1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাহাড়ের চূড়ায় দড়ির উপর হাঁটার রোমাঞ্চ

রোব্যার্ট রিশটার/এসবি২ সেপ্টেম্বর ২০১৫

সার্কাসে অনেকেই দড়ির উপর হাঁটার কসরত দেখেছে৷ কিন্তু দুর্গম পাহাড়চূড়ার উপর এমন দুঃসাহসিক প্রচেষ্টা দেখলে গায়ে কাঁটা দেয়৷ এক তরুণ তার টিমের সঙ্গে একের পর এক অসাধ্য সাধন করে চলেছে৷

Euromaxx 19.06.2015
ছবি: One Inch Dreams/J. Olszewski

অস্ট্রিয়ার ইনসব্রুক শহরের কাছে প্রশিক্ষণ চলছে৷ ১০০ মিটার উচ্চতায় ৩৭৫ মিটার লম্বা স্ল্যাকলাইন পেরোতে হবে৷ আলেক্সান্ডার শুলৎস বলেন, ‘‘স্ল্যাকলাইন দুলতে থাকলে নীচে পড়ে যাওয়ার বিপদ রয়েছে৷ তখন ব্যালেন্স করে নেওয়াই বড় চ্যালেঞ্জ৷ বিশেষ করে হাইলাইন-এর ক্ষেত্রে সেটা আরও কঠিন, কারণ সেখানে আরও মাথা খাটাতে হয়৷ নিজের অন্তর থেকেই মনে হবে, এখানে থাকা উচিত হচ্ছে না৷ তখন মনে ভয় হবে৷ তারপর নড়বড় করলেই পড়ে যাওয়ার ভয় হবে৷''

যেন আকাশে হাঁটা...ছবি: picture alliance/AP Photo/V. Salemi

স্ল্যাকলাইনে ওঠার সময় ইয়োহানেস অলসেভস্কি সব সময় উপস্থিত থাকেন৷ তিনিই টিমের ফটোগ্রাফার ও ভিডিও পরিচালক৷ ওয়াটারলাইন সহ বিভিন্ন বিশ্বরেকর্ড তিনি ক্যামেরাবন্দি করেন৷ গত আগস্ট মাসেও বাভেরিয়ায় চমকপ্রদ অ্যাডভেঞ্চারের ছবি তুলেছেন তিনি৷ চীনের প্রাচীর পার হওয়ার দৃশ্যও ক্যামেরাবন্দি করেছেন ইয়োহানেস৷ অথবা জার্মানির উচ্চতম পর্বত সুগস্পিৎসের উপর দুটি কেবেল-কারের মাঝে ব্যালেন্সিং-এর কেরামতি৷

টিমের মধ্য থেকেই এমন সব চোখ-ধাঁধানো আইডিয়া আসে৷ সবার মনেই স্ল্যাকলাইনার নিয়ে বিপুল উৎসাহ রয়েছে৷ তবে লম্বা এই দড়ির উপর হাঁটার অধিকার একমাত্র আলেক্সান্ডার শুলৎস-এর আছে৷ চিত্র পরিচালক ইয়োহানেস অলসেভস্কি বলেন, ‘‘লক্ষ্যে না পৌঁছেই সামনের দৃশ্য বা পৌঁছানোর অনুভূতি নিয়ে ভাবনাচিন্তা করলেই পরাজয় ঘটে৷ ঠিক সেই মুহূর্তে বা কয়েক সেকেন্ড পর সেটা ঘটে৷ তাই আমি আলেক্স-এর ক্ষমতার বিশেষ কদর করি৷ স্ল্যাকলাইনে ওঠার পর সে সুন্দরভাবে এগিয়ে যায়, প্রতিটি মুহূর্তে যা করণীয় সেটা করে৷''

...যেন বাতাসে ভাসা...ছবি: picture alliance/AP Photo/V. Salemi

নতুন রেকর্ড গড়তে আলেক্সান্ডার শুলৎস-কে আরও কাজ করতে হবে৷ বিশেষ করে যোগাসনের মাধ্যমে ২৪ বছর বয়স্ক এই তরুণ আরও দীর্ঘ সময় ধরে আরও নড়বড়ে স্ল্যাকলাইন সামলাতে পারবেন বলে আশা রয়েছে৷ এক কিলোমিটার দীর্ঘ স্ল্যাকলাইনের উপর হাঁটা আলেক্সান্ডার ও তাঁর টিমের স্বপ্ন৷ কয়েক বছর আগেও সেটা অসম্ভব মনে হতো৷ এখন তিনি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত৷ চলতি বছরেই সম্ভবত তিনি এই চেষ্টা করবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ