1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাহাড়ের শৃঙ্গে অভিনব উৎসব

হেনড্রিক ভেলিং/এসবি১৯ ফেব্রুয়ারি ২০১৬

বরফের উপর স্কি করার অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো৷ কিন্তু বরফে ঢাকা পাহাড়ের শীর্ষে শিল্প ও সংগীতের মেলবন্ধন? অস্ট্রিয়ার এক শৃঙ্গের উপর আয়োজিত হয় এমনই এক উৎসব, যার টানে দেশ-বিদেশের শিল্পীরা সমবেত হন৷

Ice Blog Klima Arktik Schnee
ছবি: Irene Quaile

পাহাড়ে শিল্প ও সংগীতের উৎসব

04:23

This browser does not support the video element.

এখানে শিল্প ও সংগীতের সেতুবন্ধকে আক্ষরিক অর্থে শীর্ষ স্তরে আনা হয়েছে৷ অস্ট্রিয়ার রুফিকফ শৃঙ্গের শীর্ষে ‘ফ্যান্টাস্টিক গন্ডোলাস' উৎসবে স্থানীয় মানুষ ও পর্যটকরা স্কি মরসুমের সূচনা পালন করেন৷ ডিজে পরিবেশিত গান বাজনা, আলোর ইনস্টলেশন, শিল্পকর্ম – কত কী-ই যে থাকে! তবে মূল বিষয় হলো প্রেম-ভালোবাসা৷ অতএব সবার তো ভালো লাগবেই৷ কেউ বলেন, অসাধারণ৷ একজন বললেন, ‘‘চারিদিকে দারুণ পরিবেশ৷ এটা ভালোবাসা ছাড়া কী?'' আরেকজনের মতে, ‘‘পাহাড়ের কোলে তারা-ভরা আকাশের নীচে উৎসব৷ সুন্দর গান, দারুণ সব মানুষ৷'' অন্য একজন বললেন, ‘‘এতজন শিল্পী একসঙ্গে মিলে ডিজাইন করেছেন, যে যার মতো৷ এটা সত্যি সুন্দর৷''

আরেকটি বিশেষত্ব হলো, সারা সন্ধ্যা জুড়ে কেবেল কার উপত্যকা থেকে প্রায় ২,৩০০ মিটার উচ্চতায় শৃঙ্গ পর্যন্ত যাতায়াত করে৷ দু'টি কারে ডিজে-রা ব্যস্ত, অন্য দু'টিকে শিল্পীরা সাজিয়েছেন৷ কেবিনে ছবি ঠাসা রয়েছে৷

কয়েক ঘণ্টা আগের ঘটনা৷ বার্লিন শহরের জিম আভিনিয়োঁ কেবেল কার বন্ধ হলে কাজ শুরু করতে পারেন৷ তিনি নব্বইয়ের দশকে বার্লিনের ক্লাবগুবিকে তাঁর বিশাল আকারের পপ-আর্ট শিল্পকর্ম দিয়ে সাজিয়েছিলেন৷ জার্মান শিল্পী জিম আভিনিয়োঁ বলেন, ‘‘এখানে আমি আসলে এমন সব জিনিস দেখাতে চাই, মানুষজনকে এক অন্য, নতুন, অদ্ভুত, মজার, হেঁয়ালি ও পাগলামি ভরা এক জগতে নিয়ে যেতে চাই৷ উপরে এসে অবশ্যই তাঁদের সেই অভিজ্ঞতা হবে৷ সাধারণ স্কি-য়ের পাহাড়ের তুলনায় এখানে সব কিছু অন্যরকম৷''

উৎসব শুরু হবার কিছু সময় আগে জিম সব ছবিই শৃঙ্গের উপর আঁকেন৷ দ্রুতগতিতে সস্তার উপকরণ দিয়ে তৈরি শিল্পকর্মই তাঁর বিশেষত্ব৷ এমন সব চটজলদি ছবি দিয়ে তিনি শিল্পের বাজারে অতিরিক্ত মূল্যের বিরুদ্ধে সোচ্চার হতে চান৷

জার্মানির ফটোগ্রাফার কাটিয়া রুগে এখানে তাঁর এক সিরিজ তুলে ধরেছেন৷ সেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যানালগ সিন্থেসাইজারের ছবি৷ এর বিশেষত্ব হলো, ছবিগুলি উলটো দিকের এক পাহাড়ের গায়ে প্রোজেক্ট করা হচ্ছে৷ এত বড় আকারের ছবি একমাত্র সাধারণ অ্যানালগ স্লাইডের মাধ্যমে তৈরি করা সম্ভব৷ তবে এর জন্য এক বিশেষ প্রোজেক্টর তৈরি করতে হয়েছে৷ যন্ত্রপাতির তাৎপর্যের নিরিখে এই পরিশ্রম সার্থক বলা চলে৷ কাটিয়া রুগে বলেন, ‘‘এই সিন্থেসাইজার ছাড়া ইলেকট্রনিক মিউজিক সম্ভবই হতো না৷ সে কারণেই আমি এগুলির পোর্ট্রেট তৈরি করতে চেয়েছিলাম৷''

এক সংগীতের ম্যাগাজিনের জন্য কাটিয়া এই ফটো সিরিজ তৈরি করেছিলেন৷ ড্যানিয়েল মিলার-এর জন্য সত্যি এর গুরুত্ব রয়েছে৷ এই ব্রিটিশ শিল্পী সত্তরের দশকে সিন্থেসাইজারের প্রতি তাঁর প্রেমের মাধ্যমে সংগীতের ক্ষেত্রে ইতিহাস রচনা করেন৷ তিনিই ‘ডেপেশ মোড' গোষ্ঠীর আবিষ্কর্তা ও প্রোডিউসার৷ কেবেল কারের ডিস্কো কেবিনে তাঁর পারফরমেন্স যেন অতীতে ডুব দেওয়ার মতো৷ ড্যানিয়েল বলেন, ‘‘এটা সত্যি এক বিশেষ অভিজ্ঞতা৷ ৪০ বছর আগে আমি সুইজারল্যান্ডের স্যারমাট-এ ডিজে ছিলাম৷ বয়স তখন ২২৷''

আজকাল আন্তর্জাতিক তারকারা আবার স্কিয়িং-এর এলাকায় পারফরমেন্স দিতে শুরু করে দিয়েছেন৷ রুফিকফ শৃঙ্গে নিকলাস ভর্গ্ট ও তাঁর মডেল স্ত্রী এফা পাডব্যার্গ-এর এক সাংগীতিক প্রকল্পও শোনা যাচ্ছে৷ এফা বলেন, ‘‘পাহাড়ের উপর বরফের মাঝে গান বাজানোর এমন ইভেন্ট আর নেই, কমপক্ষে আমরা এমনটা পাই নি৷ এটা সত্যি এক অভিনব অভিজ্ঞতা৷''

প্রায় ৫০ জন শিল্পী ও সংগীত শিল্পী ‘ফ্যান্টাস্টিক গন্ডোলাস' উৎসবে অংশ নিচ্ছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ