1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পারলো না ভারত, পরের খেলা ইন্দোরে

৫ ডিসেম্বর ২০১১

সোমবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজটি পকেটে পুরতে চেয়েছিল ভারত৷ কিন্তু হলো না৷ মাত্র ৪৮.৫ ওভারেই তারা হয়ে গেল ‘অল-আউট’৷ তাই নিয়মরক্ষার ম্যাচ নয়, এবার মান বাঁচাতেই খেলতে হবে ভারতকে৷

Indian batsman Rahul Dravid acknowledges the crowd as he leaves the ground after his dismissal during first day of the second cricket test match against West Indies in Kolkata, India, Monday, Nov. 14, 2011. Dravid completed a resolute century Monday to take India to a commanding 346-5. (AP Photo/Bikas Das)
ফাইল ছবিছবি: AP

মোতেরায় ম্যাচ লুফে নেওয়া দূরের কথা, ওয়েস্ট ইন্ডিজের কাছেই ঘেঁষতে পারলো না ‘টিম ইন্ডিয়া'৷ ১৬ রানে জিতে গেল ক্যারিবিয়ানরা৷ তাই এবার, ইন্দোর আর চেন্নাই-এর বাকি দু'টি ম্যাচে ‘টিম' কি হবে – তা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ৷ আর যাই হোক না কেন, ‘জুনিয়র'-রা যে খেলার বিশেষ সুযোগ পাবেন না – তা বলাই বাহুল্য৷ অর্থাৎ, এবারও নিজের কেরামতি দেখাতে পারবেন না পশ্চিম বঙ্গের অধিনায়ক মনোজ তিওয়ারি৷

ওয়েস্ট ইন্ডিজ এদিন সত্যিই একটা মরণ-বাঁচন খেলা খেললো৷ যেমন ব্যাটিং, তেমন বোলিং৷ এমনকি তাদের খেলা দেখে মনে হলো – সিরিজটাই না ভারতের হাত থেকে বেরিয়ে যায়৷ ক্রিকেট তো – কিছুই যে বলা যায় না!

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ