1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাপারাৎসিদের বিরুদ্ধে সোচ্চার

১৫ আগস্ট ২০১৩

পাপারাৎসিদের কারণে নিজ সন্তানদের নিয়ে রীতিমত ভীত হলিউড তারকারা৷ তাদের ছবি তোলার হাত থেকে বাঁচতে সম্প্রতি আদালতের শরণাপন্ন হলেন তাঁরা৷

ছবি: Fotolia/Cello Armstrong

পাপারাৎসিদের কারণেই প্রাণ হারাতে হয়েছিল প্রাক্তন ব্রিটিশ রাজবধু প্রিন্সেস ডায়ানাকে৷ তাই এই পাপারাৎসিদের ভয় বেশ তাড়িয়ে বেড়ায় হলিউড অভিনেতা-অভিনেত্রীদের৷ এখন পাপারাৎসিদের প্রধান লক্ষ্য এসব তারকাদের সন্তানরা৷ এ কারণেই আইনের দ্বারস্থ হয়েছেন হলিউডের কয়েকজন তারকা৷ হ্যালি বেরি এবং জেনিফার গার্নার ক্যালিফোর্নিয়ার আইনজীবীদের কাছে আবেদন জানিয়েছেন, পাপারাৎসিদের সীমাবদ্ধতা সংক্রান্ত একটি বিলকে আইনে পরিণত করার৷ এ সংক্রান্ত একটি বিলে মঙ্গলবার সমর্থন জানিয়েছেন তাঁরা৷

বৈধ অভিভাবকের অনুমতি ছাড়া শিশুদের ছবি তোলার কারণে পাপারাৎসিদের বিরুদ্ধে এই বিলটি প্রস্তাব করেছেন একজন ডেমোক্র্যাট সেনেটর৷

পাপারাৎসিদের কারণেই প্রাণ হারাতে হয়েছিল রাজবধু প্রিন্সেস ডায়ানাকেছবি: picture-alliance/afp

কেটিএলএ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বেরি বলেন, তাঁরা কেবল তারকাই নন, মাও বটে, যাঁরা তাঁদের সন্তানদের নিরাপত্তা চান৷ তিনি জানান, তাঁর মেয়ে পাপারাৎসিদের কারণে স্কুলে যেতে ভয় পায়৷ আইনজীবীদের জানান, স্কুলে বাইরে পাপারাৎসিরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে এবং এই শিশুদের ছবি তোলে৷ পাপারাৎসিরা অযথাই ঝামেলা তৈরি করে, শিশুদের মনে আতঙ্ক তৈরি করে৷ এ নিয়ে তাদের সাথে অভিভাবকদের অনেক বাক-বিতণ্ডাও হয়েছে, কিন্তু এসব তারা আমলে নেয় না৷

অভিনেতা বেন অ্যাফ্লেক-এর সহধর্মিনী গার্নার বলেন, একজন মা হিসেবে এ বিষয়ে সবার মনোযোগ আকর্ষণ করতে চান তিনি৷

বিলটি আইনে পরিণত হতে এখনও কয়েকটি ধাপ পার হতে হবে৷ তবে মার্কিন গণমাধ্যম কর্মীরা এবং পাপারাৎসিরা বলছে, এতে তাদের তথ্যের অধিকারে সীমাবদ্ধতা আসবে৷

এপিবি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ