বিশুদ্ধ পানির সংকট তৈরি হতে পারে এমন ভাবনা কখনোই ছিলনা জার্মানদের৷ কিন্তু গত কয়েক বছর ধরে বিশেষ করে গ্রীষ্মকালের তীব্রগরমে পানির সংকট দেখা দিচ্ছে দেশটির বেশ কিছু অঞ্চলে৷
বিজ্ঞাপন
এ বছরের জুলাই মাসের কথাই ধরা যাক৷ এ সময় দেশটির কয়েকটি রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রীর উপরে উঠেছে৷ এ সময় দেশটির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া কর্তৃপক্ষের তৈরি করা অ্যাপটিতে দেখা গেছে এ রাজ্যটিতে খাবার পানির যথেষ্ট মজুদ নেই৷একই ঘটনা ঘটেছে লোয়ার স্যাক্সনিতেও৷
বাড়ছে পানির চাহিদা
দেশটির লোয়ার স্যাক্সনি রাজ্যের পরিবেশবাদি সংগঠন লুটস নয়েবাউয়ার জানায়, জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রতিবছর ভূপৃষ্ঠের পানির স্তর এক দশমিক পাঁচ থেকে দুই সেন্টিমিটার করে নিচে নামছে৷ এতে বুঝা যায় যে, দেশটিতে ধীরে ধীরে খাবার পানির সংকট তৈরি হতে পারে৷ বিশেষজ্ঞরা বলছেন, যথেষ্ট বৃষ্টি না হওয়ায় এ সংকট আরো বাড়ছে৷ তীব্র গরমের ফলে পানির চাহিদা বাড়ে৷ যেমন, গরম বাড়ার সাথে সাথে গাছপালায় পানি দেওয়ার প্রয়োজন পড়ে আবার গরমের কারণে মানুষেরও বেশি পানি ব্যবহারের প্রয়োজন হয়৷ চলতি বছরের গরমের সময়ে নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে অনেকেই তাঁদের সুইমিং পুলের পানি বার বার পরিবর্তন করেছে৷ সুইমিং পুলে বিশুদ্ধ পানি ব্যবহারের কারণে বেশ কয়েকজনকে জরিমানাও করেছে কর্তৃপক্ষ৷
সুপেয় পানির সংকটে লিবিয়া
খনিজ তেলে ভরপুর লিবিয়া উত্তর আফ্রিকার ধনী দেশগুলোর একটি৷ কিন্তু সে দেশে গৃহযুদ্ধ তৈরি করেছে নানামুখি সংকট৷ ধারণা করা হচ্ছে, যুদ্ধবিধ্বস্ত দেশটির বিভিন্ন অঞ্চলের মানুষ সুপেয় পানির সংকটের সম্মুখীন৷
ছবি: Reuters/H. Ahmed
সংকটে মৌলিকসেবা
স্বাস্থ্যসেবা নিয়েও ঝুঁকির মুখে আছে লিবিয়া৷ দেশটির পশ্চিমাঞ্চলে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে৷ যুদ্ধের দামামায় ১৪৯টি পানি সরবারহ লাইনের ১০১টি নষ্ট হয়ে গেছে৷
ছবি: Reuters/E.O. Al-Fetori
ধ্বংসের মুখে পানি সরবরাহ ব্যবস্থাপনা
শুষ্ক মরুভূমি দেশ লিবিয়া৷ পানির চাহিদা যোগানে ৮০-র দশকে ‘গ্রেট ম্যান-মেইড রিভার’ নামে প্রকল্প গ্রহণ করেন গাদ্দাফি৷ এর মধ্য দিয়ে দেশের ৭০ ভাগ মানুষের কাছে পৌঁছে যেত জল৷ কিন্তু গাদ্দাফির পতন হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে সেই পানি সরবরাহ৷
ছবি: Reuters/E.O. Al-Fetori
যুদ্ধের দামামা
২০১১ সালে গাদ্দাফির পতন হলেও শান্তি ফেরেনি লিবিয়ায়৷ উলটে সংঘাত ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে দেশজুড়ে৷ পশ্চিমা সমর্থিত সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও সাধারণ মানুষের ওপর নিয়ন্ত্রণ খাটাতে পারেনি৷ বরং জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বে দেশটির পূর্ব ভাগ দখল করে সেনাবাহিনী৷
ছবি: AFP/M. Turkia
পানিও যখন যুদ্ধাস্ত্র
নিজেদের স্বার্থ উদ্ধারে দেশের পানীয় জলের সরবরাহকে নষ্ট করেছে বিদ্রোহীরা৷ আর এই ফাঁকে, কিছু মানুষ নগদ অর্থের লোভে পানির পাইপ, সরঞ্জাম বিক্রি করে ফেলেছে৷ যুদ্ধাস্ত্র হিসেবে পানির ব্যবহার নিয়ে উভয় পক্ষকে সতর্ক করেছিল জাতিসংঘ৷
ছবি: Reuters/H. Ahmed
স্বাস্থ্য ঝুঁকি
ইউনিসেফ বলছে, চলমান সংকটের সমধান না এলে, চার লাখ মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত হবে৷ ফলে হেপাটাইটিস-এ, কলেরা, ডায়েরিয়ার মতো রোগ মহামারি আকার নিতে পারে৷
ছবি: Reuters/E.O. Al-Fetori
দূষিত পানি
পানির সংকট তো আছেই, কিন্তু যতটুকু পানি মিলছে সেটাও দূষণে ভরা৷ ব্যাকটেরিয়া সংক্রমণ আর লবণ ঘনত্ব এ পানিকে করেছে ব্যবহার অনুপযোগী৷ জাতীয় স্বাস্থ্যকেন্দ্রের প্রধান বদর আল-দিদিন আল-নজরও বিষয়টি মেনে নিয়েছেন৷
ছবি: Reuters/E.O. Al-Fetori
6 ছবি1 | 6
বাড়ছে কৃষিকাজে পানির ব্যবহার
কয়েক বছর ধরে দেখা গেছে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া কৃষকেরা তাদের জমিজমায় পানি সরবরাহের জন্য বিশুদ্ধ পানি ব্যবহার বাড়িয়ে দিয়েছে৷ জার্মানির পরিবেশ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইউবিএ-এর পানি বিষয়ক বিশেষজ্ঞ ইয়র্গ রেচেনব্যার্গ বলেন, ‘‘পানির জন্য প্রতিযোগিতা তৈরি হয়েছে৷ আর তাই আমাদের ভাবতে হবে কীভাবে এ পানির সংকট মেটানো যায়৷'' গ্রীষ্মকালীন উষ্ণ তাপমাত্রা এবং কম বৃষ্টিপাতের কারণে কৃষকরা ভূগর্ভস্থের পানি ব্যবহার বাড়িয়েছে৷ কৃষিকাজে পানির সংকট বাড়ার উদাহরণ দিতে গিয়ে লুটস নয়েবাউয়ার নামের সংগঠনটি জানায়, সাম্প্রতিক সময়ে লোয়ার স্যাক্সনি রাজ্যের অনেক কৃষক কর্তৃপক্ষের কাছে ভুগর্ভের পানি ব্যবহারের অনুমতি চাইছে৷
বৃষ্টির পানি ব্যবহারের পরিকল্পনা
লোয়ার স্যাক্সনির লোহনে শহরের মেয়র টবিয়াস গের্ডেসমেয়ার বলেন, বিশুদ্ধ পানির অপব্যবহার রোধ করতে হবে৷ তিনি বলেন কৃষকরা ধীরে ধীরে ভৃগর্ভস্থ পানির ব্যবহারের দিকে ঝুঁকছে৷ এমনকি খামারিরাও পানির সংকট মোকাবেলায় ভূগর্ভের পানি ব্যবহার করার কথা ভাবছে৷ ‘‘এ সংকট মোকাবেলায় আমাদের উচিত নতুন কোন পদ্ধতি আবিষ্কার করা যেন আমরা পানির সঠিক ব্যবহার করতে পারি৷'' গের্ডেসমেয়ার বলেন, তাঁরা বৃষ্টির পানি জমিয়ে রাখার লক্ষ্যে বড় আকৃতির বেসিন তৈরির পরিকল্পনা করছে৷
পানির সংকট কাটাতে ভেনেজুয়েলাবাসী যা করছেন
ভেনেজুয়েলায় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে৷ দেশটিতে পানি এবং বিদ্যুৎ সরবরাহে সম্প্রতি তীব্র বিঘ্ন ঘটে৷ বিরোধীরা এজন্য সরকারকে দায়ী করলেও সরকার বলছে বিদেশিদের ইন্ধনে সাইবার হামলার কারণে এমনটা হয়েছে৷
ছবি: Reuters/I. Alvarado
টানেল থেকে পানি সংগ্রহ
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাটির নীচে থাকা পানির মূল পাইপ থেকে পানি সংগ্রহ করছেন স্থানীয়রা৷ দেশটির পানি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্প্রতি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে৷ মাদুরো সরকার দাবি করেছে মার্কিন সমর্থনে নাশকতা করে পানি ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটানো হয়েছে৷ বিরোধীরা অবশ্য মনে করছেন সরকারের গাফেলতিতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷
ছবি: Reuters/I. Alvarado
ঝূঁকি নিয়ে পানি সংগ্রহ
মাটির নীচে থাকা পাইপ থেকে পানি সংগ্রহ করে তা উপরে তুলছেন কারাকাসের কয়েকজন সাধারণ বাসিন্দা৷
ছবি: Reuters/I. Alvarado
নর্দমার পানি
কারাকাসের একটি নর্দমা থেকে পানি সংগ্রহ করছেন সাধারণ মানুষ৷ এই নর্দমার মাধ্যমে সাধারণত বর্জ্যজল নদীতে গিয়ে পড়ে৷
মাদুরো সরকার অবশ্য ট্যাংকারে করে বিভিন্ন স্থানে পানি সরবরাহের চেষ্টা করেছে৷ তবে তা চাহিদার তুলনায় বেশ কম ছিল৷ ছবিটি ১২ মার্চ কারাকাসে তোলা৷
ছবি: Reuters/W. Urdaneta
বোতলে পানি সংগ্রহ
ঝরনা থেকে পানি সংগ্রহ করে বোতলে ভরে নিয়ে যাচ্ছেন কারাকাসের কয়েকজন স্থানীয় বাসিন্দা৷
ছবি: imago/ITAR-TASS/V. Sharifulin
‘সংকট কেটে গেছে’
ভেনেজুয়েলায় পানি সংকট সৃষ্টির পর নানাভাবে পানি সংগ্রহ করতে দেখা গেছে স্থানীয় মানুষদের৷ ছবিতে একটি ট্রাকে খালি বোতল ফেরত দিচ্ছেন কারাকাসের স্থানীয় এক বাসিন্দা৷ তবে, ভেনেজুয়েলায় পানি এবং বিদ্যুৎ সংকট পুরোপুরি কেটে গেছে বলে বৃহস্পতিবার দেশটির সরকার দাবি করেছে৷
ছবি: Reuters/C. Jasso
7 ছবি1 | 7
জার্মানির পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে পানি সরবরাহের দায়িত্বে রয়েছে ওল্ডেনবুর্গ-ইস্ট ফ্রিসিয়ান ওয়াটার এসোশিয়েসন নামের একটি প্রতিষ্ঠান৷ লোয়ার স্যাক্সনি অঞ্চলে প্রতিষ্ঠানটির প্রায় দশ লাখ গ্রাহক রয়েছে যার অর্ধেকেরই বেশি হলো ব্যবসায়িক প্রতিষ্ঠান৷ পানির চাহিদার বিষয়টি জানাতে গিয়ে তারা বলছে, গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে জার্মানিতে গত ৭১ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি পানির ব্যবহার হয়েছে৷ তবে পানির সংকটের বিষয়টি এখনো জার্মানির অন্যতম সংকট নয়৷ পানি বিশেষজ্ঞ রেচেনব্যার্গ মনে করেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেনি যে আতঙ্কিত হতে হবে বা দ্রুত, শক্তাশালী পদক্ষেপ নিতে হবে তবে ‘‘সময়ের সাথে সাথে আমরা নতনু নতুন উদ্ভাবনী ব্যবস্থা আরোপ করবো যেন পানির সংকট গভীর না হয়৷''
কয়েকমাস আগে জার্মানির পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘পানির ভবিষ্যৎ' নামে বেশ কিছু আলোচনা সভার আয়োজন করা হয়৷ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা এ আলোচনায় অংশ নেয় যেখানে পানির সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে আলোকপাত করা হয়৷