1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাহাড়ের গুহায় জ্বালানি উৎপাদন

৯ জানুয়ারি ২০১৮

প্রকৃতির প্রায় কোনো ক্ষতি না করেই নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও সংরক্ষণের নানা উদ্যোগ দেখা যাচ্ছে৷ সুইজারল্যান্ডে পাহাড়ের গুহার মধ্যেই সহজ এক আইডিয়া প্রয়োগ করে এক্ষেত্রে সাফল্য পাওয়া যাচ্ছে৷

Belgien Neanderthaler Höhle
ছবি: Getty Images/AFP/E. Dunand

ভবিষ্যতে জ্বালানি সরবরাহের অভিনব এক পথ প্রদর্শন করছেন দুই গবেষক৷ সুইজারল্যান্ডের দক্ষিণে তিচিনো অঞ্চলে তাঁরা জ্বালানি সংরক্ষণের এক নতুন প্রযুক্তি সৃষ্টি করেছেন৷ এক পরিত্যক্ত সুড়ঙ্গে তাঁরা এক কমপ্রেস্ড এয়ার স্টোরেজ তৈরি করেছেন৷ টিলার গভীরে এই ভাণ্ডারে জ্বালানি কমপ্রেস্ড এয়ারের রূপে জমা রাখা সম্ভব৷ আলাকায়েস কোম্পানির গিভ সানগানে বলেন, ‘‘আমাদের আইডিয়া প্রয়োগ করতে গেলে চাই গুহার মধ্যে কমপ্রেস্ড পরিবেশ৷ এই গুহা ব্যবহারের সুযোগ আদর্শ পরিবেশ এনে দিয়েছে৷ গোটা পাহাড়টিকেই স্টোরেজ হিসেবে ব্যবহার করা সম্ভব হচ্ছে৷''

এই প্রক্রিয়ার আওতায় উদ্বৃত্ত বিদ্যুৎ কাজে লাগিয়ে একটি গুহার মধ্যে এয়ার কম্প্রেশন করা হয়৷ প্রয়োজনে সেই বাতাস বার হতে দিলে তা দিয়ে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব৷ জ্বালানি সংরক্ষণের লক্ষ্যে দ্রুত নতুন পদ্ধতির খোঁজ চলছে৷ কারণ বাতাস না থাকলে বায়ুশক্তি চালিত বিদ্যুৎ কেন্দ্র চলতে পারে না৷ অথবা সূর্যের আলো ছাড়া সৌরবিদ্যুৎ কেন্দ্রও চলে না৷

এতকাল পাম্প স্টোরেজ প্লান্ট বিদ্যুৎ নেটওয়ার্কে জ্বালানি যোগানের তারতম্য সামলে এসেছে৷ তবে কমপ্রেস্ড এয়ার স্টোরেজের বাড়তি সুবিধা রয়েছে৷ গিভ সানগানে বলেন, ‘‘পাম্প স্টোরেজ প্লান্টের তুলনায় আমাদের ব্যয় প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কম৷ তাছাড়া প্রকৃতির ক্ষতি করে আমাদের কোনো বড় বাঁধ বা জলাধার তৈরি করতে হয় না৷ সবকিছুই পাহাড়ের মধ্যেই তৈরি করা হয়৷ ফলে শুধু অর্থনৈতিক সুবিধার কারণে নয়, পরিবেশের জন্যও এটা ভালো৷''

প্রায় কোনো অংশই বাইরে চোখে পড়ে না৷ নির্মাণের কাজও যথেষ্ট পরিমিত৷ গিভ সানগানে বলেন, ‘‘৫ মিটার দীর্ঘ সিমেন্টের তৈরি কোন গুহার মধ্যে চাপ ধরে রাখে৷ ডানদিকে ইস্পাতের তৈরি দুর্ভেদ্য দরজা৷ পাহাড়ের মধ্যেও কোনো ফাঁকফোকর নেই৷ পাহাড় থেকে অবিরত পানি ঢুকছে, অর্থাৎ কোনো বাতাস বার হচ্ছে না৷''

গুহার মধ্যে প্লান্টের একটা অংশ হলো তাপ ধরে রাখার এক স্টোরেজ৷ এটাই গোটা প্রকল্পের আসল উদ্ভাবন৷ এর ফলে দক্ষতা ৫০ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ হয়ে দাঁড়ায়৷ সাইকেলের পাম্পের মতো এ ক্ষেত্রেও বাতাস কমপ্রেশনের ফলে উত্তাপ সৃষ্টি হয়৷ সেই উত্তাপ হিট স্টোরেজে জমা হয়৷

জেনারেটরের মাধ্যমে বাতাস বার করে দিলে তাপমাত্রা কমে যায়৷ হিট স্টোরেজে রাখা জ্বালানি তখন জেনারেটরটিকে শীতে জমে যেতে দেয় না৷ গোটা প্লান্ট এর মধ্যে পরীক্ষা করা হয়েছে৷ গবেষকরা জানিয়েছেন, প্লান্ট ঠিকমতো চলছে৷ আন্দ্রেয়াস হাসেলবাখার বলেন, ‘‘আমরা নিখুঁতভাবে হিট স্টোরেজ, গুহার দেওয়াল এবং গোটা প্লান্টের কাজ পরীক্ষা করতে পেরেছি৷ ফলে এই প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে যথেষ্ট আস্থা তৈরি হয়েছে৷''

পরের পদক্ষেপ হবে এমন এক প্লান্ট তৈরি করা, যা এই আইডিয়ার লাভজনক প্রয়োগের দৃষ্টান্ত৷ বিশেষ করে বিদ্যুতের উচ্চ মূল্যের কারণে ইউরোপে এই প্রযুক্তি যথেষ্ট লাভজনক হতে পারে৷

‘বাংলাদেশ জার্মানির কাছ থেকে শিখতে পারে’

01:55

This browser does not support the video element.

ফ্রিৎস মুরি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ