1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাতানো খেলার অভিযোগ অস্বীকার করলেন বাট

১৪ ডিসেম্বর ২০১০

পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন সালমান বাট ইংল্যান্ডে পাতানো খেলার সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেন৷ এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,‘আমি আমার সারা জীবনে অথবা ক্রিকেটিং ক্যারিয়ারে এইরকম কোন কিছু করিনি৷’

Pakistani, batsman, Salman, Butt Sri Lanka, one-day international cricket, match, National Stadium, Karachi, Pakistan, পাকিস্তান, সাবেক, ক্যাপটেন, সালমান, বাট, ক্রিকেট, ইংল্যান্ড,
পাকিস্তানের সাবেক ক্যাপটেন সালমান বাটছবি: AP

বাট আরো বলেন, তাঁর মতো একজন নতুন স্কিপারের পক্ষে দলের কোন খেলোয়াড়কে এই ব্যাপারে প্রভাবিত করাও কঠিন৷ বাট এবং পেসবোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে নিয়ম ভঙ্গের অভিযোগে আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সাময়িকভাবে বরখাস্ত করেছে৷ অভিযোগ রয়েছে, গত আগস্টে লর্ডসে অনুষ্ঠিত ইংল্যন্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের সময়ে তারা ষড়যন্ত্রমূলকভাবে নো বল করেছেন৷

অভিযুক্ত তিনজনই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করেন৷ এই নিয়ম ভঙ্গের অভিযোগে আগামী মাসে দোহায় শুনানি অনুষ্ঠিত হবে৷ সেখানেই নির্ধারিত হবে তাদের ক্রিকেটের ভবিষ্যৎ৷ এই কেলেঙ্কারির পর বাট তাঁর প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে সোমবার বলেছেন, ‘আমি আমার সারা জীবনে অথবা ক্রিকেটিং ক্যারিয়ারে এইরকম কোন কিছু করিনি৷' ব্রিটিশ টেলিভিশনের ‘স্পেশাল রিপোর্ট অন স্কাই স্পোর্টস নিউজ'কে দেওয়া ঐ সাক্ষাৎকারে বাট বলেন, ‘‘খেলোয়াড়রা আইসিসির নিয়মের বাইরে যেতে পারে না৷ শুনানির আগে এই ব্যাপারে কথা বলা নিষেধ রয়েছে৷ আমি দুঃখিত, কিন্তু মামলার ব্যাপারে এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না৷''

দীর্ঘ সাক্ষাৎকারে ২৬ বছর বয়স্ক এই বাঁহাতি খেলোয়াড় বলেন, বিশ্বের সবজায়গাতেই দুর্নীতিজনিত সমস্যা রয়েছে৷ তবে পাকিস্তানের হয়ে আবার খেলার ব্যাপারে তিনি বদ্ধপরিকর৷ তিনি বলেন, ভালো সময় এবং খারাপ সময় দু'টোই জীবনের অংশ এবং তিনি আশা করেন, এই সময় পার হয়ে যাবে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ