বাংলাদেশের রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে চলেছে৷ সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, বিদ্যুৎ উৎপাদনের পর সে বর্জ্য কিভাবে ব্যবস্থাপনা করা হবে৷ এই পারমাণবিক বর্জ্য হয় চিরকাল নিরাপদে রেখে দিতে হয়, অথবা পুনর্ব্যবহারের উপযোগী করতে হয়৷ পুরো পৃথিবীতে কেবল তিনটি প্ল্যান্ট আছে যারা পারমাণবিক বর্জ্য পুনর্ব্যবহার উপযোগী করতে পারে৷ এর একটির গল্প শুনুন আজ৷