1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পালটা ধর্ষণের নির্দেশকারীদের গ্রেপ্তার

২৭ জুলাই ২০১৭

পাকিস্তানের একটি গ্রামের ‘জিরগা'-র সদস্যরা একটি ধর্ষণের মামলায় পালটা ধর্ষণের রায় দেবার পর যখন সত্যিই সেই পালটা ধর্ষণ ঘটে, তখন পুলিশ এসে হস্তক্ষেপ করে৷

Indien Pakistan Symbolbild Vergewaltigung
ছবি: Getty Images/AFP/M. Sharma

দৃশ্যত সংশ্লিষ্ট পুরুষটির কিশোরী বোনকে ধর্ষণ করেছিল তার এক মামাতো, চাচাতো, খালাতো বা ফুফাতো ভাই৷ কাজেই গ্রামের প্রবীণদের পরিষদ বা জিরগার তরফ থেকে রায় দেওয়া হয় যে, সে তার সেই ভাইয়ের এক কিশোরী বোন – অর্থাৎ তার নিজের আত্মীয়কে ধর্ষণ করে তার বোনের ধর্ষণের বদলা নেবে৷ এই দ্বিতীয় ধর্ষণটি বাস্তবিক সংঘটিত হবার পর পুলিশ এসে জিরগার ২০ জন সদস্যকে গ্রেপ্তার করে৷ পুলিশের তরফ থেকে এ খবর জানানো হয় গত বুধবার, যদিও ঘটনাটা ঘটেছে তার এক সপ্তাহ আগে৷

জুলাই মাসের গোড়ায় দ্বিতীয় ধর্ষণকারীর ‘কাজিন' প্রথম ধর্ষণকারীর ১২ বা ১৩ বছর বয়সের বোনকে ধর্ষণ করলে পর দ্বিতীয় ধর্ষণকারী সেই মামলা নিয়ে গ্রামের প্রবীণ পরিষদের কাছে যায়৷ অন্যায়ের প্রতিশোধ বা ক্ষতিপূরণ হিসেবে জিরগা দ্বিতীয় ধর্ষণকারীকে প্রথম ধর্ষণকারীর ১৬ অথবা ১৭ বছর বয়সের বোনকে ধর্ষণের নির্দেশ দেয় – এবং সে সেই নির্দেশ পালনও করে, বলে পুলিশি বিবরণে প্রকাশ৷

‘‘উভয় পক্ষই স্থানীয় পুলিশ ফাঁড়িতে পরস্পরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে'', বলে তদন্তকারী পুলিশ কর্মকর্তা রশিদ তাহিম এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন৷ তাহিম গ্রামীণ পরিষদের ১৪ জন সদস্যের গ্রেপ্তার হওয়ার কথা বলেন এবং জানান যে, প্রথম ধর্ষণকারী, যে ১২ বছরের মেয়েটিকে ধর্ষণ করেছিল, সে এখনও ফেরার৷

পুলিশ প্রধান আহসান ইউনুস এপি সংবাদ সংস্থাকে বলেছেন যে, পুলিশ উভয় সম্ভাব্য ধর্ষণকারীর খোঁজ করছে৷ পুরো ঘটনাটি প্রথম মুলতানের একটি নারী অধিকার কেন্দ্রকে জানানো হয়, জানান ইউনুস৷

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ জিরগার সদস্যদের গ্রেপ্তার করে সন্ত্রাসবাদ প্রতিরোধ আইনে তাদের বিচার করার নির্দেশ দিয়েছেন, বলে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়৷

ঘটনাটি পাকিস্তানের নারী অধিকার আন্দোলনকারীদের তরফে বিপুল উষ্মা ও প্রতিবাদের সঞ্চার করেছে৷ বিশিষ্ট আইনজাবী আসমা জাহাঙ্গির দায়রা আইন ব্যবস্থার সংস্কার করে জিরগাদের ভূমিকা নির্মূল করার ডাক দিয়েছেন৷ প্রসঙ্গত, জিরগা গোত্রীয় গ্রামীণ পরিষদ পাকিস্তানে আইনগতভাবে অবৈধ৷

এসি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ)

@dwnews - Pakistani rape survivor campaigns for women's rights

02:51

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ