গরমে শীতল জলের ছোঁয়া কে না চায়! কিন্তু বাঁশের পুলে সাঁতারের এ আয়োজন শুধু গ্রীষ্মকে বোকা বানাতে নয়৷ বাংলাদেশে অসংখ্য খাল-বিল, নদী-নালার পানিতে ডুবে প্রতিদিন গড়ে ৫০ জন শিশুর মৃত্যু হয়৷ ভবিষ্যতে এমনটা রোধ করতেই এই আয়োজন৷
বিজ্ঞাপন
১১ বছরের এই মেয়ে একসময় পানি দেখলেই ভয় পেত৷ এখন সে বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী এক সুইমিং পুলে সাঁতার শিখছে৷ সে যখন এক পাশ থেকে সাঁতরে পুলের অন্যপাশে যেতে পারলো, বাইরে দাঁড়িয়ে থাকা অন্য শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়ে সে উচ্ছ্বাস৷
বাংলাদেশে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার অনেক বেশি৷ ২০০১ সালের এক সরকারি প্রতিবেদন বলছে, প্রতি বছর পানিতে ডুবে ১৮ হাজার শিশু মারা যায়৷ এদের সবাই ১৮ বছরের কম বয়সি এবং এর মধ্যে ৪৩ শতাংশের বয়সই পাঁচ বছরের কম৷
গোসলের পোশাকে যত ফ্যাশন
কখনো এক কাপড়, কখনো দুটো, কখনো টাঙ্কিনি থেকে বুরকিনি–আরো কত কত অভিনব পোশাক৷ গোসলের পোশাকে নতুনত্ব সময়ে সময়ে দিয়েছে নতুন মাত্রা৷
ছবি: ullstein bild - Zander & Labisch
গোসলের পোশাকের ধারা
অষ্টাদশ শতাব্দীতে নারী ও পুরুষদের জন্য গোসলের পৃথক পোশাক প্রথম দেখা যায়৷ পাতলা উল এবং কটনের কাপড়ে তৈরি পোশাক পরে মানুষ গোসল করতো৷ সেই পোশাকের পানি শোষণের ক্ষমতা ছিল অনেক৷ ওই সময় নারী ও পুরুষের পোশাকে যেমন ভিন্নতা ছিল, তেমনি গোসলের জন্য জায়গাও আলাদা ছিল৷
ছবি: picture alliance/IMAGNO
অগ্রগতি
বিংশ শতাব্দীর প্রথম দিকে পর্যটনের প্রসার শুরু হলে সাগরে সাঁতার ট্রিপ শুরু হয়৷ মৌসুমের শুরুতে সাগর থাকতো উন্মুক্ত৷ এ সময় সাঁতারের পোশাক কিছুটা টানটান হতে শুরু করে৷ ইলাস্টিকের পাতলা কাপড়ের প্রচলন শুরু হয়৷ রোদ থেকে বাঁচতে এখনকার হ্যাটের মতো ক্যাপের ব্যবহার শুরু হয়৷
ছবি: ullstein bild - Zander & Labisch
আধুনিকতা
বিংশ শতাব্দীতে এসে শেষ পর্যন্ত আধুনিকতায় প্রবেশ করে সাঁতারের পোশাক৷ ছোট বেল্ট, সোনালি বোতাম এই ধারার পোশাকে নারীসুলভ ভাব নিয়ে আসে৷ এ সময় সাঁতারের পোশাক ছোট হয়ে যায়৷ তখন প্লাস সাইজের পোশাক পাওয়া যেত না৷
ছবি: Getty Images
বিকিনির আত্মপ্রকাশ
কেবল চারটা ছোট ত্রিভুজে নতুন এক পোশাক আসে, যা বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করে বিশ্ব৷ এর নাম বিকিনি৷ ১৯৪৬ সালের ৫ জুলাই নৃত্যশিল্পী মিশেলিন বার্নারডিনি এই পোশাকে প্যারিসিয়ান পুলে ক্যামেরার সামনে আসেন৷ লুই রেয়ার্ড এর ডিজাইন করেন৷ তিনিও হয়ত জানতেন না যে, এটা নারীদের গোসলের পোশাকের স্টাইল চিরদিনের জন্য বদলে দেবে৷
ছবি: picture-alliance/dpa
একদিনে বদলে গেল দুনিয়া
অলিম্পিক সাঁতারু এস্থার উইলিয়ামস একটা ওয়াটার শো-তে অংশ নিতে গিয়ে হলিউডের দৃষ্টি আকর্ষণ করেন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিকে অংশ নিতে পারেননি৷ এটা তাঁকে আয়ের একটা পথ করে দেয়৷ ওই সময় তিনি ‘নেপচুন’স ডটার’ নামে একটা সিনেমায় অভিনয় করেন, যা ১৯৪৯ সালে মুক্তি পায়৷ এতে তিনি আকর্ষণীয় গোসল-সৌন্দর্য্যের জন্য তারকাখ্যাতি পান৷ তা পরে তাকে হলিউডের অন্যতম ধনী নারীতে পরিণত করে৷
ছবি: picture alliance/United Archives/IFTN
সাঁতারের পোশাকে সুন্দরী প্রতিযোগিতা
১৯৫০-এর দশকে সুন্দরী প্রতিযোগিতায় বেশ মডেস্ট একটা ভাব ছিল৷ হাই হিল জুতা পরা এই প্রতিযোগীদের সাঁতারের পোশাকে আসতে উৎসাহ দেয়া হতো৷ মিস জার্মানি পেট্রা শুরমান (বাম থেকে সপ্তম) ১৯৫৬ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হন৷
ছবি: picture-alliance/dpa
জ্যামিতিক প্রভাব
পপ আর্ট দৃশ্যপটে আসার পর জ্যামিতিক ধরণ ফ্যাশন জগতে প্রবেশ করতে শুরু করে৷ এটা ১৯৬০’র দশকের অন্যতম প্রধান স্টাইলে পরিণত হয়৷
ছবি: picture-alliance/H. Flesch
অগ্রাধিকারে মাথা
১৯৬০’র দশকে নারীদের সাঁতারের পোশাকে অগ্রাধিকারে থাকতো মাথা-ঢাকা৷ যেমনটা করেছিলেন ইটালিয়ান অভিনেত্রী জিনা লোলোব্রিজিডা৷
ছবি: picture alliance/United Archives/IFTN
সাঁতার পোশাক নিয়ে টিভি সিরিজ
আমেরিকান টিভি সিরিজ ‘বে-ওয়াচ’ লেখা হয়েছে সাঁতার পোশাকের ইতিহাস নিয়ে৷ এই সিরিজের তরুণীদের পরা পোশাক ৯০ দশকের প্রথমদিকে রাজত্ব করেছে৷
ছবি: Getty Images
দ্য বন্ড গার্লস
১৯৬২ সালে যখন উরসুলা অ্যান্ড্রেস সাগর থেকে ওঠেন, তখন তাঁর গায়ে ছিল দুটো আঁটোসাটো পোশাক৷ ওই সময় সিনেমামুখী ইহুদিরা একে বর্জন করেছিল৷ ৪০ বছর পর হালে বেরি একই পোশাক পরে পানি থেকে বের হয়ে আসেন৷
ছবি: picture-alliance/dpa/UPI/Fox
আদর্শ সীমারেখার সন্ধানে
সাঁতারের পোশাক ডিজাইনারদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কত বেশি উপকরণ দিলে সেটা অতিরিক্ত হয়ে যাবে? বিকিনি এবং সাঁতার পোশাকের পার্থক্য সুনির্দিষ্ট করে বলাও কঠিন৷ ২০১১ সালে মিয়ামিতে ফ্যাশন সপ্তাহে এই পোশাক উপস্থাপন করা হয়৷
ছবি: picture-alliance/dpa/G.I. Rothstein
বুরকিনি কেবল মুসলিমদের জন্য নয়
এই ছবিটা অস্ট্রেলিয়ার সৈকত থেকে নেয়া হয়েছে৷ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনেক মানুষই গোসলের সময় রোদে পুড়তে চান না৷ সে কারণে মুসলিম এবং ভিন্নধর্মীরা সূর্য রশ্মি থেকে তাদের ত্বক বাঁচিয়ে চলেন৷ অন্যদিকে ফরাসি রিভিয়েরা এবং জার্মানির অনেক জায়গাতেও বুরকিনির অনুমোদন নেই৷ বুরকিনিতে নিষেধাজ্ঞা খুবই বিতর্কিত৷
ছবি: Privat
12 ছবি1 | 12
রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের শ্রীপুর৷ গৃহবধূ সামেলা বেগম নিজের দুই ছেলে এবং ভাতিজাকে হারিয়েছেন নদীতে৷ তারা কেউই সাঁতার জানতো না৷ সামেলা কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘‘সব মা-বোনদের আমি বলবো, সাবধান হন৷ দয়া করে আপনাদের সন্তানকে সাঁতার শেখান৷ আপনাদের যেন আমার মতো কোল খালি না হয়৷’’
সামেলার মতো যাতে আর কোনো মাকে এমন অসহায় হতে না হয়, সেজন্য বাংলাদেশের এক গবেষণা প্রতিষ্ঠানের সাথে মিলে সাঁতার শেখানোর কর্মসূচি হাতে নিয়েছে এক ব্রিটিশ দাতব্য সংস্থা৷ শ্রীপুর গ্রামের শিশুদের মন থেকে দূর করা হচ্ছে জলভীতি৷
‘‘আমরা মনে করি শিশুমৃত্যুর হার কমাতে সাঁতার একটা ওষুধের মতো কাজ করতে পারে’’, বলছিলেন ঢাকা-ভিত্তিক সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চের প্রধান গবেষক আমিনুর রহমান৷ এই সংস্থা শ্রীপুর ছাড়াও দেশের অন্যান্য গ্রাম এমনকি ঢাকাতেও সাঁতার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে৷
শ্রীপুর গ্রামের নামেই ব্রিটেনের কেন্টের এই দাতব্য সংস্থার নাম দ্য শ্রীপুর ভিলেজ৷ ১৪২ জন মা এবং তাদের ২৮০ শিশুকে দেশের বিভিন্ন এলাকা থেকে নির্বাচন করা হয়েছে৷ মায়েদের ব্যবসা-বাণিজ্যের নানা বিষয়ে দক্ষ করে তোলার পাশাপাশি নানা বিষয়ে তাদের সন্তানদের দেয়া হচ্ছে সাঁতার প্রশিক্ষণও৷ এরা নিজেদের এলাকায় ফিরে গিয়ে অন্য মা ও শিশুদের নিজেরাই প্রশিক্ষণ দেবেন, এটাই এই উদ্যোগের লক্ষ্য৷
বরফজলে সাঁতার রাশিয়ায় অনেক দিনের প্রথা
তাপমাত্রা শূন্যের নীচে হওয়া সত্ত্বেও হাজার হাজার রুশি তাদের ‘আইস সুইমিং’ ক্লাবগুলিতে নিয়মিত বরফঠান্ডা জলে ঝাঁপ দেন৷ এর জন্য নাকি শুধু মানসিক প্রস্তুতি দরকার, বলেন তারা৷
ছবি: picture-alliance/dpa/A. Kryazhev
ঠান্ডার মজা
মাইনাস ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও সাইবেরিয়ার বরফ সাঁতারুদের ঠান্ডা করতে পারে না৷ বরফের উপর দিয়ে ছুটে তারা বরফ সাঁতারের মরশুমের সূচনা উদযাপন করেন৷
ছবি: Reuters/I. Naymushin
ছোটদের সাহস
দু’বছরের আলিসা আর তার সাত বছর বয়সের বোন লিজাকে ধীরে ধীরে বরফজলে স্নান করায় অভ্যস্ত হতে হবে৷ সাম্প্রতিক কয়েক বছরে রাজধানী মস্কোয় বরফ সাঁতারুদের সংখ্যা বেড়ে ৩০,০০০-এ দাঁড়িয়েছে৷
ছবি: Reuters/I. Naymushin
বরফ ঠান্ডা জলে রিল্যাক্স করা!?!
নোভোসিবির্স্কের এই ভদ্রলোক যেন ঐ বরফ ঠান্ডা জলে একটু বিশ্রাম নিচ্ছেন৷ নয়ত ঐ জলে নামলে বিশ্বের অধিকাংশ মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাবে, অথবা নিউমোনিয়া হবে৷ কিন্তু অনুরাগীদের মতে বরফ সাঁতারে নাকি শরীর তাজা হয়৷
ছবি: picture-alliance/dpa/A. Kryazhev
সিন্ধুঘোটক
রুশ বরফ সাঁতারুরা নিজেদের বলেন ‘মর্ঝি’ বা সিন্ধুঘোটক৷ ‘সিন্ধুঘোটক ক্লাবের’ সদস্যরা প্রতি সপ্তাহে একবার করে বরফ ঠান্ডা পানিতে ঝাঁপ খান – কোনোরকম ডাইভিং সুট কিংবা অন্য কোনো ধরনের সুরক্ষা ছাড়া, শুধুমাত্র গ্রীষ্মের সুইমসুট পরে৷
ছবি: picture-alliance/dpa/A. Kryazhev
‘যেন হাজারটা সুচ ফুটছে’
নোভোসিবির্স্কে বরফ সাঁতারুরা একটি জলের ট্যাংকে নামছেন৷ এক মহিলার ভাষায়: ‘‘যেন একসঙ্গে এক হাজারটা সুচ ফুটল!’’
ছবি: picture-alliance/dpa/A. Kryazhev
খ্রিষ্টীয় এপিফানি পরব
রাশিয়ায় বরফ সাঁতারের সবচেয়ে জনপ্রিয় সংস্করণটি হলো তথাকথিত বরফে ব্যাপটিজম: পুরু বরফে ক্রুশের আকারের গর্ত খোঁড়া হয়৷ রাশিয়ার সনাতনপন্থি খ্রিষ্টানরা এপিফানি পরব পালন করেন ১৯শে জানুয়ারি তারিখে৷ প্রথায় বলে, এদিন নাকি পানি পবিত্র হয়ে যায় ও সব পাপ ধুয়ে দিতে পারে৷
ছবি: Reuters
সোভিয়েত আমলের পরের প্রথা
১৯১৭ সালের অক্টোবর বিপ্লবের আগে রাশিয়ার খুব কম মানুষই বরফে সাঁতার কাটতেন৷ সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিন্তু বরফ সাঁতার খুব জনপ্রিয় হয়ে উঠেছে৷ প্রসঙ্গত, কমিউনিস্ট শাসনের অন্তের পর রাশিয়ায় ধর্মীয় অনুভূতিও জোরদার হয়েছে – যদিও সনাতনপন্থি গির্জা সরকারিভাবে বরফ সাঁতার অনুমোদন করেনি৷
ছবি: picture-alliance/dpa/A. Kryazhev
বিপজ্জনক সখ
অভিজ্ঞ ‘সিন্ধুঘোটক’ না হলে, বরফ সাঁতার সাধারণ মানুষের পক্ষে বিপজ্জনক হতে পারে৷ পানিতে শরীরের তাপমাত্রা কমে বাতাসের চেয়ে ২৫ গুণ বেশি তাড়াতাড়ি৷ কাজেই তিন মিনিটের বেশি সময় বরফ ঠান্ডা জলে কাটালে জ্ঞান হারানোর ভয় আছে৷
ছবি: picture-alliance/dpa/A. Kryazhev
8 ছবি1 | 8
মায়েরা শ্রীপুর গ্রামে থাকেন প্রায় তিন বছর৷ এক ব্রিটিশ দাতব্য কর্মী ১৯৮০ সালে এই গ্রাম প্রতিষ্ঠা করেন৷ লক্ষ্য ছিল, দরিদ্র নারীদের সহায়তা করা৷ এই গ্রামে কংক্রিটের বাড়ি, খেলার জায়গা, ক্লিনিক এবং ১৮ একর (৮ হেক্টর) কৃষি জমি আছে৷
লন্ডন থেকে কাজ করতে আসা শিশু উন্নয়ন বিশেষজ্ঞ ম্যাথিউ সিলভেস্টার বলছেন, ‘‘এই শিশুদের আমরা পেশাদার সাঁতারু বানানোর চেষ্টা করছি না৷ শিশুরা যাতে নিজেদের রক্ষা করতে পারে সেজন্য তাদের যতটুকু দক্ষতা দরকার, আমরা তাই দিচ্ছি৷’’
শুরুতে ছোট বাচ্চাদের তিন ফুট গভীর এই সুইমিং পুলে আধা ঘণ্টা হাত-পা ছোঁড়াছুড়ি করতে দেয়া হয়৷ পাশেই একটি পুকুরে তুলনামূলক বড় বাচ্চাদের ভেসে থাকা এবং পানিতে এগিয়ে যাওয়ার কৌশল শেখান আরেক প্রশিক্ষক৷
প্রশিক্ষক মুক্তা তরফদার বলছেন, ‘‘পুরোটাই আত্মবিশ্বাসের ব্যাপার৷ একসময় যারা জলে ভীষণ ভয় পেত, এখন তারা একেবারেই স্বাভাবিক৷’’