1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পার্থের সঙ্গে দুই কর্মকর্তাকে বসিয়ে জেরা

১৯ সেপ্টেম্বর ২০২২

নিয়োগ-দুর্নীতি মামলায় এবার সিবিআই হেফাজতে সাবেক মন্ত্রী পার্থ। চলছে টানা জেরা।

পার্থ চট্টোপাধ্যায়
ছবি: Prabhakar Mani Tewari/DW

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আরো এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। মধ্যশিক্ষা পর্ষদের সাবেক সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে সিবিআই। এর আগে একাধিকবার কল্যাণময়কে বাড়ি গিয়ে জেরা করা হয়েছে। কিন্তু আদালতকে সিবিআই জানিয়েছে, কল্যাণময় সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করছেন না। সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বস্তুত, কল্যাণময়কে গ্রেপ্তার করার পর পার্থকেও নিজেদের হেফাজতে নেয় সিবিআই। সেই মামলায় আদালতে পার্থ কার্যত কেঁদে ফেলেছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। কল্যাণময়, পার্থ এবং এই মামলায় অভিযুক্ত আরেক শিক্ষা কর্মকর্তা শান্তিপ্রসাদকে একসঙ্গে বসিয়ে জেরা শুরু করেছে সিবিআই। রোববার তাদের তিনজনকেই নিজাম প্যালেসে বসিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ডয়চে ভেলেকে সিবিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তিনজনকে মুখোমুখি বসিয়েও এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। তারা তিনজনই একইরকম কথা বলছেন অথবা বলছেন না। তবে ওই সিবিআইকর্তার বক্তব্য, আরেকটু সময় গেলে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধর হতে পারে বলেই তারা মনে করছেন।

স্কুল নিয়োগ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে বেশ কিছুদিন আগে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্পিতার একাধিক বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। এবার সেই সংক্রান্ত মামলাতেই পার্থকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। কলকাতার নিজাম প্যালেসে চলছে জেরা।

এসজি/জিএইচ (পিটিআই, আনন্দবাজার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ