ফলাফলের দিন কী করবেন জো বাইডেন? কী তাঁর পরিকল্পনা?
বিজ্ঞাপন
চল্লিশ বছর ধরে এই দিনটির দিকে তাকিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যদি জিততে পারেন, তা হলে স্বপ্ন পূরণ হবে। আগামী চার বছর হোয়াইট হাউসে থাকবেন তিনি। সমীক্ষাগুলিতে তিনি এগিয়ে ছিলেন। প্রাথমিক ফলেও তিনি সামান্য এগিয়ে। তা সত্ত্বেও বাইডেন এ দিন কোনো পর্টি রাখেননি। সমর্থকদের সামনে বড়সড় ভাষণ দেয়ার পরিকল্পনা পর্যন্ত এখনো নেই। বরং তিনি ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিয়েই চলছেন।
কার্টুনিস্টদের চোখে মার্কিন নির্বাচন
আবারও ডনাল্ড ট্রাম্প, নাকি জো বাইডেন? কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট? বিশ্বের প্রখ্যাত কেরিক্যাচার শিল্পীদের ভাবনায় উঠে এসেছে নির্বাচনের বিভিন্ন দিক৷ আপনার কোন ছবি বা বিষয়বস্তু ভালো লেগেছে?
ছবি: Waldemar Mandzel/Toonpool
যুদ্ধাবস্থা
জো বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস বলেছিলেন ডনাল্ড ট্রাম্প নোংরা উপায়ে নির্বাচন জিততে চান৷ তাঁর মনোভাবটাই যেন প্রকাশ পেয়েছে জার্মান শিল্পী ইয়েনস ক্রিকের আঁকা ছবিতে৷ ট্রাম্প যে কাউকে পাত্তা দেন না সেটাই ফুটে উঠেছে এই ছবিতে৷
ছবি: Jens Kricke/toonpool.com
ট্রাম্পের জন্য প্রচারণা
ট্রাম্প তার প্রচারণায় বরাবরই নিজেকে সর্বোত্তম হিসেবে উল্লেখ করেন৷ যেমন: ‘‘আমার মতো বর্ণবাদবিরোধী মানুষ খুঁজে পাবে না৷’’ ‘‘আমার মতো কেউ নারীদের সম্মান করে না’’ এবং ‘‘যুক্তরাষ্ট্রে আমার মতো ভালো প্রেসিডেন্ট কখনোই আসবে না৷’’ কিন্তু মার্টিন এর্লের এই ছবিতে ট্রাম্পের ভিন্ন রূপ, তিনি ফটোগ্রাফারের প্রশংসা করছেন৷ কারণ কী? ছবিতে দেখে নিন৷
ছবি: Martin Erl/toonpool.com
টিভি বিতর্ক
এই ছবির মাধ্যমে চেক শিল্পী মারিয়ান কামেনস্কি বিশ্ববাসীর কাছে জানতে চাইছেন, মার্কিন নির্বাচনের বিতর্ক সংস্কৃতি কোথায় দাঁড়িয়েছে? এবারের বিতর্কে রাজনৈতিক বাক-বিতণ্ডার বদলে দুই পক্ষ একে অপরকে অপমান করতে ব্যস্ত ছিল৷
‘ঘুমন্ত জো’ এবং ভাঁড়
ট্রাম্প বাইডেনের উদ্দেশে বিতর্কে বলেছিলেন তিনি একজন ‘ঘুমন্ত বুড়ো মানুষ’ এবং ‘চরমপন্থি বামদের পাপেট’৷ অন্যদিকে বাইডেন ট্রাম্পকে আক্রমণ করেছিলেন বর্ণবাদী, মিথ্যুক, ভাঁড় এবং অ্যামেরিকার সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে৷ ইটালির শিল্পী ক্রিস্টিলের আঁকা ছবিতে বিতর্কের প্রতিচ্ছ্ববি৷
শিশুর মতো আচরণ
আফ্রিকার মানুষও ট্রাম্পের আচরণকে শিশুতোষ বলে মনে করে৷ বুরকিনা ফাসোর কার্টুনিস্ট ডামিয়েন গ্লেজ তার ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন ট্রাম্প যে-কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চান, ঠিক যেন একটা শিশু৷
ট্রাম্পজিলা
প্রথম জাপানিজ গর্জিলা মুভি মুক্তি পেয়েছিল ১৯৫৪ সালে৷ যে পথ দিয়ে গর্জিলা যেতো তার ধ্বংসচিহ্ন রেখে যেতো৷ জাপানি কার্টুনিস্ট তাকেশি কিশিনো’র ছবিতে ট্রাম্পকে গর্জিলা হিসেবে দেখানো হয়েছে৷
শত্রুর শত্রু যখন মিত্র
গণতন্ত্রকে ‘কাঁচকলা দেখানো’ রাষ্ট্রনেতাদের ট্রাম্পের ভীষণ পছন্দ৷ যেমন: পুটিন, এর্দোয়ান, কিম জং উন৷ ডাচ কার্টুনিস্ট জেরেড রোয়ার্ডসের কার্টুনে তাই তাদের ‘আলফা মেলস’ হিসেবে দেখানো হয়েছে৷
মেইল-ইন ভোটের পক্ষে না!
মেইলের মাধ্যমে ভোট হলে তা হবে জালিয়াতি, মেইল-ইন ভোটের বিরুদ্ধে এমনটাই বলেছেন ট্রাম্প৷ এমনকি পোস্টাল সার্ভিসের তহবিল কাটছাট করেছেন৷ করোনা সংক্রমণ থেকে বাঁচতে বেশিরাগ ডেমোক্র্যাট এই পদ্ধতিতে ভোট দিতে আগ্রহী৷ মারিয়ান কামেনিস্কির আঁকা কার্টুনে ট্রাম্পের আচরণের বহিঃপ্রকাশ৷
ছবি: Waldemar Mandzel/Toonpool
চিরস্থায়ী রাজত্ব
অ্যামেরিকার সংবিধান অনুযায়ী কেনো কোনো প্রেসিডেন্ট তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিতে পারবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প৷ তিনি কি আজীবন প্রেসিডেন্ট থাকতে চান? জার্মান কার্টুনিস্ট ক্রিস্টিয়ানে ফোলমানের আঁকা ছবিতে সেই সম্ভাবনা ফুটে উঠেছে৷
ছবি: Chrsitiane Pfohlmann/toonpool.com
9 ছবি1 | 9
ভোটের দিন তিনি পেনসিলভানিয়াতে ছিলেন। পরে তিনি নিজের জন্মস্থান ঘুরে ফিলাডেলফিয়াতে যেতে পারেন। দিনের শেষে তিনি তাঁর প্রতিক্রিয়া জানাতে পারেন। তবে ফলাফল যদি ঝুলে থাকে তাহলে তিনি হয়তো অপেক্ষা করবেন। যদি তিনি জেতেন, তা হলে প্রথম ভাষণেই প্রেসিডেন্ট হিসাবে কী করতে চান, ট্রাম্প জমানার কোন কোন নীতির বদল করবেন, সেটা জানাবেন বাইডেন। তবে তাঁর দলের নেতারা জানাচ্ছেন, ট্রাম্প কী করবেন তার দিকে নজর রয়েছে বাইডেনের। তাঁর প্রতিক্রিয়া অনেকটা নির্ভর করবে ট্রাম্প কী করেন তার উপর।