রেসের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পদত্যাগ করতে বাধ্য হন। কংগ্রেস ছেড়ে তিনি নতুন দল তৈরি করেন এবং বিজেপির কাছাকাছি যান। অন্যদিকে, কংগ্রেসের নতুন মুখ্যমন্ত্রী হন চরণজিৎ সিং চান্নি। কংগ্রেস সভাপতি হন নভজৎ সিং সিধু। অমরিন্দর সিং দল ছাড়ায় কংগ্রেসের ভিতর ব্যাপক আলোড়ন তৈরি হয়। আর সেই সুযোগই কাজে লাগায় কেজরিওয়ালের আপ। একাধারে বিজেপি এবং কংগ্রেস বিরোধিতার রাস্তা নিয়ে প্রতিষ্ঠানবিরোধী মুখ হয়ে ওঠার চেষ্টা করে আপ। ভোটের ফলাফলে আপের সেই পদক্ষেপ ফলপ্রসূ হয়েছে বলেই মনে হচ্ছে।

পাঞ্জাবে আপ সরকার অরবিন্দ কেজরিওয়ালের ঐতিহাসিক জয়। এই প্রথম দিল্লির বাইরে কোথাও সরকার গড়ার সুযোগ পেলেন কেজরিওয়াল। বিজেপি-বিরোধী কেন্দ্রীয় রাজনীতির সমীকরণের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠবেন তিনি। দিল্লি আসলে একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে বিধানসভা আছে। ফলে এখানে রাজ্য সরকারের ক্ষমতা খুবই কম। কিন্তু পাঞ্জাব পূর্ণ রাজ্য। পাকিস্তান সীমান্তে থাকার কারণে তার গুরুত্ব অপরিসীম। ফলে একটি পূর্ণ রাজ্য হাতে পেয়ে তা কীভাবে আপ সরকার চালায়, তার উপর কেজরিওয়ালের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ভর করবে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, পাঞ্জাবের সাবেক দুই মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং চান্নি দুইজনেই নিজেদের কেন্দ্রে পরাজিত হয়েছেন। হেরেছেন পাঞ্জাব কংগ্রেসের সভাপতি সিধুও। প্রাথমিক ফলাফলে গতবারের চেয়ে ৭০টিরও বেশি আসনে এগিয়ে আছে আপ।

এসজি/জিএইচ (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ