1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জম্পি ওয়াটার-কুকার’

গেয়ারহার্ড এল্ফার্স/এসি১৫ মার্চ ২০১৪

দূষিত পানির কারণে এমন অনেক রোগ-ব্যাধী দেখা যায়, যা সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব৷ কিন্তু পানি পরিশোধনের প্রক্রিয়া প্রায়ই জটিল, ব্যয়সাপেক্ষ৷ এক স্কটিশ উদ্ভাবক উগান্ডায় এমন একটি সহজ যন্ত্র কাজে লাগাচ্ছেন৷

Bildergalerie gefährliche Getränke
প্রতীকী ছবিছবি: Artusius - Fotolia

বিশ্বের অন্যান্য দরিদ্র অঞ্চলের মতো উগান্ডাতেও সুপেয় পানি দুষ্প্রাপ্য৷ যেখানে তা পাওয়া যায়, সেখানেও জল থেকে বিপদ: বিশ্ব স্বাস্থ্য সংগঠনের বিবৃতি অনুযায়ী আফ্রিকায় রোগে মৃত্যুর জন্য আট শতাংশ ক্ষেত্রে জীবাণু দূষতি পানি দায়ী৷ উগান্ডার দক্ষিণে প্রত্যন্ত কাবালে জেলায় এখন একটি নতুন, সহজ যন্ত্র পরীক্ষা করে দেখা হচ্ছে: যন্ত্রটির নাম জম্পি ওয়াটার-কুকার, অর্থাৎ পানি গরম করার যন্ত্র৷ জম্পি পানিকে জীবাণু মুক্ত করার ক্ষমতা রাখে৷ কিগেসি এলাকার যাজক রিউবেন বিওমুকাঙ্গি বলেন: ‘‘এমনকি শহরের লোকেরাও জম্পি বয়লারের কথা শুনেছে এবং তা কিনতে চায়! আমি নিজেও একটা রাখতে চাই, এখানে এবং আমার গাঁয়ে৷''

পানি পরিশোধনের সহজ পদ্ধতি

04:40

This browser does not support the video element.

‘বাড়ির পিছনের গ্যারেজে'

জম্পি ওয়াটার-কুকারের উদ্ভাবক স্কটল্যান্ডের মানুষ ডেভিড অসবোর্ন, যিনি আফ্রিকাতেই মানুষ হয়েছেন এবং আজও এই মহাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত৷ নিজের বাড়ির পিছনের গ্যারেজে তিনি প্রথম জম্পিটি তৈরি করেন৷ অসবোর্নের ভাষ্যে: ‘‘রাত্রি ১১টায় বিছানায় শুয়ে শুয়ে আইডিয়াটা মাথায় আসে, সঙ্গে সঙ্গে এঁকে ফেলি৷ পরদিন ভোর ছ'টায় কেউ ওঠার আগে বাড়ির ড্রাইভওয়েতে আগুন জ্বেলে তার মধ্যে তামার নল ভরে সেই নল দিয়ে জল ঢালতেই বুনিয়াদি ধারণাটা প্রমাণ হয়ে যায়৷ তারপর এক মাসের মধ্যেই চূড়ান্ত ডিজাইন করে কেনিয়ার প্লেনে চড়ি, এখানকার স্থানীয় জনতার সঙ্গে জম্পি পরীক্ষা করার জন্য৷''

‘পাম্প কিংবা ফিল্টার লাগে না'

জম্পি যন্ত্রটি যেমন সহজ তেমনই চমৎকার৷ কোনো পাম্প কিংবা ফিল্টার লাগে না; পানি গরম করার তামার নলের চক্রটিকে সরাসরি আগুনের উপর রেখে দেওয়া যায়৷ কাজেই রান্না চলাকালীনই পানি গরম হয়, যার ফলে জ্বালানি বাঁচে৷ জীবাণু-মুক্ত পানি সরাসরি পানীয় জল হিসাবে কিংবা বাসন ধোয়ার কাজে ব্যবহার করা চলে৷ জম্পির আরেকটি সুবিধা: হাত-পা পোড়ার কোনো সম্ভাবনা নেই৷ অসবোর্ন বলেন: ‘‘জম্পি ব্যবহার করার সময়েও ঠান্ডাই থাকে, কেননা নলের ভিতরে পানি থাকে৷ কাজেই মাটিতে রাখলেও কেউ যদি তা মাড়িয়ে কিংবা ছুঁয়ে ফেলে, তাহলেও সেটা নিরাপদ৷''

জম্পি ৮৬ ডিগ্রি অবধি পানি গরম করে, যা কিনা অধিকাংশ বিপজ্জনক জীবাণু বিনষ্ট করার পক্ষে যথেষ্ট – যেমন কলেরা কিংবা পেটের রোগ৷ উগান্ডার স্বাস্থ্য দপ্তর জম্পি পরীক্ষা করে দেখেছে এবং যন্ত্রটির কার্যকরিতা সম্পর্কে সন্তুষ্ট৷ উগান্ডার পানি ও পরিবেশ মন্ত্রণালয়ের স্টেসি নাতুকুন্ডা বলেন: ‘‘আমরা জম্পি দিয়ে গরম করার আগে ও পরে জল পরীক্ষা করেছি৷ ল্যাবে দেখা গেল নমুনা গরম করার আগে জীবাণু রয়েছে, পরে তা দূর হয়েছে৷''

একটি জম্পির বাজারদর আপাতত ২০ ডলার, তবে বেশি সংখ্যায় বিক্রি হলে দাম অবশ্যই কমবে৷ তখন স্কটল্যান্ডের এক পানির মিস্ত্রির এই চতুর সৃষ্টি আফ্রিকার মানুষদের পানীয় জলের প্রয়োজন মেটাতে সাহায্য করবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ