৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা৷ পাপুয়া নিউগিনির দেয়া মাত্র ৮৫ রানের টার্গেটে ৫ ওভার ১ বল হাতে রেখেই পৌঁছে গেছে সালমাবাহিনী৷
বিজ্ঞাপন
মেয়েদের ক্রিকেটে পাপুয়া নিউগিনির বয়স একেবারেই কম৷ সেদিক থেকে অভিজ্ঞতার ঘাটতি তো আছেই৷ তবে তাদের সম্পর্কে খুব একটা কিছু জানা নেই বাংলাদেশের মেয়েদের৷ এটা কিছুটা চ্যালেঞ্জই ছিল বৈকি৷ এ অবস্থায় নেদারল্যান্ডসের ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে এদিন টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক সালমা৷
বল তুলে দেন দলের মূল স্ট্রাইকিং বোলার জাহানারার হাতে৷ দুই ওপেনার সিবোনা ও কোপিকে ভালোই ভুগিয়েছেন জাহানারা৷ তবে উইকেট পাননি প্রথম ওভারে৷
অপর প্রান্ত থেকে অধিনায়ক সালমা অবশ্য প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সিবোনাকে৷ নিজের দ্বিতীয় ওভারে এসে সাফল্যের দেখা পান জাহানারা৷ তিন নম্বরে ব্যাট করতে নামা উইকেটকিপার ব্যাটসম্যান টাউ-এর উইকেট ভাঙেন তিনি৷ ৩ ওভারে ২ রানে দুই উইকেট হারিয়ে প্রচন্ড চাপে পড়ে ব্যাটিং শিবির৷
সেখান থেকে পাপুয়া অধিনায়ক সিকারাকে সাথে নিয়ে দলকে টেনে তোলার সব চেষ্টাই করেন কোপি৷ তবে নবম ওভারে আবারো সজোরে ধাক্কা৷ বদলি পেসার পান্না ঘোষ তাঁর প্রথম শিকার বানান সিকারাকে৷ পাপুয়া দলের সংগ্রহ তখন ২৩৷
সব প্রতিবন্ধকতা জয় করে সফল যাঁরা
নানান বাধা সত্ত্বেও বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা আন্তর্জাতিক পর্যায়ে দেশকে সাফল্য এনে দিয়েছেন৷ সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বাংলাদেশের সেরা সাফল্যটি এসেছে মেয়েদের হাত ধরেই৷
ছবি: Suhaimi Abdullah/Getty Images
নারী ক্রিকেট দল: বাংলাদেশের অহঙ্কার
এই খেলায় বাংলাদেশের সেরা সাফল্যটি এসেছে মেয়েদের হাত ধরেই৷ সম্প্রতি এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ফাইনালে হারিয়ে দেন সালমা, জাহানারা আর রুমানারা৷ এর আগে ২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ক্রিকেটে রৌপ্যপদক জয় করেছিলেন বাংলাদেশের মেয়েরা৷
ছবি: Suhaimi Abdullah/Getty Images
ফুটবলেও এগিয়ে আসছে নারী
বয়সভিত্তিক ফুটবলে একের পর এক সাফল্য এসেছে৷ এপ্রিলে হংকংয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫-র এক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ৷ এর আগে গত ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশ সেরা হয়৷ তবে সাফল্যের শুরু ২০১৫ সালে৷ সেবার এএফসি কাপ অনূর্ধ্ব-১৪’র আঞ্চলিক পর্বে সেরা হয়েছিল তারা৷ পরের বারও তারা চ্যাম্পিয়ন হয়৷ এছাড়া ২০১৬ সালেই এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
দাবায় রানী হামিদ
তিনি দাবায় বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার৷ জাতীয় মহিলা দাবায় ১৮ বার সেরা হয়েছেন রানী হামিদ৷ দাবার প্রসারেও ভূমিকা রেখেছেন ৭৩ বছর বয়সি এই দাবাড়ু৷ তাঁর লেখা ‘মজার খেলা দাবা’ বইটি জনপ্রিয়তা পেয়েছে৷ রানী হামিদের সন্তান কায়সার হামিদ আশির দশকের তারকা ফুটবলার৷
ছবি: Khandakar Tarek
গিনেস বুকে নাম ওঠা লিনু
১৯৭৭ সালে মাত্র ১২ বছর বয়সে বড় বোন হেলেনকে হারিয়ে প্রথমবারের মতো জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন হয়েছিলেন জোবেরা রহমান লিনু৷ এরপর ২০০১ সাল পর্যন্ত মোট ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হন তিনি৷ ফলে ২০০৩ সালে গিনেস বুকে নাম ওঠে তাঁর৷
ছবি: Khandakar Tarek
শুটিংয়ের সাবরিনা
১৯৯৭ সালে কমনওয়েলথ গেমসের শ্যুটিংয়ে সোনা জেতেন সাবরিনা সুলতানা৷ এছাড়া সাফ গেমসে তিনটি ও সাফ শ্যুটিংয়ে দুটি সোনা জেতেন বাংলাদেশের শ্যুটিংয়ের এই অন্যতম তারকা৷ তাঁর স্বামী সাইফুল আলম রিংকিও সাফ গেমসে ব্যক্তিগত ও দলীয় মিলে পাঁচটি আর সাফ শ্যুাটিংয়ে ছয়টি সোনার পদক জেতেন৷
ছবি: Khandakar Tarek
ভারোত্তোলনের তারকা মাবিয়া
২০১৬ সালের দক্ষিণ এশিয়ান গেমসে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণির ভারোত্তলনে স্বর্ণ জয় করেন মাবিয়া আক্তার সীমান্ত৷ সেই সময় পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজার সময় তাঁর কান্না কাঁদিয়েছিল অনেককে৷ এরপর চলতি বছর এপ্রিলে কমনওয়েলথ গেমসে নিজের ব্যক্তিগত রেকর্ড করে ষষ্ঠ হন তিনি৷
ছবি: Khandakar Tarek
সাঁতারের মাহফুজা খাতুন শিলা
২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে দুটি স্বর্ণপদক জয় করেন মাহফুজা৷ ১০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক – এই দুই ইভেন্টে সোনা জেতেন তিনি৷ ফলে দীর্ঘ ১০ বছর পর এসএ গেমসের সাঁতারে সোনা জিততে সমর্থ হয়েছিল বাংলাদেশ৷ ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে গেমসের নতুন রেকর্ড গড়েছিলেন মাহফুজা৷ সময় নিয়েছিলেন ৩৪ দশমিক ৮৮ সেকেন্ড৷ এতে ভেঙে গিয়েছিল শ্রীলঙ্কার রাহিম মাইয়ুমির করা ২০০৬ সালের রেকর্ড৷
ছবি: bdnews24.com
সফল ক্রীড়াবিদ ও সাহসী সংগঠক কামরুন নাহার ডানা
জাতীয় ব্যাডমিন্টনে তিন বার সেরা হন তিনি৷ ব্যাডমিন্টন খেলা ছাড়ার পর থেকে ক্রীড়া সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন৷ ২০০৪ সালে মৌলবাদীদের আন্দোলনের ভয়ে যখন কেউ মহিলাদের ফুটবল মাঠে নামানোর সাহস পাচ্ছিলেন না, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকার দায়িত্বে থাকা ডানা তখনই মেয়েদের প্রতিযোগিতামূলক ফুটবল চালু করেন৷
ছবি: Khandakar Tarek
8 ছবি1 | 8
এরপর নিয়মিত বিরতিতে আরো দুই উইকেট হারায় পাপুয়া নিউগিনি৷ কোপিকে নিজের দ্বিতীয় শিকার বানান পান্না৷ ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন পাপুয়ার দুই ব্যাটসম্যান রুমা আর ফ্রাংক৷ রুমা ৩১ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন৷ তবে ২৬ বলে ২৭ রান করে বিদায় নেন ফ্রাংক৷
৬ উইকেটে ২০ ওভারে ৮৪ রান তুলতে সমর্থ হয় পাপুয়া নিউগিনি৷ পুরো ইনিংসে বেশ কিছু অপ্রয়োজনীয় ওভারথ্রোয়ে অতিরিক্ত রান দিয়েছে বাংলাদেশের মেয়েরা৷
সহজ টার্গেটকে তাড়া করতে নেমে বেশ স্বচ্ছন্দেই দলকে এগিয়ে নিচ্ছিলেন বাংলাদেশের ওপেনাররা৷ প্রথম ওভারেই তিনটি চার হাঁকান শামীমা সুলতানা৷ আয়শাকে সঙ্গী করে উদ্বোধনী জুটিতে ছয় ওভারে তোলেন ৪১ রান৷ পাপুয়া অধিনায়ক সিকারা ১৫ রানে ফেরান আয়শাকে৷ ৩৬ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন শামীমা৷ শেষ পর্যন্ত ১৪.৫ ওভারে ঐ দুই উইকেটেই জয়ের লক্ষ্যে পৌঁছায় বাংলার মেয়েরা৷
এশিয়া কাপ টি-টোয়েন্টির ও আয়ারল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে সিরিজ জয় করে নেদারল্যন্ডসে এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ বাছাই পর্ব খেলছে বাংলাদেশ৷