1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘পাহাড়িদের মাঝে আস্থা ফেরানোর চেষ্টা চলছে’’

৫ অক্টোবর ২০১২

চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গায় বৌদ্ধদের মন্দির এবং বসতিতে হামলার আগেই বড় রকমের সংঘর্ষ হয়েছিল রাঙ্গামাটিতে৷ সাংবাদিক ফজলে এলাহি জানালেন পাহাড়ি জনপদে যে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, তা দূর করার চেষ্টা চলছে এখন৷

ছবি: Reuters

বাসে বসা নিয়ে দুই ছাত্রের কথাকাটি, সেই ঘটনা বড় হতে হতে পাহাড়ি-বাঙ্গালি সংঘর্ঘ৷ রাঙ্গামাটি তখন থেকেই থমথমে৷ পরে কক্সবাজার, টেকনাফসহ বেশ কিছু জায়গায় বৌদ্ধদের ওপর হামলার ঘটনায় পারস্পরিক আস্থায় চিড়টা আরো বড় হয়েছে৷

দুই কলেজ ছাত্রের কথাকাটি থেকে শহরময় সংঘর্ষ ছড়িয়ে পড়ার ঘটনার দু’সপ্তাহ হতে চলল৷ মাঝে অন্য কিছু না ঘটলে এতদিনে রাঙ্গামাটি হয়তো আরো স্বাভাবিক হয়ে যেতো৷ কিন্তু ২৯শে সেপ্টেম্বর রাতে শুরু হয়ে পরের রাত পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বৌদ্ধদের ওপর ব্যাপক হামলা হওয়ায় তা এখনো হয়নি৷ রাঙ্গামাটির বাজারগুলোতে পাহাড়িরা এখনো আসছেন না৷ মোবাইল ফোনে এসএমএস’এর মাধ্যমে তাঁদের বাঙ্গালির দোকান বয়কট করতে বলা হয়েছে – এমন উড়ো খবর আছে৷ তবে তুচ্ছ ঘটনা থেকে পাহাড়ি-বাঙ্গালি সংঘর্ষ এবং তার কয়েকদিন পর নানা জায়গায় বৌদ্ধ মন্দির এবং বৌদ্ধদের বসতিতে হামলার কারণে পাহাড়িদের মনে যে নিরাপত্তাহীনতা বেড়েছে আর বাঙ্গালি প্রতিবেশিদের প্রতি আস্থা কমেছে, তা বাস্তব৷ এই বাস্তবতাই ফুটে উঠেছে ডয়চে ভেলেকে দেয়া সাংবাদিক ফজলে এলাহির সাক্ষাৎকারে৷

MMT BM/051012/Interview with Fazle Elahi on Rangamati - MP3-Mono

This browser does not support the audio element.

রাঙ্গামাটি...ছবি: DW

সাক্ষাৎকারে দৈনিক কালের কন্ঠ পত্রিকার রাঙ্গামাটি প্রতিনিধি বলেছেন, পাহাড়িদের মধ্যে আস্থাহীনতা এবং এক ধরনের অভিমান দেখা দেয়ায় বাঙ্গালিরা এ নিয়ে চিন্তিত৷ বিশেষ করে বাঙ্গালি ব্যবসায়ীরা বুঝতে পারছেন এতে তাঁদের ব্যবসার খুব ক্ষতি হচ্ছে৷ তাই পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ উদ্যোগী তাঁরা৷ বাঙ্গালি-পাহাড়ি সম্পর্ক স্বাভাবিক করতে প্রশাসন কিছু পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন ফজলে এলাহি৷

সাক্ষাৎকার: আশীষ চ্ক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ