1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানি ও মাটিতে লবণাক্ততা উপকূলীয় এলাকার জন্য হুমকি

২৭ এপ্রিল ২০১২

বাংলাদেশের উপকূলীয় এলাকায় যেভাবে পানি ও মাটিতে লবণাক্ততা বাড়ছে, তাতে এক সময় চাষযোগ্য জমি খুঁজে পাওয়া কঠিন হবে৷ গত ৩ বছরে ঐ এলাকার ১০ লাখ হেক্টর আবাদি জমি নতুন করে লবণাক্ত হয়ে পড়েছে৷

ছবি: DW

বাংলাদেশের দক্ষিণের জেলা পিরোজপুরের মঠবাড়িয়ার একটি গ্রামের নাম সোনাখালী৷ সেই গ্রামের কৃষক মিন্টু বিশ্বাস এবার তার এক বিঘা জমিতে মুগডালের চাষ করেছিলেন৷ কিন্তু লবণ পানির আক্রমণে তার পুরো ফসল নষ্ট হয়ে গেছে৷ স্থানীয় কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, লবণ পানি আগের চেয়ে বাড়ছে৷ যা তাদের বিচলিত করে তুলেছে৷

এই চিত্র বাংলাদেশের দক্ষিণে পুরো উপকূলীয় এলাকার৷ বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের গবেষণায় দেখা গেছে, বৃহত্তর বরিশালের পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরগুণা, পটুয়াখালি, খুলনার বাগেরহাট, সাতক্ষীরা, চট্টগ্রামের নোয়াখালি এবং লক্ষ্মীপুর অঞ্চল এখন লবণ পানিতে বিপর্যস্ত৷ আর দেশের মোট চাষযোগ্য জমির ৪০ ভাগ এই উপকূলীয় অঞ্চলে৷ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মণ্ডল ডয়চে ভেলেকে জানান, একদা শস্য ভাণ্ডার বলে পরিচিত এই অঞ্চলের মাটি এবং পানি দুই-ই লবণাক্ত হয়ে পড়ছে৷

লবণাক্ত মাটিতে ফসলও খারাপ হতে পারেছবি: DW

মার্চ এপ্রিল মাসে লবণ পানির প্রভাব বেশি থাকে৷ এতে রবি শস্য ছাড়াও ধানের বীজ তলা ও বেড়ে ওঠা ধান নষ্ট হয়৷ তিনি জানান, নদীর নাব্যতা কমে যাওয়া এবং সাগরের লবণ পানির উচ্চতা বেড়ে যাওয়া এর কারণ সাগরের লবণাক্ত পানি নদী থেকে শাখা নদী হয়ে ঢুকে পড়ছে কৃষি জমিতে৷

তাঁর মতে, এই লবণাক্ততা বাড়তেই থাকবে৷ তাই প্রয়োজন লবণ সহিষ্ণু ফসল আবাদ করা এবং লবণ পানি এড়ানোর কৌশল আবিষ্কার৷ আর প্রয়োজন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেয়া৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ