1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানি সাশ্রয়

ড্যান হিয়র্শফেল্ড/এসি১৫ মার্চ ২০১৪

পানির অপচয়ের দৃষ্টান্তের অভাব নেই৷ ভারত-বাংলাদেশে এই সংকট এখনো মারাত্মক আকার ধারণ করেনি বটে, কিন্তু মধ্যপ্রাচ্যে পানি অপচয় গভীর সমস্যা আনতে পারে৷ এ সমস্যা মোকাবিলায় জার্মানির সহায়তায় লেবাননে শুরু হয়েছে একটি উদ্যোগ৷

Symbolbild Duschkopf
ছবি: silver-john - Fotolia.com

পানি পরিশোধনের সহজ পদ্ধতি

04:40

This browser does not support the video element.

হেলালিয়ে-তে যখন পানির মিটার থেকে রিডিং নেওয়া হয়, তখন তা নিয়ে শিগগীরই তর্কাতর্কি শুরু হয়ে যায়৷ লেবাননের সিডন শহরের এই এলাকাটিতে একটি পাইলট প্রকল্প চলেছে৷ সাধারণত লেবাননে পরিবার পিছু পানির খরচ ধরা হয় মোট হিসেবে: বছরে ১০০ ইউরো৷

জলের মিটার ও রিডিং চালু হওয়া যাবৎ কিছু কিছু মানুষের বিল বেড়েছে বৈকি৷ যে বেশি পানি খরচ করে,তাকে দামও বেশি দিতে হয়৷ বাগানের মালিক সাঈদ ইসা যেমন বলেন, ‘‘খরচ তো বাড়ছেই৷ পানির দাম আরো বাড়লে, স্নান বা ধোয়া-মোছার খরচ৷ অথবা আমি যখন বাগানে কোনো সব্জি লাগিয়েছি যাতে পানি দেওয়া প্রয়োজন৷ কিন্তু আমি সেটা মেনে নিতে পারি৷''

১৫ বছরে ৮০ কোটি ডলার সাশ্রয়

সিডন শহরের বাসিন্দা দেড় লাখের বেশি৷ সেখানে জার্মানির সাহায্যে সারা শহরে ঘরে ঘরে জলের মিটার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এছাড়া জল সাশ্রয়েরও প্রেরণা দেওয়া হচ্ছে৷ এই প্রথম সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে: সিডনের প্রতিটি বাসিন্দা দিনে গড়ে ১৩৫ লিটার পানি ব্যবহার করেন – অর্থাৎ জার্মানির থেকে কিছু বেশি৷ এবং সেই পানিরও বিশ শতাংশ বাঁচানো যেতে পারে৷

জার্মানির সরকারি উন্নয়ন সহযোগিতা সংস্থা জিআইজেড-এর মানফ্রেড শয় বলেন, ‘‘যখন দেখা যায় যে, আগামী ১৫ বছরে শুধু পানি সরবরাহের ক্ষেত্রেই মোট ৪০০ কোটি ডলার বিনিয়োগের প্রয়োজন পড়বে – তার ২০ শতাংশ বাঁচানো, মানে প্রায় ৮০ কোটি ডলার অবান্তর বিনিয়োগের সাশ্রয়৷''

ভাঙাচোরা পাইপ, নয়তো চুরি

সাশ্রয়কৃত অর্থের অন্য প্রয়োজন আছে: সিডনের পানির ট্যাংকের আধুনিকীকরণের জন্য, সারা দেশে পানির পাইপ বসানো ও মেরামতির জন্য৷ লেবাননের বহু এলাকায় দিনে মাত্র কয়েক ঘণ্টা ধরে কলে জল আসে যেখানে কলের পানি আছে, সেখানেও তার একটা বড় অংশ ভাঙাচোরা পাইপ থেকে চুঁইয়ে মরুভূমির বালিতে হারিয়ে যায়৷ নয়তো সিডনের পানির ট্যাংকে দিনে ৪০ হাজার ঘনমিটার পানি তৈরি হয়৷

জিআইজেড-এর ইউনেস হাসিব বলেন, ‘‘এই পরিমাণ পানির মাত্র অর্ধেক বাস্তবিক গ্রাহকদের কাজে লাগে৷ পানির একটা বড় অংশ জলের পাইপ খারাপ হওয়ায় অপচয় হয়, এছাড়া বেশ কিছু পানি বেআইনিভাবে পাইপ থেকে চুরি করা হয় বলে ধরে নেওয়া যেতে পারে৷''

পাইপে জলের চাপ কমিয়ে অপচয় কমানো

নতুন পাইপ বসানো যেমন ব্যয়বহুল তেমনই সময়সাপেক্ষ৷ কাজেই সিডনের মতো শহরগুলির জন্য জার্মান বিশেষজ্ঞদের একটি সহজ ও কার্যকরি পরিকল্পনা আছে৷ সেটি হলো এমন একটি যন্ত্র, যা প্রয়োজনে রাত্রে পাইপে জলের চাপ কমাতে পারে, যার ফলে পাইপের ফুটোফাটা দিয়ে আরো কম পানির অপচয় হয়৷ যন্ত্রটি বসানোর খরচ মাত্র ৩৫ হাজার ইউরো৷ হাসিবের ভাষ্যে: ‘‘এভাবে পানি বাঁচে দিনে প্রায় এক হাজার ঘনমিটার, যা কিনা প্রায় পাঁচ থেকে ছয় হাজার বাথটাব ভরার মতো পানি৷ অর্থাৎ কিনা অনেকটা পানি বাঁচানো সম্ভব হয়৷''

এর ফলে পানি সরবরাহের সামগ্রিক খরচা কমে, একক পরিবারগুলির পানির বিল কমে৷

এই নবনির্মিত গ্রাহককেন্দ্রে গ্রাহকরা এই প্রথম অভিযোগ কিংবা মেরামতির জন্য একটি কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ পাচ্ছেন৷ ‘দক্ষিণ লেবানন জল কর্তৃপক্ষ' অফিসের লক্ষ্য হলো: গ্রাহকদের মধ্যে পানির মূল্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা৷

জল কর্তৃপক্ষের চেয়ারম্যান আহমদ নিজাম বলেন, ‘‘বহু মানুষ মনে করেন যে, পানি সরবরাহ একটা সরকারি ব্যাপার৷ সে জন্য আমাকে পয়সা দিতে হয় কিনা, সেটা নগণ্য৷ আমরা ইচ্ছেমতো পানি নিই, দাম দিই না, চুরি করি৷ আমাদের দেখতে হবে যাতে এই মানুষরাও বোঝেন, পানীয় জল ঠিক কতটা গুরুত্বপূর্ণ ও মূল্যবান৷''

বাগানের মালিক সাঈদ ইসা এককালে ঘণ্টার পর ঘণ্টা ঘাসে জল দিতেন৷ আজকাল তিনি সাশ্রয়ী হয়ে গেছেন: সকালে আর বিকেলে ঘাসে পানি দেন৷ কেননা তাঁর পানির খরচ পানির মিটারেই দেখা যায়, আর সেই পানির বিল ইসা-কেই মেটাতে হয়৷

প্রথমে সিডন, পরে গোটা দেশ

জিআইজিড-এর মানফ্রেড শয় লক্ষ্য করেছেন: ‘‘লোকজন বেশ ভালোভাবেই এই পানির মিটারকে মেনে নিয়েছে, বিদ্রোহ করেনি৷ এবং সেটা সারা দেশের পক্ষে একটা পথনির্দেশ বলে আমার ধারণা৷ আমরা অন্যান্য এলাকাতেও এটা করার চেষ্টা করবো – ধীরে ধীরে গোটা দেশটাতেই পানির মিটার বসাব৷''

চূড়ান্ত লক্ষ্য হলো, সমগ্র লেবাননের জন্য একটি আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা, দিনে ২৪ ঘণ্টা পানি৷ সেই লক্ষ্যে পৌঁছতে আর হয়ত বছর দশেক সময় লাগবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ