1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানি ও ঔষধির সমন্বয়ে জার্মানিতে অসাধারণ চিকিৎসা

২০ মে ২০২১

প্রচলিত চিকিৎসাপদ্ধতির আশ্রয় নিয়ে সুফল না পেয়ে অনেকে নেচারোপ্যাথির মতো বিকল্প পথ বেছে নেয়৷ দুইশো বছর আগে এক জার্মান যাজক শুধু পানি ও ঔষধীর সমন্বয়ে অভিনব এক ধারা শুরু করেছিলেন৷

Ungarn Budapest | Coronakrise: Wiedereröffnetes Szechenyi Bad
ছবি: Laszlo Balogh/AP/picture alliance

ঊনবিংশ শতাব্দীতে সেবাস্টিয়ান ক্নাইপ নামের এক যাজক জার্মানির দক্ষিণে বাড ভ্যোরিসহোফেন শহরে এক সার্বিক চিকিৎসা পদ্ধতি সৃষ্টি করেছিলেন৷ ‘ওয়াটার ডক্টর’ নামেই বেশি পরিচিত ছিলেন তিনি৷ ডিডাব্লিউ রিপোর্টার হেন্ড্রিক ভেলিং তার জীবন ও কাজের প্রভাব সম্পর্কে আরও জানতে সেখানে গেছেন৷ তিনি বলেন, ‘‘পাঁচটি নীতির উপর সেবাস্টিয়ান ক্নাইপের দর্শন দাঁড়িয়ে আছে৷ ব্যায়াম, পুষ্টি, ঔষধি, অভ্যন্তরীণ ভারসাম্য এবং পানির নিরাময় শক্তি৷ দেখা যাক কীভাবে সেটা কাজ করে৷’’

ক্নাইপের নীতি মেনে শরীর সারাতে হলে কয়েক সপ্তাহ স্যানিটেরিয়ামে থাকতে হবে৷ প্রাতরাশের আগেই পানির প্রথম দাওয়াই নিতে হয়৷ ক্নাইপ-ধারার বিশেষজ্ঞ হিসেবে কাটিয়া সেম্যুলার অতিথিদের শরীরে পানির প্রভাব টের পাইয়ে দেন৷

শরীরের উপরের অংশ, মুখ অথবা হাতের জন্য আলাদা আলাদা স্নানের ব্যবস্থা রয়েছে৷ সেবাস্টিয়ান ক্নাইপ একশোরও বেশি পানি ঢালার এমন সব কায়দা সৃষ্টি করেছিলেন৷ শরীরের নির্দিষ্ট অংশে উদ্দীপনা সৃষ্টি করে পানি স্বাস্থ্যের উন্নতি করে বলে ক্নাইপ মনে করতেন৷ দিনের বিভিন্ন সময়ে পানির আলাদা প্রয়োগের ব্যবস্থা রয়েছে৷ এতে সত্যি বেশ আরাম পাওয়া যায়৷ ঠাণ্ডা পানি ঢাললে শরীর বেশ চাঙ্গা হয়ে ওঠে৷ উদ্দেশ্য সব সময়ে এক৷ সুনির্দিষ্টভাবে রক্ত সঞ্চালন তরান্বিত করা হয়৷ কাটিয়া সেম্যুলার বলেন, ‘‘আরও ভালোভাবে রক্ত সঞ্চালনের মাধ্যমে নিরাময় তরান্বিত করা হয়৷ আসলে শরীরকে এমন এক অবস্থায় আনা হয়, যাতে সে নিজেই সঠিক পথ ও লক্ষ্য খুঁজে পায়৷ পানি শরীরের মধ্যে সেই উদ্দীপনা জাগায়৷’’

পানির চিকিৎসা

04:08

This browser does not support the video element.

বেশ স্বাস্থ্যকর প্রাতরাশ খেয়ে বাড ভ্যোরিসহোফেন শহরে ক্নাইপের চিহ্ন খোঁজার পালা৷

১৮৫৫ সাল থেকে সেবাস্টিয়ান ক্নাইপ শহরের এক মনাস্টারি বা মঠে সক্রিয় ছিলেন৷ গাইড কারিন বেন্ডলিন ক্নাইপ মিউজিয়ামে জানালেন, যাজক হিসেবে ক্নাইপ পানির নিরাময় শক্তি কাজে লাগিয়ে একবার নিজের যক্ষা রোগ সারিয়ে তুলেছিলেন৷ তারপর বাকিদের চিকিৎসা করে এবং সার্বিক নেচারোপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বই লিখে ও লেকচার দিয়ে তিনি গোটা বিশ্বে খ্যাতি অর্জন করেন৷

তার চিকিৎসা দর্শনের পাঁচটি মূলমন্ত্রের চিহ্ন গোটা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে৷ যেমন স্যানেটোরিয়ামের পার্কের ঔষধির বাগানে গাছপালার নিরাময় শক্তির পরিচয় পাওয়া যায়৷ কারিন বেন্ডলিন বলেন, ‘‘তার কাছে নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল৷ আজ আমরা যাকে নিয়ম বলি, তার কাছে সেটা ছিল ধর্ম৷ শরীর ও আত্মার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে৷ তিনি বলতেন, মানুষের আত্মার নাগাল পেলে তবেই তাদের শারীরিক রোগ নিরাময়ে সাফল্য পাওয়া সম্ভব৷’’

এবার আরও দূরে বেরিয়ে পড়ার পালা৷ শহরকে ঘিরে প্রায় আড়াইশো কিলোমিটার হাঁটাপথ রয়েছে৷ সেই ‘ক্নাইপ ট্রেল’ পথের উপরেও তার নানা চিহ্ন ও জীবনদর্শনের ছাপ ছড়িয়ে রয়েছে৷ যেমন ছোট পাহাড়ি নদীর উপর পায়ে হাঁটার ব্যবস্থা৷ নিজের অভিজ্ঞতা সম্পর্কে হেন্ড্রিক ভেলিং বলেন, ‘‘মানতেই হবে, যে প্রথমে আমার মনে কিছু সংশয় ছিল৷ মনে হচ্ছিল পানির মধ্যে হেঁটে কী আর হবে! তবে স্বীকার করতেই হবে যে ক্নাইপের স্বাস্থ্য কর্মসূচির সব অংশগুলি নিখুঁতভাবে সার্বিক প্রভাব রাখে৷ এমনকি মাত্র এক দিন পরেই আমি বেশ হালকা বোধ করছি৷

হেন্ড্রিক ভেলিং/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ