1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাছ দেখাশোনার লোক লাগে

রাফায়েল গ্যোপফার্ট / এসি২৮ সেপ্টেম্বর ২০১৩

কোলোন শহরের একটি পার্ক৷ এখানে রুগ্ন বা শুকিয়ে যাওয়া গাছ ভেঙে পড়ে বেড়াতে আসা মানুষজনের বিপদ ঘটাতে পারে৷ কাজেই সেগুলো সরানো দরকার৷ এটাও কিন্তু বন বিভাগের কাজ৷

ছবি: Fotolia/drsg98

জার্মানিতে গাছ কাটার চেয়ে লাগানোর সংখ্যাই বেশি

02:51

This browser does not support the video element.

ট্র্যাক্টরের বদলে ঘোড়ায় টেনে কাঠের গুঁড়ি সরানো হয়, কেননা গাড়ির ভারী চাকায় মাটির ক্ষতি হয়, বনের ক্ষতি হয়৷ বনবিভাগের কর্মীরা সব গাছ কেটে ফেলছেন না – শুধুমাত্র রুগ্ন গাছ আর ঝোপঝাড় কেটে বনটাকে সুস্থ, সাফসুতরো রাখছেন৷ বিগত ৪০ বছরে জার্মানিতে জঙ্গল বেড়েছে দশ লাখ হেক্টর৷ জার্মানরা আজ যতো না গাছ কাটেন, তার চেয়ে বেশি গাছ লাগান৷

কোলোন পৌর বনানি প্রশাসনের মার্কুস বৌমান বলেন: ‘‘জার্মানিতে আসল ব্যাপারটা হলো, এখানে সংরক্ষণের কড়া নিয়মকানুন আছে; পরিবেশের সুরক্ষা সংক্রান্ত ভালো আইন আছে৷ যেখানে বনানি সত্যিই কাজের, সেখানে আরো বেশি বনজঙ্গল যোগ করা হয়৷''

কোলোন শহরে পার্কের মধ্যে এই জঙ্গলটির মালিক হলেন পৌর কর্তৃপক্ষ স্বয়ং৷ কাছের বন শহরের সবুজ অংশটা আরো বড়৷ রাইনের উপত্যকা ছেড়ে বাঁ তীরে উঠলেই কটেনফর্স্ট বলে যে জঙ্গল আছে, তার আয়তন মোট এক হাজার বর্গকিলোমিটার৷ সে জঙ্গলের দেখাশোনা করার দায়িত্ব মালিকের, যেমন এখানে শহর কোলোনের৷

জার্মানিতে যে কেউ জঙ্গলের মালিক হতে পারেন: ফেডারেল সরকার কিংবা কোনো রাজ্য সরকার, কোনো শহর কিংবা কোনো ব্যক্তি৷ কিন্তু সকলকেই জার্মান পরিবেশ আইন মেনে চলতে হবে৷ বৌমানের ভাষায়: ‘‘জঙ্গলের ব্যাপারে জার্মানিতে আইন খুবই কড়া৷ ফেডারেল এবং রাজ্য আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে, জঙ্গলের মালিক কী করতে পারে অথবা পারে না৷ ব্যাপকভাবে গাছ কাটা, একবারে সব কাঠ কেটে নেওয়া চলবে না৷ জঙ্গলের কতোটা একবারে কাটা চলবে, তা বলে দেওয়া আছে৷ কাঠ কাটা চলবে, কিন্তু টেকসই ভাবে: ঠিক ততোটাই কাটা চলবে, যতোটা আবার গজাবে৷''

জার্মানির জঙ্গলগুলির প্রায় অর্ধেক আসলে ব্যক্তিগত, বেসরকারি মালিকানায়৷ বহু জঙ্গল এলাকা বহু প্রজন্ম ধরে একই পরিবারে রয়েছে৷ বেসরকারি ব্যক্তি হিসেবে আজও জঙ্গল কেনা সম্ভব৷

জার্মান বনানি সুরক্ষা সমিতির কার্যনির্বাহী পরিচালক ক্রিস্টফ রুলমান বলেন: ‘‘ক্রমেই আরো বেশি পৌর প্রশাসন তাদের নিজস্ব মালিকানার জঙ্গল বেচে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, বিশেষ করে তা যদি আয়তনে ছোট হয়৷ জঙ্গলের ঠিকমতো দেখভাল হওয়ার জন্য, তার কাঠ কাটা ও বেচার জন্য জঙ্গলের আয়তন একটা বিশেষ মাপের হওয়া চাই৷ নয়তো পরিচর্যার খরচ পোষায় না৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ