1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পালিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

১ জুলাই ২০১০

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হলো বৃহস্পতিবার৷ এক সময়ে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয়টির ৯০ বছর পূর্ণ হলো ৷ সারাদিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

ছবি: DW

এবারের স্লোগান ছিল ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উচ্চশিক্ষা'৷ সকালে মল চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি৷ এরপর হয় শোভাযাত্রা৷ তারপর টিএসসিতে আলোচনা অনুষ্ঠান৷ এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকেরা৷ এছাড়া বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ তাদের গবেষণা ও আবিস্কার নিয়ে আয়োজন করে একটি প্রদর্শনীর৷

১৯২১ সালে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উঠেছিল সেই ১৯১২ সালে৷ সেসময় নবাব সলিমুল্লাহ, নবাব নওয়াব আলী চৌধুরী, এ কে ফজলুল হক সহ আরো অনেকে তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন৷

এরপর নানা জটিলতা পেরিয়ে ১৯২১ সালের পহেলা জুলাই ১২টি বিভাগ নিয়ে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ ভবনে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়৷ সেই থেকে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৬৭টি বিভাগ ও ৮টি ইনস্টিটিউট৷ আর গবেষণার জন্য রয়েছে ৩৯টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র৷

বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান নিয়ে খুশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আ আ ম স আরেফিন সিদ্দীক৷ পৃথিবীর যেকোন নামিদামি বিশ্ববিদ্যালয়ের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো অংশে পিছিয়ে নেই বলে দাবি করেছেন তিনি৷ এর কারণ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণের কথা উল্লেখ করেন৷ এছাড়া বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকেও তিনি সামনে নিয়ে এসেছেন৷

তবে কেন বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর নামের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই? এই প্রশ্নের জবাবে উপাচার্য আরেফিন সিদ্দীক বললেন ইন্টারনেট ভিত্তিক জরিপের কথা৷ তিনি বলেন, ইন্টারনেট থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই বর্তমানে এই তালিকা প্রকাশ করা হচ্ছে৷ কিন্তু বিভিন্ন কারণে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি ‘ডিজিটাইজড' করা সম্ভব হয়নি৷ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাগুলো ওয়েবসাইটে সঠিকভাবে তুলে ধরা যায় তাহলে এই সমস্যা দূর হবে বলে মনে করেন তিনি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ